ঢাবির শতবর্ষ মনুমেন্ট তৈরি হতে যাচ্ছে UAP শিক্ষার্থীদের ডিজাইনে

ঢাকা ইউনিভার্সিটির শতবর্ষ মনুমেন্ট তৈরি হতে যাচ্ছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক এর আর্কিটেকচার ডিপার্টমেন্টের স্টুডেন্টদের ডিজাইনে।

Institute of Architects Bangladesh – IAB এর সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক ওপেন আর্কিটেকচারাল ডিজাইন প্রতিযোগিতার আয়োজন করে।

এই প্রতিযোগিতাটি ঢাকা ইউনিভার্সিটি তাদের মল এলাকায় শতবর্ষের একটি ল্যান্ডমার্ক মনুমেন্ট ডিজাইন করার জন্য আয়োজন করেছিলো যার শিরোনাম ছিল: “Construction of Landmark Monument: Celebrating 100 Years’ of the University of Dhaka and Golden Jubilee of Independence of Bangladesh”।Uap

স্মৃতিস্তম্ভটি স্বাধীনতার সংগ্রাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের 100 বছরের জ্ঞান অন্বেষণের যাত্রার প্রতিনিধিত্ব করবে।

মোট 56 টি সাবমিশনের মধ্যে বিজয়ী হয় ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক এর আর্কিটেকচার ডিপার্টমেন্টের একটি টিম যার মেম্বার ছিলো ৩ জন প্রাক্তন স্টুডেন্ট( Hosni Mobarak, Samin Rahman, Nishat Tasnim Oyshee) এবং যাদের সহযোগিতায় ছিলো কিছু কারেন্ট স্টুডেন্ট(Tabassum Sultana, Mashqurur Sabri, MD Kaarim, Tahmidur Rahman Rafi).
প্রতিযোগিতায় পর্যায়ক্রমে ২য় ও ৩য় হয়েছিলো বুয়েট এবং অস্টের টিম।

ঢাবি খুব শীঘ্রই ইউএপি স্টুডেন্টদের ডিজাইন “RUSTLING OF LEAVES” এর কন্সট্রাকশন শুরু করবে।

সূত্রঃ UAP YES