আর কোনো প্রাণ যেন অযাচিত দুর্ঘটনায় হারিয়ে না যায়” – বুয়েটে মানববন্ধন

“আর কোনো প্রাণ যেন অযাচিত দুর্ঘটনায় হারিয়ে না যায়” বুয়েটের মানববন্ধনে শিক্ষক-শিক্ষার্থীদের দাবি

রাজধানীর বেইলি রোডের অগ্নিকাণ্ডে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দুই শিক্ষার্থী লামিশা ইসলাম ও নাহিয়ান আমিন প্রাণ হারিয়েছেন। তাদের এই মর্মান্তিক মৃত্যুতে শোকাচ্ছন্ন বুয়েট ক্যাম্পাস।

বেইলি রোডের আগুনে নিহত দুই শিক্ষার্থীসহ অন্যদের স্মরণে আজ শনিবার বুয়েট ক্যাম্পাসে দোয়া মাহফিল ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। এসময় বুয়েট উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদারসহ শিক্ষকদের অনেকেই উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল শেষে বুয়েটের শিক্ষক-শিক্ষার্থীরা বুয়েট শহীদ মিনারের সামনে মানববন্ধন পালন করেন।

মানববন্ধনে বুয়েট শিক্ষার্থীরা কিছু দাবি-দাওয়া তুলে ধরেন :
“Fire Safety Issues – Points to be raised.”

1) Punishment of all responsible for such tragedies must be ensured! বেইলী রোডের অগ্নি দুর্ঘটনার মত সকল অসাবধানতাজনিত দুর্ঘটনার জন্যে যারা দায়ী তাদের শাস্তির ব্যবস্থা অবশ্যই করতে হবে!

2) All steps required to prevent the recurrence of such tragedies must be taken! এরকম ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে তা নিশ্চিত করতে সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে!

3) Ensure that all commercial and other buildings comply with the regulations of the Building Code and other applicable Codes. No non-complied or risky building should be permitted to operate / to be used.সকল বাণিজ্যিক এবং অন্যান্য ভবনে বিল্ডিং কোডসহ জরুরি সকল কোড অবশ্যই মেনে চলতে হবে। এর মধ্যে কোন কোড অমান্যকারী বা ঝুঁকিপূর্ণ বিল্ডিং ব্যবহার করার অনুমতি দেয়া যাবে না।

4) RAJUK rules and plans for safety in buildings have to be monitored.প্রতিটি ভবনের জন্য রাজউক থেকে প্রদান করা নিরাপত্তা লাইসেন্স মেনে চলতে হবে এবং নিয়মিত মনিটর করতে হবে।

5) We need skilled personalities for implementing building code and those people must have accountability for their knowledge and action. বিল্ডিং কোড সম্পর্কে জানার জন্য দক্ষ জনবল এবং সেই দক্ষ জনবলের জবাবদিহিতার ব্যবস্থা থাকতে হবে।

6) Filled Cylinders cannot be stored within the entry / exit region of the building. Overall gas cylinder management must be ensured in a risk free manner. গ্যাসপূর্ণ সিলিন্ডারগুলো একটি ভবনের প্রবেশের বা প্রস্থানের পথে/স্থানে রাখা যাবে না। গ্যাস সিলিন্ডার এর সার্বিক ব্যবস্থাপনায় ঝুঁকিপূর্ণ যেকোন পরিস্থিতি এড়িয়ে চলতে হবে।

7) Regular Inspection of the Fire Safety System of all commercial buildings by officials must be ensured. অফিসিয়ালদের পক্ষ থেকে প্রতিটি বাণিজ্যিক ভবনের অগ্নি-ব্যবস্থাপনা সিস্টেম নিয়মিত পরিদর্শন করতে হবে।

8 ) All buildings must have required fire-fighting equipment and markings/signage. সকল বিল্ডিং এ অগ্নিনির্বাপণ এর জন্য জরুরি সকল সামগ্রী এবং মার্কিং/চিহ্ন যাতে সবসময় থাকে তা নিশ্চিত করতে হবে।

9) Use of fire extinguishers and training / fire drills must be mandatory in every commercial building, educational institutions, and public welfare centers.অগ্নি-নির্বাপণ যন্ত্রের ব্যবহার এবং প্রশিক্ষণ / ফায়ার ড্রিল বাধ্যতামূলক করতে হবে – প্রতিটি বাণিজ্যিক কার্যালয়ে, শিক্ষা প্রতিষ্ঠানে এবং পাবলিক ওয়েলফেয়ার সেন্টারগুলায়।

10) All buildings must have the required number of exits (of required size) and safe evacuation must be ensured. প্রতিটি বিল্ডিং এ প্রয়োজনীয় সংখ্যক এবং প্রশস্ত ইমার্জেন্সি এক্সিটের ব্যবস্থা করতে হবে এবং নিরাপদভাবে প্রস্থান করার ব্যবস্থা রাখতে হবে।

11) Emergency exits and stairways must be clear and ready for use at any time of emergency. ইমার্জেন্সি এক্সিট এবং সিঁড়িগুলো ফাঁকা, পরিষ্কার ও ব্যবহারযোগ্য অবস্থায় রাখতে হবে যাতে যেকোনো জরুরি প্রয়োজনে দ্রুত ব্যবহার করা যায়।

12) Building occupancy type or nature of use cannot be changed (say, from residential to commercial) without authorization and the necessary facilities. ভবন ব্যবহারের প্রকৃতি (যেমন, আবাসিক থেকে বাণিজ্যিক)। কোন প্রকার ব্যবস্থা গ্রহণ ও অনুমোদন ব্যতীত পরিবর্তন করা যাবে না।

13) Congested restaurant structures in the same building must be changed!একই ভবনে স্বল্প জায়গা নিয়ে বানানো বিভিন্ন রেস্টুরেন্টের কাঠামো পরিবর্তন করতে হবে।

14) Increase public awareness and avoid risky places in your own conscience. জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং দুর্ঘটনা প্রবণ জায়গাগুলো নিজ দায়িত্বে এড়িয়ে চলতে হবে।

©বুয়েট সাংবাদিক সমিতি