খুলনা বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু আবৃত্তি সন্ধ্যা’

জাতীয় শোক দিবস উপলক্ষে ‘ওংকার শৃণুতা’র আয়োজনে খুলনা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ‘বঙ্গবন্ধু আবৃত্তি সন্ধ্যা’। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদদের স্মরণে শুক্রবার সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণে এ আবৃত্তি অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

‘রক্তিম চরণে, চেতনার সুরে সুরে’ স্লোগানে আয়োজিত এ আবৃত্তি সন্ধ্যায় মূলত বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বিভিন্ন কবিতা, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা এবং বিজয়ের কবিতা আবৃত্তি করা হয়।

এ অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করে খুলনা বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংগঠন ওংকার শৃণুতা, অমিত্রাক্ষর, বায়স্কোপ, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংগঠন ‘অ’, বিএল কলেজের আবৃত্তি সংগঠন ‘বায়ান্ন”। এছাড়াও কন্ঠকুঞ্জ আবৃত্তি একাডেমি, আবৃত্তি ইশকুল, বাক আবৃত্তি অনুশীলন চক্র, শিশু-কিশোর সাংস্কৃতিক একাডেমি ও সামাজিক সংঘ, , ধ্রুপদী সাহিত্য সাংস্কৃতিক একাডেমি এতে অংশগ্রহণ করে।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক ও শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর মোঃ শরীফ হাসান লিমন। এছাড়াও ওংকার শৃণুতার’র উপদেষ্টা শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

ওংকার শৃণুতার প্রধান সমন্বয়ক মোঃ মোজাহিদুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু হলো পিতার সাথে সন্তানের ঐ না-লেখা প্রেম চুক্তি। এ অনুষ্ঠান আগস্ট মাসের শোককে শক্তিতে পরিণত করে সামনের দিকে এগিয়ে যাওয়ার এক প্রয়াস। আমরা এই চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে চাই।