৯.৫ মার্ক কাটার পরও মেডিকেল এ চান্স !

Ashraful Alam

আমি যেখানে বড় হয়েছি সেই পজিশন থেকে কেউ কখনো ডাক্তার হবার স্বপ্ন দেখে নি, তাই ডাক্তার হবার স্বপ্নটা আমার ছোট থেকে কখনোই ছিলো না। তবে একটা স্বপ্ন ছিলো সবাই আমাকে চিনবে এমন কিছু একটা করতেই হবে।

সময়ের সাথে সাথে নিজেকে স্বপ্নের প্রেক্ষাপট তৈরি করে তা বাস্তবায়ন করতে হয়েছে। একটু একটু করে জমানো পরিশ্রম দিয়েই আজকের এই অবস্থানে আসা।

এস এস সি তে নরমাল A+ ছিলো তাই নিজের শত ইচ্ছার পরও নটরডেমে পরীক্ষা দেওয়ার যোগ্যতা ছিলো না। ঢাকার ভালো ভালো একটা কলেজেও ভর্তি হতে পারি নাই।

দেন একটা নরমাল কলেজ থেকে ইন্টার শেষ করলাম। আশা ছিলো A+ পাবো, আবারো ধাক্কা খেলাম ৪.৯২, তারপরও পরিবারের ইচ্ছায় মেডিকেল কোচিং এ ভর্তি হয়ে গেলাম।

ফাস্ট টাইম কোচিং করে কিছুই বুঝতে পারছিলাম না, তারপরও মুটামুটি পড়াশোনা করে রাবি, চবি, নোবিপ্রবি তে ভালো পজিশন আসলো, বাট শেষের ডেন্টাল এর জন্য আমি কখনোই প্রস্তুতি ছিলাম না, আর ওইটাই চান্স হয়ে গেলো, ২০৮তম হয়ে সলিমুল্লাহ তে ডেন্টাল ইউনিটে।

ভার্সিটিতে পড়ার জন্য ইচ্ছা থাকা সত্বেও, ডেন্টালে ভর্তি হলাম এক শর্তে আমি আমার সেকেন্ড টাইম মেডিকেলে ভর্তি পরীক্ষা দিবো, তবে ততোদিনে আমি বুঝে গিয়েছিলাম ডেন্টাল থেকেও ভালো ক্যারিয়ার পসিবল, বাট আমার জিদ একটাই ছিলো দেখি সেকেন্ড টাইম চেষ্টা করে, অন্তত বাবা মায়ের এমবিবিএস ডাক্তার হবার স্বপ্নটা পূরণ করতে চাই।

সেকেন্ড কোচিং এ ভর্তি হয়ে গেলাম, কোচিং এ ভালো পজিশন আসতে লাগলো সাথে কনফিডেন্স, তবে অনেক মানুষ এর থেকে কম কথা শুনি নাই, বলতো ৯.৫ নেগেটিভ এ জীবনেও পসিবল না। শুধুই বেকার খাটনি & ১বছর সময় লস, তখনি বেশি জিদ কাজ করতো।

কোচিং এর এক আপুকে বলছিলাম, ৯.৫ বাদে কি চান্স পাওয়া সম্ভব? আপু বলছিলো, দেখো তুমি যদি চান্স পাওয়ার মতো কষ্ট করে থাকো তাহলে অবশ্যই পাবা, আর না হয় মনে করবা আল্লাহ তোমার কপালে রাখেনি।

সেদিন মনে হয়েছিলো, আমাকে পারতেই হবে, পারতেই হবে, নিজের শেষ টুকু দিয়ে হলেও চেষ্টা করতে হবে। একটা কথা মনে রাখবেন আপনি চান্স পাওয়ার যোগ্য হলে কেউ আপনার চান্স আটকাতে পারবে না।

নিজের উপর বিশ্বাস রাখবেন ৪০৬৮ টা সিটে মধ্যে একটা আমার। অন্য কেউ পারলে আমি পারবো না কেন? কি আছে অন্যের মধ্যে যা আমার মধ্যে নাই? নিজের উপর শতভাগ বিশ্বাস রাখবেন ইনশাআল্লাহ আপনি সফল হবেন।

এটাই আমি সব সময় ভেবেছি। হ্যাঁ আমি পেরেছি নিজের স্বপ্ন মা-বাবার স্বপ্ন নিজের পরিশ্রম দিয়ে বাস্তবায়ন করতে। এখন বাকি পথ টুকু চলতে পারলেই হয় আপনাদের দোয়ায়। আল্লাহ হাফেজ।

Ashraful Alam
Abdul Malek ukil medical college, Noakhali
Exam test score :- 70.75
Total merit score :- 261.25
Merit position :- 3029
Session :- 2018-19

Join fb group; https://www.facebook.com/groups/Admission.EngineersDiary.com.BD/

Read More Medical Without 12.5 marks