UAP: সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হতে চাইলে

ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের (ইউএপি) অন্যতম সেরা ডিপার্টমেন্ট সিভিল ইঞ্জিনিয়ারিং। গত ফল ২০২১ সেমিস্টারে ১৩৫ টি আসনের বিপরীতে পরিক্ষায় অংশ নিয়েছে প্রায় ৯০০+ জন। কাজেই প্রাইভেট ইনিউভার্সিটি হলেও এখানে ভর্তি জন্য কিছু প্রস্তুতির প্রয়োজন হয়। এই লিখায় সেই প্রস্তুতি নিয়েই আলোচনা করব। তার আগে ইউএপির সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ঐতিহ্য নিয়ে কিছু বলা যাক।

                     

১৯৯৭ সালের ফল সেমিস্টারে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের যাত্র শুরু হয়। ২০০১ সালের স্প্রিং সেমিস্টারে প্রথম ব্যাচ বের হয়। সেই থেকে আজ প্রায় ২৫ বছর পুরনো এই ডিপার্টমেন্টে ৪৯ তম ব্যাচ চলছে। সামনের সেমিস্টারেই ৫০ তম ব্যাচ ভর্তি হবে। উল্লেখ্য ইউএপির প্রত্যেকটি ডিপার্টমেন্ট ২ টি সেমিস্টারে ভর্তি নেয়। ফল এবং স্প্রিং। এছাড়া ২০০৯ সালে মাস্টার্স প্রোগ্রামও চালু হয়েছে।

২০০৭ সালের ইউএপির সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট প্রথম কোনো সিভিল ইঞ্জিনিয়ারিং প্রোপ্রাম যেটি Board of Accreditation of Engineering and Technical Education (BAETE) হতে Accreditation Certificate Award অর্জন করে। যার ফলে ইউএপির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রত্যেকটি শিক্ষার্থী গ্র্যাজুয়েশনের পর IEB (Institute of Engineers, Bangladesh) এর পুর্ন সদস্যপদ পাবে। উল্লেখ্য যে একটা বাংলাদেশে একজন সিভিল ইঞ্জিনিয়ারেরন জন্য IEB সদস্যপদ অত্যন্ত গুরত্বপুর্ন। এটি ছাড়া কোনো সিভিল ইঞ্জিনিয়ারের স্ট্রাকচারাল ডিজাইন রাজউক অনুমোদিত হবে না।

    

ইউএপির সেন্ট্রালি প্রায় ১৮ ক্লাব রয়েছে। এর বাইরে শুধু মাত্র সিভিল ডিপার্টমেন্টে ৮ টি ডিপার্টামেন্টাল ক্লাব রয়েছে। যারা প্রত্যেক সেমিস্টারে প্রজেক্ট কম্পেটিশন, প্রেজেন্টেশন কম্পেটিশন, পোস্টার কম্পেটিশন, কেইস স্টাডি, কুইজ কম্পেটিশন, ডিজাইন কম্পেটিশন সহ নানা ধরনের কম্পেটিশন আয়োজন করে।

                                         

সিভিল ডিপার্টমেন্টে ৮ টি ডিপার্টামেন্টাল ক্লাবগুলো হলো

  • Cultural Club (চিহ্ন)
  • Civil Engineering Structure Club
  • Environment and Disaster Management Club (EDMC)
  • Transportation Engineering Club (TEC)
  • Geotechnical Engineering Club (GEC)
  • MATH CLUB
  • Art & Photography Club

প্রত্যেক সেমিস্টারে এই ক্লাবদের নিয়ে UAP CE FEST আয়োজন হয় যা অর্গানাইজ করে UAP CE Student Forum এবং প্রজেন্টেড বাই UAP CE Cultural Club ‘Chinho” যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ, পুরস্কার বিতরনী, আঞ্চলিক বিতর্ক, ইত্যাদি নানা আয়োজন থাকে।

আবেদন যোগ্যতা (নূন্যতম GPA)

SSC ও HSC তে মোট জিপিএ = 7.50 (দুইটা মিলিয়ে 7.5 হলেই হবে)। এসএসসি এবং ডিপ্লোমা = 7.00 (এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমানের ন্যূনতম জিপিএ 3.00 সহ)।বা O ও A লেভেলে মোট জিপিএ = 7.50 (O লেভেলের পাঁচটি বিষয়ে ন্যূনতম জিপিএ 3.00 সহ এবং A লেভেলে দুটি বিষয়)।

বিষয়ভিত্তিক যোগ্যতা

আবেদনকারীদের HSC বা সমমানের পরীক্ষায় Physics, Higher Math এবং SSC বা HSC বা সমমানের পরীক্ষায় Chemistry থাকতে হবে, (মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক যে কোনো একটিতে Chemistry থাকলেই হবে)শুধুমাত্র CIVIL ENGINEERING-এর একজন ডিপ্লোমা শিক্ষার্থী B.Sc-এর জন্য আবেদন করতে পারবেন। কত মার্কসের পরীক্ষা?

পরীক্ষা ২০০ মার্কসের হবে।  ১০০ লিখিত আর ১০০ GPA মার্কিং।

SSC = ৪০ HSC =৬০

SSC এর GPA ৮ দিয়ে এবং HSC এর GPA ১২ দিয়ে গুণ করলে GPA মার্কিং পাওয়া যাবে।

কোন কোন বিষয়ে প্রশ্ন হবে?

বিষয় বিষয়
উচ্চতর গণিত ৪০
পদার্থ বিজ্ঞান ৩০
ইংলিশ ২০
বুদ্ধিমত্তার পরীক্ষা ১০

 তাহলে পড়বো কি ?

১. উচ্চতর গণিত:

প্রশ্ন আসবে ৩ রকম।

বীজগণিত

জ্যামিতি

ক্যালকুলাস

বীজগণিত থেকে   দ্বিঘাত সমীকরণ , বিন্যাস-সমাবেশ, দ্বিপদ উপপাদ্য (Bionomial Theorem ), এক্সপোনেনশিয়াল লগারিদম এর সমস্যা থেকে প্রশ্ন আসে। এখন থেকে প্রশ্ন আসবে ৩টি।  যে কোনো HSC এর Higher math  বই থেকে এই অধ্যায়গুলো অনুশীলন করলেই প্রশ্ন গুলো পারা যাবে।

জ্যামিতি

প্রশ্ন আসবে ৩টি।  এর মধ্যে গ্রাফ প্লটিং সবসময় আসে। তাহলে মোটামুটি একটা প্রশ্ন কমন দিয়ে দিলাম।  এইটা ছাড়া সরলরেখা এবং বৃত্ত থেকে প্রশ্ন আসে। কখনও কখনও আয়তন বা ক্ষেত্রফল বের করতেও দিতে পারে।  উপরের মতোই এখানেও HSC এর Higher math  বই থেকে এই অধ্যায়গুলো অনুশীলন করলেই প্রশ্ন গুলো পারা যাবে।

ক্যালকুলাস

২টি প্রশ্ন থাকে।  উচমাধ্যমিকের ভয়ের একটা জায়গা থাকে এই ক্যালকুলাস।  এখানে তাই একটু জোর দিতে হবে যদি উত্তর করার ইচ্ছা থাকে।  এছাড়া এখানে ফাংশন থেকে প্রশ্ন আসে। তাই এই দুইটি অধ্যায় খুবই ভালো করে করতে হবে।

২. পদার্থবিজ্ঞান

মোট ৬টি প্রশ্ন থাকে।  এর মধ্যে ইউনিট কনভার্শন বা ছোট সংজ্ঞা থেকে প্রশ্ন আসবে। এছাড়া ভেক্টর, বলের লব্ধি, গতিবিদ্যা, প্রাসের সমস্যা, কাজ শক্তি ক্ষমতা , ইলাস্টিসিটি ইত্যাদি থেকে প্রশ্ন আসবে। সার্কিট সল্ভ করা থেকে প্রশ্ন আসতে পারে।

৩. ইংরেজী 

শুরুতেই একটি essay থাকবে। মোটামুটি ১০০ শব্দের একটি essay লিখতে হবে। যে কোনো বিষয়ে লিখতে হতে পারে।  এখানে ভালো করা জরুরি কারণ বিশ্ববিদ্যালয়ে ইংলিশ এই পড়াশোনা করতে হবে। লিখিত তে ভালো করতে ফ্রি হ্যান্ড রাইটিং দক্ষতা বাড়াতে হবে। বাজারের প্রচলিত বই অনুসরণ না করে নিজে নিজে লিখার চেষ্টা করলে ভালো হবে।  এখানে যার দক্ষতা জোট বেশি সে তত বেশি নম্বর তুলতে পারবে।

ইংলিশ এ আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসবে অনুবাদ থেকে।  বাংলা থেকে ইংরেজি করতে হবে। ভালো ভাষা দক্ষতা, grammar জানা তাই জরুরি। এর জন্য নিজে নিজে বিভিন্ন আর্টিকেল অনুবাদ করার চেষ্টা করতে হবে।  বাজারের অনেক ভালো অনুবাদ শিখার বই আছে।  সেগুলো দেখা যেতে পারে।

এরপর একটি অংশ থাকবে comprehension, এইটা হচ্ছে স্কুল কলেজে পড়ে আসা ইংরেজী ১ম পত্রের  প্রশ্নের  সেই শুরুর জায়গাটা। একটা passage থাকবে। সাথে কিছু MCQ. এখানে ভালো মতো passage অনুশীলন করলে অনেক ভালো করা সম্ভব।

৪.বুদ্ধিমত্তার পরীক্ষা

Aptitude টেস্ট অনেকটা IQ যাচাই করার মতো।  এখানে কিছু প্রশ্ন থাকবে যা আসলে বুদ্ধি দিয়ে উত্তর বের করতে হবে। স্বাভাবিক ভাবে ভেবে উত্তর পাওয়া যাবে না। এখানে ভালো করতে হলে অনলাইনে অনেক রিসোর্স পাওয়া যায় সেগুলো থেকে অনুশীলন করা যেতে পারে।  বাজারে অনেক ভালো বই আছে এখন সেগুলোও দেখা যেতে পারে।

খরচ & ওয়েভারঃ

সিভিল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করতে ১৬১ ক্রেডিট পুর্ন করা লাগবে। উল্লেখ্য ইউএপির সকল ডিপার্টমেন্ট ফিক্সড ক্রেডিট। ১৬১ ক্রেডিটের জন্য টোটাল খরচ হবে ৬৮০০০০ টাকা। ভর্তি ফ্রি এবং অন্যন্য খরচাদি মিলিয়ে ৩৩২০০ টাকা (এডমিশন ফি, কউশন মানি, কনভোকেশন ফি, ইত্যাদি)  যা ভর্তি হওয়ার সময় দেয়া লাগে। সব মিলিয়ে ৭১৩২০০ টাকা । এছাড়া আর কোনো ধরনের হিডেন চার্জ নাই।

প্রত্যেক সেমিস্টারে ৮৫০০০ টাকা ৩ টি বা ৫ টি installment এ জমা দেয়া লাগবে। এই ৮৫০০০ টাকার দুই ভাগে বিভক্ত। ৪০০০০ টাকা রেজিস্ট্রেশন ফি এবং টিউশন ফ্রি ৪৫০০০ টাকা। ইউএপি তে বিভিন্না ধরনের ওয়েভার প্রোগ্রাম আছে। রেজাল্টের উপর এবং ভিসি ফান্ড থেকে ১০% থেকে ১০০% ওয়েভার পাওয়া যায়। তবে সেই ওয়েবার শুধুমাত্র টিউশন ফির উপর কার্যকর হবে। ধরুন আপনি ১০০% ওয়েভার পেয়েছেন। তার মানে আপনাকে শুধুমাত্র ৪০০০০ টাকা দিলেই হবে যেটি রেজিস্ট্রেশন ফি। ১০% ওয়েভার পেলে টিউশন ফির ৪৫০০০ টাকা ১০% বাদ দিয়ে বাকি টা দেয়া লাগবে।