চুয়েটের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থীদের ফাইনাল পরীক্ষা হবে অফলাইনে

অবশেষে প্রতীক্ষার অবসান ঘটলো। দীর্ঘদিন পর চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় – চুয়েটের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থীদের ফাইনাল পরীক্ষা অফলাইনে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

শুরুতে অনলাইনে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হলেও নানা জটিলতার কথা চিন্তা করে পরবর্তীতে এই সিদ্ধান্ত হয়।

করোনায় আটকে থাকা স্নাতক শেষ বর্ষের(২০১৫-১৬ শিক্ষাবর্ষের) শিক্ষার্থীদের ফাইনাল পরীক্ষার জন্যই তাদের বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ মেলেনি।

বেশিরভাগ শিক্ষার্থীরা বলছেন এই একটি পরীক্ষার জন্যই তারা সরকারি-বেসরকারি নানা প্রতিযোগিতামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারছিলেন না। প্রশাসনের এই সিদ্ধান্তে তাদের মুখে হাসির সঞ্চার হয়েছে।

উল্লেখ্য, গত ১৪ই মার্চ থেকে শিক্ষার্থীরা আবাসিক হল ত্যাগ করেছিলেন।

করোনা মহামারীতে বেশ কিছুদিন প্রশাসনিক কর্মকাণ্ড বন্ধ থাকায় অন্যন্য শিক্ষার্থীরা অনেক দিন পড়াশুনা থেকে দূরে ছিলেন। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এর প্রদত্ত নীতিমালা অনুসরণ করে আগামী ৩ জানুয়ারি থেকে এই পরীক্ষা শুরু হবে।