গুগলে যোগ দিচ্ছেন AIUB’র ইমরান জিয়াদ

এআইউবির কম্পিউটার সায়েন্স বিভাগের সাবেক ছাত্র ইমরান জিয়াদ (১৪-২) Google-তাইওয়ানে জানুয়ারী ২০২২ থেকে জয়েন করতে যাচ্ছে। ইমরানকে অনেক অনেক শুভেচ্ছা।

২০১৪ সাল থেকে ইমরান কম্পিটিটিভ প্রোগ্রামিং (ACM) এর সাথে জড়িত। এআইউবির হয়ে সে ৪০+ ন্যাশনাল (NCPC, IUPC) আর ইন্টারন্যাশনাল (ICPC) কনটেস্টে অংশগ্রহণ করে ভালো করেছে।

সর্বশেষ ২০১৯ সালে অনুষ্ঠিত ICPC তে ইমরান ও তার দল (AIUB Minotaur) ৬টা সমস্যা সমাধান করে ৮তম স্থান অর্জন করেছে। এছাড়াও ২০১৬ সালে ন্যাশনাল প্রোগ্রামিং ক্যাম্পে দেশসেরা প্রোগ্রামারদের একজন নির্বাচিতও হয়েছে।

ইমরান ২০১৭, ২০১৮ সালে অনুষ্ঠিত Bangladesh National High School Programming Contest *এ প্রবলেম সেটার এবং জাজ হিসেবে কাজ করেছে। ২০১৮ সাল থেকে Cefalo তে সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে এবং ২০১৯ সাল থেকে এআইইউবির প্রোগ্রামিং কনটেস্টন্টের সংগঠন AIUB Competitive Programmers’ Community (ACPC) এ কোচ হিসেবেও দায়িত্বে আছে।

আশা করছি ইমরানের এ সাফল্য সকল ছাত্রছাত্রী এবং কনটেস্টন্টের জ্ন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। ইমরানকে সকলের পক্ষ থেকে শুভকামনা জানাই।

তথ্য- Nabid Imteaj