Int. Architecture and Planning প্রকল্প প্রতিযোগিতায় বিজয়ীদের তালিকায় দুই চুয়েটিয়ান

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)  দেশের অন্যতম শীর্ষস্থানীয় বিদ্যপিঠ। এখানে পড়ুয়া মেধাবী শিক্ষার্থীদের মধ্য অনেকেই প্রতিবছর বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার বিষয়বস্তু হিসেবে সাধারণত  – technical skill performance,talent-hunt,programming ছাড়াও থাকে future developing ideas,world changing technology, true engineers এর মত অসাধারণ সব কার্যক্রম। সাফল্য অর্জনে চুয়েটিয়ানদের রয়েছে বেশ কীর্তি। এরই ধারাবাহিকতায়, চুয়েটের নামের পাশে যুক্ত হলো আরও একটি সুনাম।
আর সেটি এনে দিয়েছেন চুয়েটেরই দুজন প্রাক্তন শিক্ষার্থী মাহজেরিন সুলতানা ঐশী এবং তাহজিবা তারান্নুম। তারা দুজনই চুয়েট এর স্থাপত্য বিভাগের ১৩ ব্যাচের শিক্ষার্থী ।
Architecture and Planning প্রকল্পের প্রতিযোগিতায় বিজয়ীদের তালিকায় স্থান করে নিয়েছেন তারা।
আন্তর্জাতিক এ প্রতিযোগিতাটিতে ১৮৩ টি প্রকল্প প্রদর্শিত হয়। বিভিন্ন ক্যাটাগরিতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় অনলাইন ভোটিং এ নির্বাচিত হয় চুয়েট শিক্ষার্থীদের এ প্রকল্পটি।
প্রতিযোগিতাটি Achitectural Planning প্রকল্পের উপর আলোকপাত করে। আয়োজকরা স্থাপত্য ও নগর পরিকল্পনার ক্ষেত্রগুলির মধ্যে কিভাবে সংযোগ ঘটানো যায় এব্যাপারে তরুণ স্থাপত্যবিদদের দৃষ্টিভঙ্গি ও চিন্তাভাবনা তুলে ধরতে চেয়েছেন। এছাড়াও প্রতিযোগিতাটি স্থাপত্য, নগর ও পল্লী উন্নয়ন এবং পরিবেশগত সমস্যার বিষয়ে ছাত্রদের মতামত প্রকাশ করতে সহায়তা করে।
বিজয়ীদের জন্য Engineers DiaryCampus Connect গ্রুপের পক্ষ থেকে রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ❤️