প্রশংসা কুড়াচ্ছে খুবি রোটার‍্যাক্ট ক্লাবের কমিউনিটি সার্ভিস

রোটার‍্যাক্ট ক্লাব অব খুলনা ইউনিভার্সিটির কমিউনিটি সার্ভিস বিভাগ মানুষের ভালোবাসা ও ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। অন্য চারটি বিভাগের (প্রোফেশনাল সার্ভিস কমিটি, ইন্টারন্যাশনাল সার্ভিস কমিটি, ক্লাব সার্ভিস কমিটি, ব্লাড সার্ভিস কমিটি এবং কমিউনিটি সার্ভিস কমিটি) সক্রিয় কাজের পাশাপাশি এ বিভাগটি অন্যতম জনপ্রিয় হয়ে উঠেছে।

খুলনা বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বা এর আশেপাশের গরিব-অসচ্ছল মানুষের দিকে ভালোবাসা ও সাহায্য এর হাত বাড়িয়ে দেয়া এই কমিটির প্রধান লক্ষ্য।

ক্লাব সূত্রে জানা যায়, চলতি বছরেই খুলনা বিশ্ববিদ্যালয় সংলগ্ন অফিসার্স আবাসিক এলাকায় ফ্রি মেডিক্যাল সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ এবং রক্তগ্রুপ নির্নয়মুলক কর্মসূচি বাস্তবায়ন করে।

এছাড়াও ক্যাম্পাস পরিষ্কার রাখার লক্ষ্যে চলতি মাসেই খুবিতে পরিচ্ছন্নতা অভিযানসহ সচেতনতামুলক পোস্টার ও ডাস্টবিন স্থাপন করে কমিউনিটি সার্ভিস বিভাগ।

কমিউনিটি সার্ভিস বিভাগ জানায়, প্রতিবছর প্রায় হাজার হাজার ভর্তিচ্ছু পরীক্ষা দিতে আসে এই ক্যাম্পাসে। তাদেরকে যে কোন ধরনের সেবা দিয়ে থাকে এই কমিটি। ভর্তি পরীক্ষার দিন তাদের মোবাইল,ফোন, মানিব্যাগ নিরাপদে অ্যাডমিশন হেল্পডেস্কে জমা রাখতে পারে।

এছাড়াও, প্রতিবছর রোজার সময়ে অসচ্ছল পরিবার গুলোর মধ্যে ইফতার সামগ্রী বিতরন ও খুলনা শহরের পথশিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরন করে থাকে এই কমিটি। কুরবানী ঈদের সময় বিভিন্ন বাড়ি থেকে কুরবানী এর গোশত সংগ্রহ করে গরীবদের মাঝে বিলিয়ে দেয়।

বৈশ্বিক মহামারী করোনাকালীন সময়েও খুবির আশেপাশের আবাসিক এলাকার মধ্যে শিশুদের মাঝে শিক্ষা উপকরন পৌছিয়ে দেয়।
করোনা কঠোর বিধিনিষেধ এর মধ্যেও জীবনের ঝুঁকি নিয়ে অক্সিজেন সরবরাহ করেছে এ সংগঠন। যা খুলনা শহর বা এর আশেপাশের এলাকায় ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। তাদের এ কার্যক্রমটি এখনও চলমান রয়েছে।

রোগীদের জন্য রক্ত সংগ্রহ ও সরবরাহ তাদের কমিউনিটি সার্ভিস বিভাগের আওতাভুক্ত না হলেও এটি তাদের আরেকটি বড় জনসেবামুলক কাজ।

ক্লাবের কমিউনিটি সার্ভিস ডিরেক্টর রাকিব হাসান বলেন, আমরা যে কমিউনিটিতে বসবাস করি তার প্রতি আমাদের সবারই দায়বদ্ধতা রয়েছে। আর সেই বোধের জায়গা থেকেই আমরা আমাদের প্রতিটি কার্যক্রম চালিয়ে যাচ্ছি।