গ্রীন ইউনিভার্সিটিতে গবেষণায় ক্যারিয়ার গড়ার নির্দেশনা নিয়ে ওয়েবিনার

সেন্টার ফর রিসার্চ ইনোভেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (সিআরআইটি), জুম প্ল্যাটফর্মের মাধ্যমে আগামী ২৩ জুলাই, ২০২০ (বৃহস্পতিবার) বিকেল সাড়ে ৪ টায় “সহযোগিতা: সফল গবেষণা ক্যারিয়ারের দিকে এগিয়ে যাওয়া” শীর্ষক একটি ওয়েবিনার আয়োজন করতে চলেছে।

ডঃ মোহাম্মদ আবদুল হান্নান, সহকারী অধ্যাপক, নিউক্যাসল ইউনিভার্সিটি, যুক্তরাজ্য (সিঙ্গাপুর ক্যাম্পাস) মূল বক্তা হিসাবে সেমিনারের সমৃদ্ধ করবেন।

জিইউবির মাননীয় উপাচার্য প্রফেসর ডঃ মোঃ গোলাম সামদানী ফকির প্রধান অতিথি হিসাবে এই অনুষ্ঠানে যোগদান করবেন।

এবং সম্মানিত প্রো উপাচার্য অধ্যাপক ডঃ মোঃ আবদুর রাজ্জাক এই ওয়েবিনারের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।

এটি একটি ইন্টারেক্টিভ শেয়ারিং সেশন হবে।

গবেষণা সহযোগিতার গুরুত্ব ও প্রতিষ্ঠানের বিষয়ে সুস্পষ্টভাবে সংজ্ঞায়িত তথ্য তুলে ধরার পাশাপাশি স্পিকার তার অভিজ্ঞতার ভিত্তিতে কিছু প্রাসঙ্গিক ব্যবহারিক বিষয়গুলি সম্বোধন করবেন যা অবশ্যই আমাদের তরুণ সদস্য ও গবেষক শিক্ষার্থীদের জন্য উপকারী হবে।

এতে তারা একটি সফল গবেষণা ক্যারিয়ার গড়তে প্রয়োজনীয় দিক নির্দেশনা পাবেন বলে আশা করা যাচ্ছে।