AIUB-এর ২০তম সমাবর্তন আয়োজিত

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (AIUB) ২০তম সমাবর্তন অনুষ্ঠান ১০ অক্টোবর ২০২১, রোজ রবিবার সকাল ১১.০০ টায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে (AIUB অডিটোরিয়াম থেকে লাইভ) কোভিড-১৯ এর কারনে শিক্ষার্থীদের সুরক্ষার কথা চিন্তা করে এ.আই.ইউ.বি-এর স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি জনাব মোঃ আবদুল হামিদ এবং এ.আই.ইউ.বি-এর সন্মানিত চ্যান্সেলর ড. দীপু মনি, এমপি (গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী – শিক্ষা মন্ত্রণালয়) অনুষ্ঠানে সভাপতিত্ব করার জন্য সদয়ভাবে আমন্ত্রিত হয়ে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপ-মন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী, এমপি।

উক্ত অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন উপস্থিত ছিলেন। এআইইউবি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান এবং এআইইউবি-এর ভাইস চ্যান্সেলর ড. কারমেন জেড. লামাগনা এই অনুষ্ঠানে তাদের গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। এছাড়াও মিস নাদের নাওয়ার নিজাম স্নাতকোত্তর শিক্ষার্থীদের পক্ষে থেকে অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

২০১৯-২০২০ এবং ২০২০-২০২১ শিক্ষাবর্ষের মোট ২,৮৭৮ জন শিক্ষার্থী ২০তম সমাবর্তনে উপস্থিত ছিলেন। যারা সফলভাবে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি প্রোগ্রামের বিভিন্ন বিষয়ে তাদের সমস্ত একাডেমিক জ্ঞান অর্জন করেছেন এবং সমাবর্তনে তাদেরকে নিজ নিজ একাডেমিক ডিগ্রি প্রদান করা হয়েছে।

একাডেমিক এবং সহপাঠ্যক্রমিক কার্যক্রমের ক্ষেত্রে তাদের কৃতিত্ব এবং শ্রেষ্ঠত্বের জন্য মেধাবী শিক্ষার্থীদের বিভিন্ন বিভাগে নিম্নলিখিত পদক প্রদান করা হয়েছে:

১. চ্যান্সেলরের স্বর্ণপদক – ৬টি
২. ডাঃ আনোয়ারুল আবেদীন লিডারশিপ অ্যাওয়ার্ড – ৪০টি
৩. ভাইস চ্যান্সেলরস অ্যাওয়ার্ড – ৩১টি

একাডেমিক অ্যাওয়ার্ড:
1. Summa Cum Laude – 140
2. Magna Cum Laude – 149
3. Cum Laude – 51

মাননীয় শিক্ষামন্ত্রী ড. দীপু মনি, এমপি মানসম্মত শিক্ষা প্রদানে এবং মানসম্পন্ন গ্রাজুয়েট তৈরি করে দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালনের জন্য এ.আই.ইউ.বি-এর আন্তরিক ভূমিকার জন্য প্রশংসা ও ধন্যবাদ জানান। তিনি আঠারো মাসের কঠিন সময়ের মধ্য দিয়ে মহামারী চলাকালীন তাদের ডিগ্রি সম্পন্ন করার জন্য সকল গ্রাজুয়েটদের অভিনন্দন জানান।  ড. দীপু মনি গ্র্যাজুয়েটদের মধ্যে উদ্যোক্তা হওয়ার মানসিকতা তৈরি করতে উৎসাহিত করেন।  তিনি এ.আই.ইউ.বি-এর সবুজ-শ্যামল ক্যাম্পাস দেখে আনন্দিত হয়েছিলেন এবং আশা করেছিলেন যে এখানে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য এটি অবশ্যই একটি আনন্দদায়ক অভিজ্ঞতা হবে।

বিশেষ অতিথি হিসেবে মাননীয় উপমন্ত্রী – শিক্ষা মন্ত্রণালয়, জনাব মহিবুল হাসান চৌধুরী, এম.পি.  দক্ষতা উন্নয়নের উপর জোর দিয়েছেন।  তিনি বলেন, তারুণ্য, জ্ঞান ও ইচ্ছাশক্তির সমন্বয়ে উন্নতমানের মানবসম্পদ গড়ে তোলা সম্ভব।  তিনি AIUB ব্যবস্থাপনাকে ধন্যবাদ জানান এবং AIUB-এর শিক্ষার্থীদের এই মহামারীর মধ্যেও তাদের একাডেমিক ও এক্সট্রা-কারিকুলাম এক্টিভিটি চালিয়ে যেতে সক্ষম হওয়ার দৃঢ়তার প্রশংসা করেন।

সমাবর্তন স্পিকার, বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনার মহামান্য রবার্ট চ্যাটারটন ডিকসন, ২০তম সমাবর্তনের স্নাতকদের অভিনন্দন জানিয়েছেন।  তিনি বিদেশী প্রতিষ্ঠানের সাথে একাডেমিক অংশীদারিত্ব এবং গবেষণা সহযোগিতার সুযোগ সম্পর্কে কথা বলেছেন।  তিনি জেন্ডার সমতা, এলডিসি গ্রাজুয়েশনের দ্বারপ্রান্তে দেশের অর্থনৈতিক উন্নয়নের কথাও উল্লেখ করেন।  তিনি বলেন, “এলডিসি গ্র্যাজুয়েশন ফিনিশিং লাইনের পরিবর্তে একটি মাইলফলক!”

এআইইউবির ট্রাস্টি বোর্ডের সদস্য, জনাব ইশতিয়াক আবেদীন, মিসেস নাদিয়া আনোয়ার, ড. আব্দুস সামাদ আলিম, মিসেস সাবরিনা আবেদিন, মিসেস ডি. লামাগনা মজুমদার, সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সদস্যবৃন্দ, ডিন এবং অফিসিয়াল সকল কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।  সমাবর্তন অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যরাও উপস্থিত ছিলেন।

গ্র্যাজুয়েট এবং তাদের পিতামাতারা মাইক্রোসফ্ট টিমসের ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে এই প্রোগ্রামে যোগ দিয়েছিলেন এবং প্রোগ্রামটি AIUB-এর অফিসিয়াল ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়েছিল।