দুইবছর বন্ধের পর প্রথম অফলাইন ক্লাসে উচ্ছ্বাসিত নর্থ সাউথ শিক্ষার্থীরা

Nsu

সরকারি নির্দেশনা মোতাবেক দীর্ঘ দুই বছর পর সম্পূর্ণভাবে খুলে দেওয়া হলো বেসরকারি নর্থ-সাউথ ইউনিভার্সিটি। প্রথম দিনেই শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার জন্য আয়োজন করা হয়েছিলো ব্যতিক্রমধর্মী সাংস্কৃতিক অনুষ্ঠান ফ্লাশ মবের।

বিশ্ববিদ্যালয়ের সিনে এন্ড ড্রামা ক্লাবের পক্ষ থেকে দুপুর ১২ টা ৫০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র প্লাজা চত্তরে আয়েজন করা হয় ফ্লাশ মব। যার বিষয়বস্তু ছিলো বাংলা আধুনিক এবং পুরোনো দিনের উদ্দীপনামূলক গান।

এতে সিনে এন্ড ড্রামা ক্লাবের সদস্যদের সাথে অংশ নেয় সাধারন শিক্ষার্থীরাও।

আয়োজকদের মতে, এই ফ্লাশমব নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগাবে ও উজ্জীবিত করবে এবং একইসাথে দীর্ঘদিন পর বিশ্ববিদ্যালয়ে পদার্পণ উপলক্ষে শিক্ষার্থীদের স্বাগতম জানাবে। এ সময় প্লাজা চত্তরে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।