AIUB-এর ২০তম সমাবর্তনের পুরস্কার বিতরনী অনুষ্ঠান

AIUB-এর ২০তম সমাবর্তনের পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২দিন ধরে ২৭-নভেম্বর এবং ১১-ডিসেম্বর ২০২১, এআইইউবি’র স্থায়ী ক্যাম্পাসের অ্যাম্ফি-থিয়েটারে (মুক্তমঞ্চ) অনুষ্ঠিত হয়েছিল।

মুক্তমঞ্জে পুরুষ্কারপ্রাপ্তি গ্র‍্যাজুয়েটদের উল্লাস

রোজ শনিবার, নভেম্বর ২৭, ২০২১, পুরুষ্কারপ্রাপ্তদের মধ্যে একাডেমিক অ্যাওয়ার্ড যথাক্রমে সুম্মা কাম লাউড, ম্যাগনা কাম লাউড এবং কাম লাউডের এই ৩টি বিভাগে বিতরণ করা হয়েছিল। ২০তম সমাবর্তনে ১৪০ জন সুম্মা কাম লাউড, ১৪৯ জন ম্যাগনা কাম লাউড এবং ৫১ জন কাম লাউড পুরষ্কারপ্রাপ্ত ছিলেন।

পুরুষ্কার বিতরণ করে দেওয়া হচ্ছে মেধাবীদের কাছে

পরবর্তীতে ১১ ডিসেম্বর, ২০২২ তারিখে, উপাচার্য পুরস্কার এবং ড. আনোয়ারুল লিডারশিপ অ্যাওয়ার্ড বিতরণ করা হয়। ৩১ জন স্নাতক শিক্ষার্থী উপচার্য পুরুষ্কার প্রাপ্ত হন। উক্ত মেধাবীদের মধ্যে যোগ্যতা ছিলো যথাক্রমে “এলএলবি’তে সেরা থিসিস, সিএসই’তে বিএসসি, এমডিএস, এমপিএইচ, এবং এমএসসিএস’।

এছাড়াও ‘ইইই এবং আইপিই, বি.আর্ক, এমইইই, এমটিইএল ডিপার্ট্মেন্টের বিএসসি-তে সেরা প্রজেক্ট” এবং “বিএ, বিএসএস, বিবিএ এবং এমবিএতে সেরা ইন্টার্নশিপ রিপোর্ট” সম্পূর্ণ করায় তারা তাদের মেধাবী প্রচেষ্টার জন্য ভাইস চ্যান্সেলর পুরস্কার পেয়েছে। ড. আনোয়ারুল আবেদীন লিডারশিপ অ্যাওয়ার্ড ২০তম সমাবর্তনে ৪০ জন স্নাতক শিক্ষার্থীর মধ্যে বিতরণ করা হয়। এটি AIUB-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. আনোয়ারুল আবেদিনের সম্মানে যোগ্য নিয়মিত ফুল-টাইম শিক্ষার্থীদের – তাদের অসামান্য স্বেচ্ছাসেবী প্রচেষ্টা, সেরা পারফরম্যান্স এবং সহ-পাঠ্যক্রমিক কার্যক্রমের বিভিন্ন বিভাগে উল্লেখযোগ্য অর্জন এবং অবদানের স্বীকৃতিস্বরূপ হিসেবে বিতরণ করা হয়।

প্রফেসর ড. সিদ্দিক হোসেন, ডিন, ইঞ্জিনিয়ারিং অনুষদ পুরুষ্কার বিতরণ করে দিচ্ছেন

পুরস্কার বিতরণ করেন ড. কারমেন জেড. লামাগনা, ভাইস চ্যান্সেলর; প্রফেসর ড. সিদ্দিক হোসেন, ডিন, ইঞ্জিনিয়ারিং অনুষদ; প্রফেসর ড. তাজুল ইসলাম, ডিন, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ; জনাব পিয়াস কস্তা, রেজিস্ট্রার; প্রফেসর ড. তাসলিমা মনসুর, উপদেষ্টা, আইন বিভাগ; প্রফেসর ড. আবদুর রহমান, সহযোগী ডিন, প্রকৌশল অনুষদ; জনাব মশিউর রহমান, সহযোগী ডিন, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ এবং প্রফেসর ড. এবিএম রহমতুল্লাহ, সহযোগী ডিন-ইন-চার্জ, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অনুষ্ঠান পরিচালকবৃন্দ।

মুক্তমঞ্চে পুরুষ্কার প্রাপ্তিদের উদ্দেশ্য বক্তব্য দিচ্ছেন

বি.দ্রঃ AIUB-এর ২০তম সমাবর্তন অনুষ্ঠান ১০ অক্টোবর ২০২১, রোজ রবিবার সকাল ১১.০০ টায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে (AIUB অডিটোরিয়াম থেকে লাইভ) কোভিড-১৯ এর কারনে শিক্ষার্থীদের সুরক্ষার কথা চিন্তা করে এ.আই.ইউ.বি-এর স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি জনাব মোঃ আবদুল হামিদ এবং এ.আই.ইউ.বি-এর সন্মানিত চ্যান্সেলর ড. দীপু মনি, এমপি (গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী – শিক্ষা মন্ত্রণালয়) অনুষ্ঠানে সভাপতিত্ব করার জন্য সদয়ভাবে আমন্ত্রিত হয়ে উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপ-মন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী, এমপি। উক্ত অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন উপস্থিত ছিলেন। এআইইউবি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান এবং এআইইউবি-এর ভাইস চ্যান্সেলর ড. কারমেন জেড. লামাগনা এই অনুষ্ঠানে তাদের গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন এবং গ্র‍্যাজুয়েটদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করেন।