মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের শোক দিবস সমাচার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম মৃতুবার্ষিকীতে শোক প্রকাশ করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির তরফ থেকে।

গত ১৫ই আগষ্ট,২০২০ তারিখে ধানমন্ডির বঙ্গবন্ধু কারা স্মৃতি জাদুঘরের সামনে মেরিটাইম ইউনিভার্সিটির একদল প্রতিনিধি এই মহান নেতার স্মরণে ফুলের তোড়া স্থাপন করে কয়েক মিনিটের নীরবতা পালন করেন।

সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপিকা ড. জিনাত হুদা।এছাড়াও উপস্থিত ছিলেন মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ-উপাচার্য রিয়াল এডমিরাল এম খালেদ ইকবাল,সম্মানিত ডিন মহোদয় কমোডর জসিম উদ্দীন সহ ফ্যাক্টালি এবং কর্মচারীগণ।

নীরবতা শেষে একটি বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।সেই সাথে সপ্তাহব্যাপী গরীব দুস্থ মানুষের জন্যে খাবার বিতরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।তাছাড়া সামাজিক দুরত্ব মেনে পল্লবীতে অবস্থিত বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

সব মিলিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ চেষ্টা করেছে জাতির পিতাকে যথোপযুক্ত সম্মান প্রদান করার!

তাসনুর জাহান মীম,
ওশানোগ্রাফি এন্ড হাইড্রোগ্রাফি ডিপার্টমেন্ট;
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়।