AIUB আন্তঃকলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২২ এর উদ্বোধন ঘোষণা

AIUB আন্তঃকলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২২ এর উদ্বোধন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (AIUB) স্পোর্টস মাঠে গত ৯ই জানুয়ারী, ২০২২ রোজ রবিবার অনুষ্ঠিত হয়। প্রফেসর ডঃ সিদ্দিক হোসেন (ডিন, ইঞ্জিনিয়ারিং অনুষদ) উপস্থিতিতে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মনজুর এইচ খান, পরিচালক, ওসা; জনাব জিয়ারাত এইচ. খান, উপ-পরিচালক, ছাত্র বিষয়ক কার্যালয়; জনাব আবু মিয়া আকন্দ, উপ-পরিচালক, জনসংযোগ অফিস এবং অন্যান্য অনুষদ সদস্য এবং প্রশাসনিক কর্মকর্তারা।

AIUB-এর অফিস অফ স্পোর্টস এই চ্যাম্পিয়নশিপের আয়োজন করে। ঢাকা মহানগরীর ১৮টি কলেজ এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে ভাষানটেক স্কুল অ্যান্ড কলেজ ৩ উইকেটে হারিয়েছে নেভি অ্যাঙ্করেজ স্কুল অ্যান্ড কলেজকে। ম্যান অব দ্য ম্যাচ ঘোষণা করা হয় ভাষানটেক স্কুল অ্যান্ড কলেজের শহিদুলকে।

টুর্নামেন্টের সমস্ত ম্যাচ AIUB-এর অফিসিয়াল ফেসবুক পেজে লাইভ সম্প্রচার করা হয়।

এর আগে, সপ্তাহজুড়ে দেশের স্বনামধন্য ক্রিকেটার ও ক্রীড়া ব্যক্তিত্ব যারা এআইইউবির ছাত্র, যেমনঃ সাব্বির রহমান, আমিনুল ইসলাম বিপ্লব, জয়রাজ শেখ ইমন, আজমির আহমেদ, পারভেজ হোসেন ইমন, অভিশেখ দাস অরন্নো, পারভেজ হোসেন ইমন, আরাফাত সানি জুনিয়র, আবু সায়েম চৌধুরী, নায়েম হাসান (জাতীয় ফুটবলার) এবং তাওহিদ নোমান (ফুটবলার) উক্ত কলেজগুলিতে ইভেন্টটি প্রচার করেন এবং কলেজের শিক্ষার্থীদের তাদের সামগ্রিক বিকাশের জন্য অতিরিক্ত পাঠ্যক্রমিক ক্রিয়াকলাপে আরও নিযুক্ত হতে উৎসাহিত করেন।

টুর্নামেন্টটি AIUB স্পোর্টস ফিল্ডে ৯ই জানুয়ারী থেকে ১৩ই জানুয়ারী, ২০২২ পর্যন্ত ৫-দিনের জন্য অনুষ্ঠিত হবে।

অংশগ্রহণকারী কলেজের তালিকা:
১. বিএএফ শাহীন কলেজ, ঢাকা
২. বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলা
৩. বিসিআই কলেজ
৪. ভাষানটেক স্কুল অ্যান্ড কলেজ
৫. ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ
৬. ঢাকা কমার্স কলেজ
৭. ঢাকা ইম্পেরিয়াল কলেজ
৮. ডিপিএস এসটিএস স্কুল
৯. গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ
১০. আইডিয়াল কলেজ
১১. মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও কলেজ
১২. নেভি অ্যাঙ্করেজ স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
১৩. সেন্ট গ্রেগরিস হাই স্কুল অ্যান্ড কলেজ
১৪. স্কলারস স্কুল অ্যান্ড কলেজ
১৫. শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ
১৬. উত্তরা উচ্চ বিদ্যালয় ও কলেজ
১৭. উত্তরা আইডিয়াল কলেজ
১৮. উত্তরা ইউনাইটেড কলেজ