ইংল্যান্ডের আর্ন্তজাতিক কনফারেন্স বেস্ট পেপার এওয়ার্ড পেলেন চুয়েটের অধ্যাপক

গবেষণাটি দৃষ্টিপ্রতিবন্দীদের বিশেষ উপকারে আসবে এমন পরিকল্পনা নিয়েই করা

ইংল্যান্ডের পোটর্সমাউথ ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত ‘হিউম্যান সিস্টেম ইন্ট্যার‌্যাকশন ( HSI2016)’ শীর্ষক নবম আর্ন্তজাতিক কনফারেন্সে বেস্ট পেপার এওয়ার্ড পেয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. কৌশিক দেব

সম্প্রতি (৬-৮ জুলাই, ২০১৬ খ্রি:) অনুষ্ঠিত এ কনফারেন্সে ‘স্টেয়ারওয়েজ ডিটেকশন এন্ড ডিসটেন্স ইস্টিমেশন এপ্রোচ বেইজড্ অন থ্রি কানেকটেড পয়েন্ট এন্ড ট্রায়াঙ্গুলার সিমিলারিটি’ (Stairways Detection and Distance Estimation Approach Based on Three Connected Point and Triangular Similarity ) শীর্ষক প্রবন্ধের জন্য তিনি অন্য দুজন সহ-লেখকসহ এ এওযার্ড পান। সহ লেখকগণ হলেন মি. মো: খলিলুজ্জামান এবং মি. ক্যাং হিউন ( Kang-Hyun)। উক্ত গবেষণাটি দৃষ্টি প্রতিবন্ধীদের বিশেষ উপকারে আসবে বলে গবেষকরা জানান। এদিকে এ গৌরবময় অর্জনের জন্য অধ্যাপক ড. কৌশিক দেবকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।