শিক্ষার্থীদের মেস ভাড়া নিয়ে চুয়েট ছাত্রকল্যাণ দপ্তরের উদ্যোগ

এই মহামারীতে অনেকেরই মত চুয়েটের অনেক শিক্ষার্থীদের পারিবারিক আয় আগের তুলনায় কমে গেছে।
আর্থিক দুরাবস্থার কারনে অনেক শিক্ষার্থীদের (যারা চুয়েটের আসে পাশে বাসা ভাড়া নিয়ে থাকে) সম্পূর্ন বাসা ভাড়া দিতে আসুবিধা হতে পারে।

ছাত্রকল্যাণ দপ্তরের পক্ষ থেকে এই সমস্যাটি চুয়েটের মাননীয় ভি. সি. মহোদয়কে উপস্থাপন করেন।
মাননীয় ভি. সি. মহোদয় পরিচালক, ছাত্র কল্যাণ দপ্তর, চুয়েট কে নির্দেশনা প্রদান করেন এই সমস্যা সমাধানের লক্ষে যাবতীয় ব্যবস্থা গ্রহনের জন্য।

এই সমস্যা সমাধানের লক্ষ্যে ছাত্র কল্যাণ দপ্তরের নিম্নোক্ত তথ্যগুলি প্রয়োজনঃ
০১. ছাত্রদের নাম
০২. ছাত্রদের রোল
০৩. ছাত্রদের মোবাইল নং
০৪. ভাড়া বাসার ঠিকানা
০৫. বাসার মালিকের মোবাইল নং
০৬. ছাত্রদের বর্তমান আর্থিক অবস্থা
বিঃদ্রঃ আগামী ২৭/০৮/২০২০ তারিখের মধ্যে ছাত্রকল্যাণ দপ্তরের (ইমেইলের মাধ্যমে) তথ্যগুলি (যদি সম্ভব হয় সবার তথ্য এক সাথে করে) জমা দানের জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
ছাত্রকল্যাণ দপ্তরের ইমেইল : [email protected]
দ্রুত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সমস্যাটির সমাধান হবে বলে আশা করছেন হাজারো শিক্ষার্থী।