ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে কাজ করছে খুবি রোটার‍্যাক্ট ক্লাব

খুলনা বিশ্ববিদ্যালয়কে (খুবি) ক্যাম্পাসকে পরিচ্ছন্ন রাখতে ও সচেতনতা বৃদ্ধিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে রোটার‍্যাক্ট ক্লাব অব খুলনা ইউনিভার্সিটি। ক্যাম্পাসের জনসমাগমপূর্ণ স্থান নেসক্যাফে চত্বরে ডাস্টবিন স্থাপন ও সচেতনতামূলক পোস্টার সেঁটে দিয়েছে তারা।

এর আগে ‘আমার ক্যাম্পাস আমরা পরিচ্ছন্ন রাখবো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্যাম্পাস ক্লিনিং প্রোজেক্ট পরিচালনা করে তারা। গত ৬ই সেপ্টেম্বর(মঙ্গলবার) পুরো ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান চালায় ক্লাবটি।

জানা গেছে, ক্লাবের কমিউনিটি সার্ভিস কমিটি এর অধীনে পরিচ্ছন্নতা অভিযানটি সম্পন্ন হয়।
ক্লাবের সকল বোর্ড মেম্বার এবং জেনারেল মেম্বার স্বতঃস্ফুর্তভাবে এই অভিযানে অংশগ্রহণ করে। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু করে মুক্তমঞ্চ,শহীদ মিনার হয়ে নেসক্যাফে চত্বর পর্যন্ত অভিযানটি চলে।

এই সম্পর্কে রোটার‍্যাক্ট ক্লাবের সভাপতি মেহরাব হোসেন বলেন, ‘বাংলাদেশের অন্যতম সুন্দর একটি ক্যাম্পাস খুলনা বিশ্ববিদ্যালয়। অথচ যত্রতত্র ময়লা ফেলে আমরা এই ক্যাম্পাসের সৌন্দর্য নষ্ট করছি।আমাদের একটু সচেতনতাই পারে এই ক্যাম্পাসকে আরো সুন্দর করে তুলতে।