কিভাবে নিবে IUT এর শেষ মুহুর্তের প্রস্তুতি

Tawfiqul Islam Himel

এবারের ভর্তি পরীক্ষায় ‘তুমিও হতে পারো আইইউটির শিক্ষার্থী’!

প্রতি বছর ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে (আইইউটি) ভর্তির স্বপ্ন থাকে হাজারো শিক্ষার্থীর। এ বছর আইইউটি ভর্তি পরীক্ষায় আর বেশি সময় নেই। ২৬ ও ২৭ মে তে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের ভর্তি পরীক্ষা। তাই বলা যায় যারা সিলেক্টেড হয়েছ তাদের দরজায় কড়া নাড়ছে ভর্তি পরীক্ষা।

এখন ভর্তিচ্ছুদের প্রশ্ন, ভাইয়া এই অল্প সময়ে কিভাবে নিজেদের প্রস্তুত করতে পারি?

-সর্বপ্রথম তোমাদের বেসিক ক্লিয়ার থাকতে হবে। ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় কি ধরনের প্রশ্ন হয়ে থাকে সেই ধরনের প্রশ্ন সলভ করা জানতে হবে আগে থেকে। এই সংক্ষিপ্ত সময়ে তোমাদের আইইউটির প্রশ্নব্যাংক সলভ করতে হবে।

ভর্তি পরীক্ষায় তোমাকে (গণিত-৩৫,পদার্থ-৩৫, রসায়ন-১৫, ইংরেজি-১৫) মোট ১০০ নম্বরের প্রশ্ন করা হবে। যা সমাধান করার জন্য তুমি ২ ঘণ্টা সময় পাবে।

তাই সাধারণত সময় স্বল্পতা হবার কথা নয়। যেহেতু এখানে ইংরেজিতে সকল বিষয়ের প্রশ্ন করা হয় তাই প্রশ্ন ব্যাংকের প্রশ্ন দেখে প্রশ্নগুলোর বাংলা বুঝতে হবে।

অনেক বাংলা মিডিয়ামের শিক্ষার্থীরা এখানে ভর্তি পরীক্ষায় অংশ নেবে, তাদের মধ্যে অনেকের শুধু ইংলিশে প্রশ্ন না বুঝতে পারার কারণে ভর্তি পরীক্ষায় চান্স পাওয়া কঠিন হয়ে যায়।

তবে চিন্তার কিছু নেই যাদের ইংরেজিতে খুব বেশি সমস্যা তারা বিভিন্ন বিষয়ের key word ( Volume-আয়তন, Velocity-বেগ, Acceleration-ত্বরণ ) এ ধরণের key word গুলো মুখস্ত করে নেবে।

প্রশ্ন কী খুব কঠিন হয়?

-আমাদের দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন যেমনটা হয়ে থাকে তার থেকে একটু কঠিন হয়ে থাকে আইইউটির প্রশ্ন। যার কারণে এখানে কাট মার্কস ও কম থাকে বিগত বছরগুলো বিবেচনা করলে দেখা যায় ৪০% নাম্বার উঠাতে পারলে চান্স পাওয়া সম্ভব।

অর্থাৎ ধরে নিতে পারো বিগত বছরগুলো হিসেব করলে কাট মার্কস এইটার আশেপাশেই। তাই প্রশ্ন খুব বেশী কঠিন হলে অবাক হবার কিছু নেই। কারণ তা সবার কাছে কঠিন মনে হবে।

বিগত বছরগুলো হিসাব করলে মোটামুটি ৬০% মার্কস উঠাতে পারলে স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে তবে নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না এটা বিগত বছরগুলো থেকে নেওয়া একটা ধারণা মাত্র।

আইইউটি নিয়ে ভর্তিচ্ছুদের কিছু কমন প্রশ্ন

★আইইউটি প্রাইভেট নাকি পাবলিক?

-আই ইউ টি প্রাইভেটও নয় আবার পাবলিকও নয় এটি বাংলাদেশে অবস্থিত একটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় যা সরাসরি ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) দ্বারা নিয়ন্ত্রিত হয়।

ওআইসি এর সদস্য ভুক্ত বিভিন্ন দেশগুলোর থেকে শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার জন্য এখানে পড়তে আসে।

★আইইউটির ডিপার্টমেন্টসমূহ এবং আসন সংখ্যা

-আই.ইউ.টি.তে সর্বমোট ডিপার্টমেন্ট সংখ্যা ৬ টি।
ডিপার্টমেন্টগুলোর নাম এবং ডিপার্টমেন্ট ভিত্তিক আসন সংখ্যার তালিকা নিচে দেয়া হলঃ
DEPARTMENTS :
1. Computer Science and Engineering (CSE)
Computer Science and Engineering (CSE)- ১২০
Software Engineering (SWE) – ৬০
2. Electrical and Electronic Engineering (EEE) – ১৮০
3. Mechanical and Production Engineering (MPE)
Mechanical Engineering (ME) — ১২০
Industrial and Production Engineering (IPE) – ৬০
4. Civil and Environmental Engineering (CEE) – ১২০
5. BBA in Technology Management (BTM) – ৬০
6. Technical and Vocational Education (TVE)
Bachelor of Tourism and Hospitality Technology (BTHT) – ৪০
আসন সংখ্যাঃ ৭৬২ টি

★Scholarships Distribution

-Full OIC Scholarship:
আসন সংখ্যা ৪০টি। এটি শুধুমাত্র বিদেশীদের জন্য। বাংলাদেশিদের মধ্যে শুধু ভর্তি পরীক্ষায় ১ম ও ২য় স্থান অধিকারীকে Full OIC Scholarship দেয়া হয়।

-Partial OIC Scholarship: আসন সংখ্যা ১২০ টি। বাংলাদেশিদের জন্য ৮০ টি (CSE Top 20, EEE Top 40, ME Top 20)। বাকি ওআইসি এর মেম্বার দেশের মাঝে দেয়া হবে ৪০ টি। ওআইসি এর সদস্য রাষ্ট্র ৫৭টি। ৪০টি আসনের মাঝে যদি কোনো দেশ থেকে কেউ না আসে তবে সেই আসনগুলো বাংলাদেশের ছাত্রছাত্রীদের দেয়া হবে। সাধারণত মোট ১২০টি আসনের মাঝে ৭০%-৮০% বাংলাদেশী শিক্ষার্থীরাই পেয়ে থাকে।
– Without OIC Scholarship: আসন সংখ্যা ৬০০ টি।

★ ভর্তি পরীক্ষার জন্য বাছাইয়ের নিয়ম
*Test Score: পরীক্ষায় প্রাপ্ত নাম্বার
*Combined Merit List টেস্টের স্কোরের ভিত্তিতে প্রস্তুত করা হবে। সেকেন্ড টাইমারদের কোন মার্কস কাটা হবে না।

*Selection for Admission Test:
For BSc Engg and BBA:
যারা আবেদন করবে তাদের মধ্য হতে একাডেমিক স্কোর এর ভিত্তিতে প্রথম ৭০০০ জন শিক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে।

উক্ত প্রক্রিয়ায় ৭০০০ জন শিক্ষার্থী বাছাইয়ের সময় যদি একাধিক জনের একাডেমিক স্কোর একই হয় সে ক্ষেত্রে নিম্নোক্ত ক্রমানুসারে প্রাধান্য দেয়া হবে।

HSC-GPA > HSC Math > HSC Physics > HSC Chemistry > HSC English > HSC Bangla > SSC Math > SSC Physics > SSC Chemistry > SSC English > SSC Bangla

* আবেদনকারীর ভর্তি পরীক্ষার ভেন্যু নির্বাচন তার পছন্দ এবং একাডেমিক স্কোরের ভিত্তিতে হবে। সেক্ষেত্রে নিম্নোক্ত ক্রমানুসারে প্রাধান্য দেয়া হবে।

HSC-GPA > HSC Math > HSC Physics > HSC Chemistry > HSC English > HSC Bangla > SSC Math > SSC Physics > SSC Chemistry > SSC English > SSC Bangla > Application Time

* ভর্তি পরীক্ষা পরবর্তী মেরিট লিস্ট প্রকাশের সময়েও যদি একাধিক জনের কম্বাইন্ড স্কোর একই হয় সে ক্ষেত্রে নিম্নোক্ত ক্রমানুসারে প্রাধান্য দেয়া হবে।

Test Math > Test Physics > Test Chemistry > HSC-GPA > HSC Math > HSC Physics > HSC Chemistry > SSC Math > SSC Physics > SSC Chemistry > SSC English

For Bachelor of THT:
যারা আবেদন করবে তাদের মধ্য হতে Academic Score এর ভিত্তিতে প্রথম ৫০০ জন শিক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে।

উক্ত প্রক্রিয়ায় ৫০০ জন শিক্ষার্থী বাছাইয়ের সময় যদি একাধিক জনের একাডেমিক স্কোর একই হয় সে ক্ষেত্রে নিম্নোক্ত ক্রমানুসারে প্রাধান্য দেয়া হবে।

SSC Math > SSC ICT > SSC English > SSC Bangla > SSC Islam & Moral Science

* ভর্তি পরীক্ষা পরবর্তী মেরিট লিস্ট প্রকাশের সময়েও যদি একাধিক জনের কম্বাইন্ড স্কোর একই হয় সে ক্ষেত্রে নিম্নোক্ত ক্রমানুসারে প্রাধান্য দেয়া হবে।

Test Math > Test English and Communication > SSC Math > SSC ICT > SSC English > SSC Bangla > SSC Islam & Moral Science

★ প্রশ্নের মানবন্টনঃ

পূর্ণমান: ১০০ , পরীক্ষার সময়কাল: ২ ঘণ্টা
For BSc Engg and BBA: (MCQ Type)
– Mathematics (35)
– Physics (35)
– Chemistry (15)
– English Competency (15)
(Based on Updated Syllabus declared by NCTB)

For Bachelor of THT: (MCQ Type)
– Mathematics (35)
– English and Communication (35)
– Analytical Ability and General Knowledge (30)

* প্রতি প্রশ্নের মান ১।
* প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ করে নেগেটিভ মার্কিং হবে।

* পরীক্ষায় কোন পাশ মার্কস নেই।
* প্রশ্নপত্র সম্পূর্ণ ইংরেজিতে করা হবে।
* পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।

★পড়াশোনার খরচঃ
Full OIC Scholarship: Full Free
Partial OIC Scholarship: শুধুমাত্র প্রথম বর্ষে ভর্তিকালীন সময় ৬৫০০ ইউএস ডলার সমপরিমাণ টাকা জমা দিতে হবে।

Without OIC Scholarship:

** প্রথম বর্ষঃ Residential: ৬৫০০ ইউএস ডলার এবং Non-Residential: ৫০০০ ইউএস ডলার।
** দ্বিতীয় বর্ষঃ Residential: ৪৫০০ ইউএস ডলার এবং Non-Residential: ৩০০০ ইউএস ডলার।

** তৃতীয় বর্ষঃ Residential: ৪৫০০ ইউএস ডলার এবং Non-Residential: ৩০০০ ইউএস ডলার।
** চতুর্থ বর্ষঃ Residential: ৪৫০০ ইউএস ডলার এবং Non-Residential: ৩০০০ ইউএস ডলার।

* বাংলাদেশি টাকার পরিমাণ ভর্তিকালীন সময়ে AB Bank এর ডলার রেটের উপরে নির্ভর করবে।

>> আই.ইউ.টি.তে প্রতি মাসে সকল শিক্ষার্থীকে প্রায় ৪২০০ টাকা করে হাত খরচ দেয়া হয়।
>> এখানে পড়াশোনা চলাকালীন চার বছরে সকল শিক্ষার্থীর যে কোন রোগের চিকিৎসার সম্পূর্ণ খরচ আই.ইউ.টি. বহন করে। (without Dental)

তোমাদের সবার জন্য শুভ কামনা রইলো।

Tawfiqul Islam Himel

Islamic University of technology

Business and technology management
Batch 2020