১৮ তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে চুয়েট প্রশাসনের নানা আয়োজন

আজ সেপ্টেম্বর ০১ আমাদের চুয়েট সংশ্লিষ্ট সকলের জন্য এক স্মরণীয় ও আনন্দের দিন । এই দিনে BIT, Chittagong সহ অন্য সকল BIT বিশ্ববিদ্যালয় এ রূপান্তরিত হয় ।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ সীমিত পরিসরে আজ ০১ সেপ্টেম্বর (মঙ্গলবার), ২০২০ খ্রি. ১৮তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত হয়।

 প্রসাশনিক কার্যক্রম

 

বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি

BIT থেকে বিশ্ববিদ্যালয় এ রূপান্তরের আন্দোলনের সূতিকাগার ছিল BIT, Chittagong

উল্লেখ্য,বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের প্রকৌশল শিক্ষা গবেষণার একমাত্র উচ্চশিক্ষা প্রতিষ্ঠান চুয়েট এর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পেছনে আছে আড়াই বছর আন্দোলন সংগ্রামের এক সুদীর্ঘ ইতিহাস।

১৯৬৮ সালে চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং কলেজ হিসেবে যাত্রা শুরু করে পরবর্তীতে ১৯৮৬ সালে BIT, Chittagong হিসেবে প্রতিষ্ঠা লাভ করে।

কিন্তু নানা বৈষম্য ও অপ্রতুলতায় বিআইটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্রয়োজনীয়তা অনুভব করেন ছাত্রছাত্রীরা। এ লক্ষ্যে ২০০১ সালের ২৬ ই মে “চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়” বাস্তবায়ন সংগ্রাম পরিষদ গঠিত হয়।

এ পরিষদ দাবিদাওয়া সরকারের উচ্চপর্যায়ে তুলে ধরার মাধ্যমে বিশ্ববিদ্যালয় গঠনের রূপকল্পে বড় ভূমিকা পালন করে।

এরপর আন্দোলনের নানা ধাপ অতিক্রম করে ২০০৩ সালের সেপ্টেম্বরের ১ তারিখে সংসদে আরও তিনটি বিশ্ববিদ্যালয়ের সাথে “চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০০৩” পাশ হয়।

BIT থেকে CUET এ উত্তোরণের জন্য যাঁরা তাঁদের মেধা, সময় এবং শ্রম দিয়েছেন এমনকি তাঁদের ক্যারিয়ার এর ক্ষতি করতেও কুন্ঠাবোধ করেননি, তাঁদের সবাইকে অন্তরের আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি ।

মহান রাব্বুল আলামিন তাঁদের উত্তম প্রতিদান দান করুন । মহান সৃষ্টকর্তা CUET সংশ্লিষ্ট সকলের আগামী দিনগুলো অনেক সুন্দর করুন, দ্রুততম সময়ের মধ্যে CUET কে সেন্টার অফ এক্সসিলেন্স এ পরিণত করুন, এই দোয়াই করি ।

ছবিঃ চুয়েট সংযোগ