পুরুষের ওপর যৌন সহিংসতায়ও মৃত্যদণ্ডের বিধানের দাবিতে মানববন্ধন

পুরুষের ওপর যৌন সহিংসতায়ও মৃত্যদণ্ডের বিধানের দাবি

পুরুষের প্রতি যৌন সহিংসতা বন্ধ করার লক্ষ্যে এ অপরাধের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান করার দাবি জানিয়েছে ‘এইড ফর মেন ফাউন্ডেশন’।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এই দাবি জানায় সংগঠনটি।

সংগঠনের সভাপতি আব্দুর রাজ্জাক খান বলেন বলেন, পুরুষের প্রতি যৌন সহিংসতা হিসেবে লিঙ্গ-কর্তনের ঘটনা বেড়েই চলেছে।

কখনও স্ত্রীর দ্বারা বা কখনো দুর্বৃত্তদের দ্বারা পুরুষাঙ্গ কর্তনের মত নৃশংস অপরাধের শিকার হচ্ছে পুরুষরা। এই অপরাধের ফলে যৌন জীবন ও পিতৃত্বের ক্ষমতা আজীবনের মত হারিয়ে ফেলছে অনেক পুরুষ।

অনেক সময় এই গুরুতর জখমে মৃত্যুর ঘটনাও ঘটছে। অথচ অপরাধের মাত্রা ও ভিকটিম পুরুষের ক্ষতির তুলনায় লিঙ্গ-কর্তনের অপরাধীদের অনেক লঘু শাস্তি হচ্ছে।

আমরা লিঙ্গ-কর্তনের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধানের দাবি জানাচ্ছি।

মানববন্ধনে সংগঠনের সভাপতি আব্দুর রাজ্জাক খানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সংগঠনের আইন উপদেষ্টা সুপ্রিম কোর্ট আইনজীবী অ্যাডভোকেট কাওসার হোসেইন, এইড ফর মেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নাদিম, আলমগীর আহমেদ ও তাহমিনুর রহমান সজীবসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

সাম্প্রতিক কিছু যৌন নির্যাতনের খবরঃ

ধর্ষণের সব খবর পড়তে ক্লিক করুন এখানেএখানে