লিখতে চাই

Campus Connect লিখতে আগ্রহী হওয়ায় আপনাকে ধন্যবাদ। লেখা জমা দেওয়ার পূর্বে কিছু জরুরি তথ্য জেনে নিন।

*আপনার ক্যাম্পাসের যেকোনো ঘটনা নিউজ আকারে লিখে আমাদের সাইটে প্রকাশ করতে পারবেন।

*আপনি চাইলে দেশে/বিদেশে সম্প্রতি ঘটে যাওয়া কোনো ঘটনা, সোশ্যাল ইস্যু, সিনেমা, স্পোর্টস, ট্র্যাভেল, টেক, বিজনেস, ক্যারিয়ার, মেন্টাল হেলথ, অনুপ্রেরণার গল্পসহ আরও বিভিন্ন বিষয়ে লেখা প্রকাশ করতে পারেন।

*কোনো ধরণের কপি-পেস্ট গ্রহণযোগ্য নয়।
আমরা মুক্ত মতে বিশ্বাসী। তবে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে কাউকে হেয় কিংবা উসকানি দেওয়া যাবে না।

*লেখার সর্বোচ্চ শব্দসীমা নেই, তবে অন্তত ৩০০ শব্দের হতে হবে।

*তথ্যসূত্রের ব্যাপারে সতর্ক হতে হবে। অবশ্যই লেখার ভেতর প্রয়োজনীয় হাইপারলিংক করতে হবে। নাহলে লেখা এপ্রুভড হবে না।

*উইকিপিডিয়াকে রেফারেন্স হিসেবে দেখানো যাবে না।

*সফলভাবে লেখা জমা দেয়ার পরে আমাদের এডিটোরিয়াল টিম আপনার লেখাটি রিভিউ করবে। ইমেইলের মাধ্যমে সর্বশেষ আপডেট জানানো হবে।

*যদি এডিটোরিয়াল টিম লেখা প্রকাশযোগ্য মনে করে, তাহলে লেখা জমা দেওয়ার ১ থেকে২ কর্মদিবসের মধ্যে সেটি প্রকাশিত হবে।

*আপনার লেখা প্রকাশিত হলেও এর জন্য কোনো সম্মানী পাবেন না। তবে লেখাটি আপনার নাম-ছবিসহ প্রকাশ করা হবে।