সার্টিফিকেটে ‘এফিলিয়েটেড’ লেখা বাতিলসহ সাত দফা দাবীতে ৭ কলেজের শিক্ষার্থীদের আন্দোলন

৭ কলেজ

সার্টিফিকেটে ‘এফিলিয়েটেড’ লেখা বাতিল করা সহ ৭ দফা দাবিতে আন্দোলন করতে যাচ্ছে ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।

ডিএমপি হেডকোয়ার্টারে অনুমতি চেয়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের আবেদন জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা। অনুমতি পেয়ে আগামীকাল (২৩/১২/২০২০) সকালে নীল ক্ষেত মোড়ে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা।

প্রঙ্গত, ইতোপূর্বে ছয় দফা দাবি নিয়ে আন্দোলন করে আসছিলেন ‘অধিভুক্ত’ সাত কলেজের শিক্ষার্থীরা।

অধিভুক্ত কলেজের সার্টিফিকেটে পরিবর্তন এনেছে ঢাবি
অধিভুক্ত কলেজের সার্টিফিকেটে পরিবর্তন এনেছে ঢাবি

তবে কয়েক দিন আগে ঢাবির মূল সার্টিফিকেটের সঙ্গে অধিভুক্ত কলেজের সার্টিফিকেটে পার্থক্য বুঝাতে ‘এফিলিয়েটেড’ শব্দটি ভিন্ন ফন্টে লেখা হয়। তাই আন্দোলনে নতুন এক দফা যুক্ত করে শব্দটি বাদ দেয়ার দাবি জানান তারা।

পূর্বের ৬ দফা দাবিগুলো হলো:

  1. ২০১৭-১৮ ও ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ২.০০/২.২৫/২.৫০ পয়েন্টে পরবর্তী বর্ষে প্রমোটেড নিয়ম বাতিল করতে হবে এবং সর্বনিম্ন তিন বিষয় পর্যন্ত অকৃতকার্য দের প্রমোটেড দিতে হবে অনার্স ২০১৬-১৭ শিক্ষাবর্ষের দ্বিতীয় বর্ষের ইম্প্রুভ পরীক্ষা আগামী ১ মাসের মধ্যে নিতে হবে এবং তৃতীয় বর্ষের চুড়ান্ত পরীক্ষা অতি দ্রুত নিয়ে ফলাফল প্রকাশ করতে হবে।
  2. ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থীদের চতুর্থ বর্ষের পরীক্ষা অতিদ্রুত নিয়ে ফলাফল প্রকাশ করতে হবে।
  3. সকল বর্ষের ফলাফল সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে প্রকাশ করতে হবে।
  4. একটি সেশনে একের অধিক বর্ষের শিক্ষার্থী রাখা যাবে না।
  5. ডিগ্রি ২০১২-১৩ শিক্ষাবর্ষের চলমান বিশেষ পরীক্ষা অতি দ্রুত নিয়ে এক মাসের মধ্যে ফলাফল প্রকাশিত করতে হবে।
  6. সকল ইম্প্রুভ পরীক্ষা অতি দ্রুত নিতে হবে এবং ডিগ্রি অনার্স, মাস্টার্সসহ সকল বর্ষের ফলাফল গণহারে অকৃতকার্য হওয়ার কারণসহ খাতা পুনর্মূল্যায়ন করতে হবে।