বিসিএস এর নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (একাডেমিক) এ নির্বাচিত হয়েছেন চবি শিক্ষক রেজাউল করিম

গত ১৬ ই ফেব্রুয়ারি ঢাকার আগারগাঁও এ অনুষ্ঠিতব্য বাংলাদেশ কম্পিউটার সোসাইটির নির্বাচন ২০২৩ইং এ ভাইস প্রেসিডেন্ট (এডমিন) পদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক রেজাউল করিম স্যার বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন বুয়েটের সিএসই বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব হোসেন স্যার ।
ইতোপূর্বে রেজাউল করিম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অতীশ দীপঙ্কর হলের প্রভোস্টের দায়িত্ব পালন করছেন।এছাড়া তিনি ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ভারপ্রাপ্ত প্রক্টর ও ২০১৩ সালে শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক ছিলেন।
বাংলাদেশ কম্পিউটার সোসাইটির কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটির নির্বাচন গত ১৬ ফেব্রুয়ারী ২০২৪ ইং রোজ শুক্রবার শের-ই-বাংলা নগর আদর্শ মহিলা কলেজে অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে দুইটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। বর্তমান ব্যবস্থাপনা কমিটির সভাপতি অধ্যাপক ড. শরীফ উদ্দিন এবং সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান খান জিহাদ নেতৃত্বাধীন ড. শরীফ -জিহাদ প্যানেল। অপর প্যানেলটি হলো ড. আরেফিন-ববী প্যানেল। উক্ত নির্বাচনে ড. আরেফিন-ববী প্যানেল সবকটি পদে বিপুল ব্যাবধানে জয়ের মধ্যমে নিরস্কুশ বিজয় অর্জন করে। এ বিজয়ের জন্য ড. আরেফিন-ববী পক্ষ থেকে বিসিএস এর সম্মানীত সদসদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সবাইকে নিয়ে কাজ করে নির্বাচনী ইশতেহার পরিপুর্নিভাবে বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। স্মার্ট বাংলাদেশ বিনির্মানের জন্য বিসিএস এর প্রতিটি সদস্য যথাযথ অবদান রাখতে বদ্ধপরিকর বলে জানিয়ে যেকোন আইসিটি সংশ্লিষ্ট কার্যক্রমে বিসিএস এর প্রতিনিধি অন্তর্ভুক্তির জন্য নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহবান জানানো হয়।