ছাত্ররাজনীতি না করার শপথ বুয়েট শিক্ষার্থীদের

সকল প্রকার লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি ও অপশক্তি কে রুখে দিতে, আজ ৮ ই আগস্ট, ২০২৩ বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা বুয়েট অডিটোরিয়াম কমপ্লেক্সের সামনে শপথ গ্রহন করে।

একই সাথে বুয়েটে চলমান পরিস্থিতি ও আবরার হত্যা মামলায় বুয়েট থেকে বহিষ্কৃত আশিকুল ইসলাম বিটু পুনরায় কেমিক্যাল ১৯ ব্যাচের সাথে ক্লাস করতে আসার ঘটনা ও সুনামগঞ্জের তাহিরপুরে ২৪ জন বর্তমান শিক্ষার্থী আটকের ঘটনায় নানা গুজব এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে উক্ত ঘটনায় বিভিন্ন দাবি তুলে ধরে।

বুয়েটে সকল প্রকার লেজুরবৃত্তিক ছাত্ররাজনীতি ও অপশক্তি কে রুখে দিতে সাধারণ শিক্ষার্থীদের শপথ পাঠ –

“আমি প্রতিজ্ঞা করছি যে, আজ এই মূহুর্ত থেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় পরিবারের একজন সদস্য হিসেবে আমি এই বিশ্ববিদ্যালয়ের সকলের কল্যাণ ও নিরাপত্তার নিমিত্তে আমার ওপর অর্পিত ব্যক্তিগত ও সামষ্টিক নৈতিক ও মানবিক সকল প্রকার দায়িত্ব সর্বোচ্চ সততা ও নিষ্ঠার সাথে পালন করবো।

এই বিশ্ববিদ্যালয়ের আঙিনায় আমার জ্ঞাতসারে হওয়া প্রত্যেক অন্যায়, অবিচার ও বৈষম্যের বিরুদ্ধে আমি সর্বদা সোচ্চার থাকবো।

আমি আরও প্রতিজ্ঞা করছি যে, এই বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার সন্ত্রাস ও সাম্প্রদায়িক অপশক্তির উত্থানকে আমরা সম্মিলিতভাবে রুখে দেবো। নৈতিকতার সাথে অসামঞ্জস্যপূর্ণ সব ধরনের বৈষম্যমূলক অপসংস্কৃতি | এবং ক্ষমতার অপব্যবহার আমরা সমূলে উৎপাটিত করবো।

এই আঙিনায় যেন আর কোনো নিষ্পাপ প্রাণ ঝরে না যায়। আর কোনো নিরপরাধ যেন অত্যাচারের শিকার না হয়, তা আমরা সবাই মিলে নিশ্চিত করবো।

অঙ্গীকারনামাটি শেষ হলো।”

সকল প্রকার লেজুরবৃত্তিক ছাত্ররাজনীতি ও অপশক্তি কে রুখে দিতে বুয়েটের সাধারণ শিক্ষার্থীদের নেওয়া শপথ
সকল প্রকার লেজুরবৃত্তিক ছাত্ররাজনীতি ও অপশক্তি কে রুখে দিতে বুয়েটের সাধারণ শিক্ষার্থীদের নেওয়া শপথ
বুয়েটে চলমান পরিস্থিতি নিয়ে সাধারণ শিক্ষার্থীদের প্রেস রিলিজ
বুয়েটে চলমান পরিস্থিতি নিয়ে সাধারণ শিক্ষার্থীদের প্রেস রিলিজ