চুয়েটে ক্যাম্পাস স্মৃতি নিয়ে ফটো ম্যাগাজিন প্রকাশিত

জীবনে আমাদের অনেকের অনেক স্মৃতি থাকে,ক্ষনে ক্ষনে এগুলো আমাদের স্মরণও হয়।কিছু স্মৃতিতো আবার এমন যেগুলো কখনোই ভোলার মত না।

তাও যদি হয় বিশ্ববিদ্যালয় জীবনের,তবে তা পায় আরেক নতুন মাত্রা। একজন শিক্ষার্থীর কাছে হাজারো স্মৃতির সৃষ্টি যেখানে।

স্নাতক শেষ করা শিক্ষার্থীরা শত চেষ্টা করলেও আর ফিরে পাবেনা ক্যাম্পাসের চিরচেনা স্মৃতি গুলো। সেই স্মৃতিগুলো সর্বদাই যেন অমলিন এবং বেদনাদায়ক।

তাই সেসব স্মৃতিকে ধরে রাখতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা এবার তৈরী করেছে ফটো ম্যাগাজিন।

লাইটস & শ্যাডো” শীর্ষক এই ম্যাগাজিনটিতে চুয়েট ক্যাম্পাসে কাটানো প্রতিটি মুহূর্ত, আবেগঘন স্মৃতি ও অনুভূতি গুলো ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে।

CUET MAGAZINE

১২০টিরও বেশী ফটোগ্রাফ সম্বলিত এই ম্যাগাজিনটি  সম্পূর্ণ কালার প্রিন্টে করা হয়েছে যাতে তুলে ধরা হয়েছে ক্যাম্পাসের বিভিন্ন সময়ের  ও গুরুত্বপূর্ণ স্থানের ছবি।

শিক্ষার্থীরা জানান, যেহেতু এটি চুয়েট ক্যাম্পাস কেন্দ্রিক একটি ফটো ম্যাগাজিন এবং ক্যাম্পাস নিয়ে সবারই অনেক স্মৃতি থেকে যায়।তাই আমরা আশা করি বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত ও প্রাক্তন শিক্ষার্থীরা এটি পছন্দ করবেন।

ম্যাগাজিনটির স্যাম্পল দেখা যাবে এই লিংকে:
ক্লিক করুন

শুভেচ্ছা মূল্য নির্ধারণ করা হয়েছে ২৫০টাকা। গুগল ডক ফর্ম  পূরণ করে অর্ডার করা যাবে: ক্লিক করুন