করোনা সংক্রমণ কমাতে চুয়েটের শিক্ষার্থীদের মডেল ‘Digital পশুর হাট’

এবার গরু কোরবানি কিভাবে করব? চিন্তিত!
সমস্যা নেই, প্রাক্তন CUETIAN’s এরকম একটি মডেল পরিকল্পনা করছে যা কিছুটা হলেও আপনাকে স্বস্তি দেবে।

চলুন জেনে নেই কিভাবে,
ক্রেতা-বিক্রেতার প্রবেশ এবং বের হবার জন্য থাকবে আলাদা পথ।

হাটের ভিতরে বেচাকেনার জন্য থাকবে বিশেষ সার্কেল। যার সবটাই হবে স্বাস্থ্য বিধি মেনে।
সংক্রমণ এড়িয়ে কোরবানির পশুরহাট বসাতে এমনই একটি মডেল উদ্ভাবন করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-চুয়েটের একদল শিক্ষার্থী।

তাদের দাবি, এই মডেলে হাট বসলে থাকবেনা করোনা সংক্রমণের ঝুঁকি। এরইমধ্যে সেই মডেল গ্রহণ করে হাট বসানোর সিদ্ধান্ত নিয়েছে সিটি করপোরেশন।

একজন উদ্ভাবক বলেন ইনশাআল্লাহ, আশা করা যায়,গোরুর হাটে শতকরা 90% ঝুঁকি হ্রাস হতে পারে এই মডেল ব্যবহার করে।

ছবিগুলো দেখলে ভালোভাবে বোঝা যাবে।

Kurbani Haat Model By CUET
Photograph 2
Photograph 3
Photograph 4