ঢাবি ভর্তি পরীক্ষা নিয়ে কিছু প্রশ্নোত্তর

প্রিয় Admission পরীক্ষার্থী (2021) বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত তোমাদের কিছু common প্রশ্ন অনেক দিন ধরেই বিভিন্ন post এ দেখছি। তাই চেষ্টা করেছি প্রশ্ন গুলোর উত্তর এবং কিছু দিক নির্দেশনা ও সতর্কতা একত্রে তুলে ধরতে।

সাথে DU এর original question আর নমুনা উত্তর পত্রের ছবি দিয়ে দিয়েছি। আশা করি তোমরা উপকৃত হবে।

🌟 সবকিছু লিখেছি সর্বশেষ DU – A unit (2020) এর আলোকে। এবারও হয়তো এরকমই থাকবে। যদি কিছু change হয়, তাহলে নতুন circular (2021) এ দেখতে পাবে।

🟢 1. পাশ করার system টা কী?

Ans : Subject wise আলাদা পাশ করতে হবে না। objective আর written এ আলাদা পাশ করতে হয়।

Objective এ 24/60 এ পাশ। আর written এ 12/40 এ পাশ।

Objective এ 24/60 পেলে তোমার written copy check হওয়ার প্রথম শর্ত পূরণ হবে। এরপরের শর্ত হলো objective এ ভালো mark পেতে হবে।

কারণ total seat এর 5 গুণ student এর written copy check করা হবে। মানে যাদের objective mark ভালো থাকবে এবং প্রথম 5 গুণের মধ্যে থাকবে, তাদের written copy check হবে।

এটা question এর উপর depend করে। question easy হলে হয়তো 35-37/60 পেয়েও 5 গুণের মধ্যে আসা যাবেনা। so, objective এ অনেক ভালো করতে হবে।

এরপর written এ 12/40 পেলে পাশ হবে। আবার পাশ করার জন্য objective আর written মিলে total 40/100 পেতে হবে। কিন্তু 24 + 12 = 36 হয়।

সুতরাং পাশ করার জন্য objective আর written এ নূন্যতম mark পাওয়ার পরও in total আরো 4 mark বেশি পেতে হবে। মানে কোনো 1 টা তে নূন্যতম mark থেকে কিছু বেশি রাখতে হবে।

এরপর merit list এ উপরের দিকে থাকার জন্য ভালো marks পেতে হবে।

তবে D unit এ সব গুলো subject (Bangla, English, GK) এ আলাদা করে পাশ করতে হবে।

🟢 2. কোন কোন subject answer করতে হবে?

Ans : Physics, Chemistry এবং Main Subject must answer করতেই হবে। আর Bangla, English এবং Optional Subject থেকে যেকোন একটা answer করতে হবে।

যে 4 টা subject এর objective answer করবে, ওই 4 টারই written answer করতে হবে। আর প্রতিটি পরীক্ষার্থীর Optional ও Main Subject সম্পর্কে authority জানে। কোনো উল্টা পাল্টা করলে exam বাতিল বলে গণ্য হবে।

🟢 3. Math বা Biology এর পরিবর্তে Bangla বা English answer করলে কী ধরণের problem হতে পারে?

Ans : Math answer না করলে math related subject গুলো (যেমন- Physics, Mathematics, EEE, CSE, Statistics etc.) পাবেনা।

Biology answer না করলে Biology related subject গুলো (যেমন- Botany, Zoology, Pharmacy, Microbiology etc.) পাবেনা।

আর শুধু answer করলেই হবে না, ভালো mark ও পেতে হবে। এটা authority ঠিক করে দিবে।

যেমন- এটা বলতে পারে, Math বা Biology related subject পাওয়ার জন্য Math or Biology তে minimum 12/25 বা 15/25 পেতে হবে…..এরকম। এর চেয়ে কম হলে ওই subject গুলোর জন্য eligible হবে না।

তবে যেটাই answer করো না কেন, প্রাপ্ত মোট number অনুযায়ী merit list এ নাম চলে আসবে (অবশ্যই পাশ করতে হবে)। position এর জন্য subject matter করবে না।

তবে result এর পর subject পাওয়ার সময়ে এই ব্যাপার গুলো matter করবে। যে subject এর জন্য eligible হবে না, ওগুলো তোমার choice list এ থাকবে না।

আরো পড়ুন: ঢাবি ভর্তি পরীক্ষা কাল সকালেঃ শেষ সময়ে যা করণীয়

🟢 4. Question, OMR sheet, written copy, কখন কীভাবে দেওয়া হয়?

Ans : প্রথমে OMR sheet দেওয়া হবে। প্রয়োজনীয় সব কিছু লিখে roll no. , serial no. এবং বুকলেট no. এর বৃত্ত ভরাট করবে। এগুলো প্রবেশ পত্র দেখে সাবধানে লিখবে। বুকলেট no. উত্তর পত্রের উপর লিখা থাকবে।

সেখান থেকে দেখে লিখবে। teacher বলে দিবেন। এটা এমন কিছুই না। তোমার উত্তর পত্র চিহ্নিত করার number (board exam এর খাতায়ও থাকে, যেটা অন্য একটা sheet এ তুলতে হয়)।

উত্তর পত্র থেকে বুকলেট number OMR sheet এ লিখলে বুঝাবে এই objective আর written copy 2 টা একজনেরই। এই কাজের জন্য উত্তর পত্র তখনই দিয়ে দেওয়া হয়।

আবার ভুল করে Udvash এর roll no. আর reg. No. লিখে ফেলবে না। সাবধান!!

এরপর Question দেওয়া হবে। objective আর written question একসাথে থাকবে। question টা একটু আগে দেওয়া হয়। সব ঠিক আছে কিনা দেখে নেওয়ার জন্য। time হলে পরে answer করা শুরু করতে হবে। তবে এসময়ে question পড়ে দেখতে পারবে।

সময় থাকতে Objective শেষ হয়ে গেলে written শুরু করবে কিনা এটা অবশ্যই duty রত teacher কে জিজ্ঞাসা করে নিবে। নিজে থেকে লিখা শুরু করবে না।

Roll no., serial no. আর বুকলেট no এর বৃত্ত ভরাট করতে ভুল হলে অবশ্যই teacher কে জানাবে।

হয়তো change করে দেওয়া হবে। তবে খুব সাবধান থাকতে হবে। কারণ teacher এর কাছে extra sheet নাও থাকতে পারে।

🟢 5. রাফ কোথায় করতে হবে? Extra কোনো page দেওয়া হবে কিনা।

Ans : কোনো আলাদা page দেওয়া হবে না। extra কোনো page বাসা থেকে নেওয়াও যাবেনা। প্রশ্নের ফাঁকে ফাঁকে অনেক জায়গা থাকে। ওখানেই রাফ করতে হবে। তাছাড়া 2 টা subject answer করবে না।

ওই subject এর প্রশ্নের জায়গায় ইচ্ছা মত রাফ করতে পারবে (উত্তর পত্রে না)। আর জায়গা নিয়ে বেশি tension হলে pencil দিয়ে প্রশ্নে রাফ করবে। তাহলে ওই জায়গা আবার use করতে পারবে।

তবে এটার কোনো প্রয়োজন নাই। math/reaction যে কয়টা আসে, ওগুলো প্রশ্নের ফাঁকা জায়গায় রাফ করার পরও অনেক জায়গা থেকে যায়। so, জায়গা নিয়ে tension করার কোনো কারণ নাই।

উত্তর পত্রের last এ রাফ করার জন্য একটা page থাকে। সেটা written এর রাফ এর জন্য। objective এর সময়ে উত্তর পত্রে কিছু লিখবে না।

আবার admit card এ রাফ করতে যাবেনা। প্রশ্নে কোনো উত্তর চিহ্নিত করবেনা। প্রশ্নের মধ্যে objective এর answer mark করবে না।

তবে উত্তর পত্রে উত্তরের জন্য রাখা ফাঁকা জায়গায় (যেগুলো answer করবে না) রাফ করতে যাবেনা। অনেকে যে subject answer করবে না, উত্তর পত্রে সেখানে রাফ করতে চায়।

যেমন- কেউ হয়তো Bangla, English answer করবে না। সে হয়তো ভাববে Bangla, English এর written এর জন্য রাখা box রাফের জন্য use করি।

এটা একদম করবে না। কারণ Written এর জন্য রাখা box এ কিছু লিখা অর্থ হলো সেটা answer করে ফেলা। 4 টা subject answer করে অন্য subject এর জায়গায় এই কাজ করলে problem হতে পারে।

So, objective এর রাফ হবে শুধুমাত্র question এ, উত্তর পত্রে নয়।

written এর সময়ে রাফের প্রয়োজন হলে উত্তর পত্রে last এ ‘রাফ’ লিখা আলাদা page এ করবে। objective এর সময়ে উত্তর পত্রে কিছু লিখবে না।

যদি উত্তর পত্রে ‘রাফ’ লিখা আলাদা page টা নাও থাকে, তারপরও problem নাই। question এ সব ধরণের রাফ করা যাবে।

আবার যেখানে answer লিখবে, তার পাশে pencil দিয়ে করে মুছে ফেলতে পারবে। but আশা করি এত পরিমাণ রাফের প্রয়োজন হবে না যে জায়গা নিয়ে tension করতে হবে। অনেক জায়গা এমনিতেই খালি থেকে যাবে।

🟢 6. Question এ রাফ করার মতো যথেষ্ট জায়গা থাকে কিনা।

Ans : প্রশ্নে রাফ করার মতো যথেষ্ট জায়গা থাকে। তোমাদের বুঝার সুবিধার্থে DU 2020 এর original question এর ছবি দিয়ে দিয়েছি। দেখে নাও কী পরিমাণ খালি জায়গা থাকে।

🟢 7. প্রশ্নের serial কীভাবে থাকে?

Ans : Physics, Chemistry, Math, Biology, Bangla, English এভাবে থাকে। objective এ প্রতিটা subject এর জন্য আলাদা করে serial 1 থেকে 15 পর্যন্ত থাকবে (1 – 90 থাকবে না)।

OMR sheet এ প্রতিটা subject এর জন্য আলাদা box থাকবে। এবং প্রতিটা box এ 1 – 15 number দেওয়া থাকবে। BE CAREFUL ⚠️.

এক subject এর answer যেনো অন্য subject এর box এ চলে না যায়। Physics এর 5 no. এর বৃত্ত যেন Chemistry এর 5 no. এ ভরাট করে না ফেলো। অনেকেই এই ভুল করে থাকে। খুব সাবধান!!

🟢 8. Objective answer করার সময়ে by chance যদি ভুল হয়ে যায় তাহলে কী করব?

Ans : কোনো ভাবে যদি ভুল করেই ফেলো, অনেক গুলো objective যদি ভুল জায়গায় বৃত্ত ভরাট করে ফেলো, অবশ্যই সাথে সাথে duty রত teacher কে জানাবে। teacher কী বলবেন, বকা দিবেন কিনা, অপমান করবেন কিনা……এই ধরণের চিন্তা মাথায় আনাই যাবেনা।

teacher কে inform করলে খুব সম্ভাবনা আছে তোমাকে OMR sheet টা change করে দিবেন (যদি extra sheet থাকে)। তুমি সঠিক গুলো আগের টা দেখে নতুন sheet এ দাগিয়ে আগের টা teacher কে দিয়ে দিবে।

তবে এক্ষেত্রে তোমাকে roll no. serial no. সহ অনেক গুলো বৃত্ত আবার ভরাট করতে হবে। এই সময়টা তোমার নাও থাকতে পারে। তাড়াহুড়ো করতে গিয়ে ভুলও হতে পারে। আবার teacher এর কাছে extra sheet নাও থাকতে পারে।

তোমাকে হয়তো teacher নাও দিতে পারেন। so, এসব ঝামেলায় যাতে না যেতে হয় তাই প্রথম থেকেই সাবধানে answer করা শুরু করবে।

আর এরকম problem হলে সময় বুঝে সিদ্ধান্ত নিবে। যদি 1/2 টা objective ভুল হয়, সেক্ষেত্রে দেখে নিবে copy change করলে তোমার আরো ক্ষতি হয়ে যায় কিনা।

হয়তো 1/2 mark বাঁচাতে গিয়ে সময়ের ওভাবে পারা জিনিস গুলো answer করতে পারবে না। তখন ওই 1/2 mark এর আশা ছাড়তে হবে। so ভালো করে বুঝে শুনে সিদ্ধান্ত নিবে।

তবে যাই হোক, একদম panic করবে না। এরকম ভুল করেও কিন্তু DU তে chance পাওয়ার record আছে।

যার কথা বলছি, সে Chemistry এর 7 টা objective Math এর box এ answer করেছিল। তাকে কিন্তু OMR sheet change করে দেওয়া হয়নি।

ওই student DU তে Mathematics এ chance পেয়েছে। মানে বুঝতেই পারছ, এত বড় ভুল করার পরও তার exam ভালো হয়েছিল। so, যতো বড় accident ই হোক, মাথা ঠান্ডা রাখতে হবে।

🟢 9. Written copy তে কি প্রতিটা উত্তর লিখার জন্য নির্দিষ্ট জায়গা থাকবে?

Ans : প্রতিটা প্রশ্নের উত্তর লিখার জন্য নির্দিষ্ট পরিমাণ জায়গা দেওয়া হবে। তার মধ্যেই ওই প্রশ্নটার উত্তর লিখে শেষ করতে হবে।

2019 এ অনেকটা A4 size এর মতো 1 টা page এ 4 টি উত্তর লিখার জন্য জায়গা দেওয়া হয়েছিলো। তবে 2020 এ এরকম 1 টা page এ 2 করে question লিখার জন্য জায়গা দেওয়া হয়েছিলো।

যেটা প্রশ্নের উত্তর লিখার জন্য যথেষ্ট। তোমাদের বুঝার সুবিধার্থে 2020 এর সম্পূর্ণ written copy এর sample দিয়ে দিয়েছি। দেখে নাও কী পরিমাণ জায়গা থাকে।

🟢 10. Written এ কি প্রতিটা subject এর number 1 থেকে শুরু হবে? উত্তর পত্রে কি box এর পাশে number লিখা থাকবে?

Ans : objective এর মতো written এর জন্য প্রতিটা subject এর number 1 থেকে শুরু হবে না। 1 থেকে 24 পর্যন্ত serially থাকবে।

প্রতিটা box এর পাশে প্রশ্নের number দেওয়া থাকবে। ওই প্রশ্নের উত্তর ওখানেই লিখতে হবে। যেমন- যে box এর পাশে 3 লিখা থাকবে, ওইখানেই 3 no. প্রশ্নের উত্তর লিখতে হবে। sample উত্তর পত্রটি দেখে নাও।

🟢 11. যদি ভুল করে কোনো প্রশ্নের উত্তর অন্য box এ লিখে ফেলি তাহলে কী করব?

Ans : মনে করো 3 no. এর box এ ভুল করে 4 no. এর উত্তর লিখে ফেলেছ। এক্ষেত্রে যদি অল্প লিখে থাকো, তাহলে কেটে দিতে পারো। কেটে দিয়ে জায়গা থাকলে সঠিক টা লিখতে পারো।

যদি দেখো একবারেই কিছু করার নাই, কোনো জায়গাই নাই, তাহলে first এ teacher কে বলতে পারো। তবে এক্ষেত্রে copy change করলে ঝামেলা আছে।

কারণ নতুন copy তে নতুন বুকলেট number থাকবে। যেটা OMR sheet এ লিখা number এর সাথে মিলবে না। বুঝতেই পারছ copy change করলে কত বড় একটা ঝামেলা হবে।

তখন last solution– পাশের Number টা কেটে দিয়ে যেটা answer করেছো ওই Number টা লিখে দিবে। (মানে 3 কেটে 4 লিখে দিবে। আর 4 এর box যেহেতু খালি, 3 answer করলে ওখানেই করতে হবে।

তাই 4 কেটে 3 লিখে ওই জায়গায় 3 answer করবে)। যেহেতু ভুল হয়েই গেছে, আর কিছুই করার নাই, হাতে time ও নাই, তাই এটা হলো last solution।

2019 batch এর একজন student এই ভুল করার পর duty রত teacher তাকে এটা করতে বলেছিলেন। সে অনুযায়ী বললাম। সে কিন্তু chance পেয়েছিলো Pharmacy তে। তার কোনো problem হয় নাই।
কিন্তু BE CAREFUL ⚠️।

এই ধরনের ভুল থেকে থেকে সাবধান!! তোমার copy যার কাছে যাবে, তার কোনো কারণে mood খারাপ থাকলে তোমাকে Number নাও দিতে পারেন। তাই কোনো ঝুঁকি না নিয়ে প্রথম থেকেই সাবধানে পরীক্ষা দিবে। তবে যাই হোক, কোনো ভাবেই tension করা যাবে না।

কিছু নির্দেশনা —-

🔵 1. Circular এবং admit card এ নির্দেশিত প্রয়োজনীয় জিনিসপত্র ছাড়া অন্য কোনো কিছু নিয়ে exam hall এ যাওয়া যাবে না।

🔵 2. একাধিক admit card নিয়ে গিয়ে 1 টা তে রাফ করবে — এরকম কাজ ভুলেও করা যাবে না।

🔵 3. Admit card এ লিখা থাকবে ঘড়ি, mobile, calculator নেওয়া যাবে না। ঘড়ি সাধারণত room এ থাকে। না থাকলে teacher এর কাছে time জিজ্ঞাসা করে নিবে। যতো বার ইচ্ছা।

Teacher নিজেও বলবেন একটু পর পর। but তোমার যখন ইচ্ছা হবে, জিজ্ঞাসা করবে, problem নাই। calculator নেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। mobile বা ঘড়ি নিয়ে গেলে exam শুরুর আগেই teacher কে জমা দিবে। নিজের জিনিসে চিহ্ন রাখবে।

exam শেষে নিজ দায়িত্বে নিয়ে আসবে। তবে চেষ্টা করবে না নিয়ে যেতে। যতটা সম্ভব safe zone এ থাকার চেষ্টা করবে।

🔵 4. নিজের সব জিনিস ঠিকঠাক নিয়ে যাবে। অন্যের কাছে চাইতে গেলে ঝামেলায় পড়তে পারো।

🔵 5. Question, OMR sheet, written copy সব ভালো করে check করে নিবে exam শুরুর আগেই। সবগুলো page আছে কিনা, কোনো ছেঁড়া আছে কিনা সব দেখে নিবে। problem থাকলে দ্রুত teacher কে জানাবে। teacher change করে দিবেন।

🔵 6. সাধারণত বৃত্ত ভরাটের সময়ে নাম্বার গুলো English এ (1,2,3….) লিখা থাকে। আমরাও number সবসময় English এ লিখেই অভ্যস্ত। খেয়াল করে দেখ, পড়ালেখার কাজে আমাদের কখনো ১,২,৩…..লিখাই হয় না! 1,2,3….লিখা হয়।

কিন্তু DU তে roll no., serial no. এগুলো বাংলায় লিখা থাকবে। admit card এও এভাবে ছিল। বৃত্ত ভরাটের সময়েও বাংলায়ই লিখতে হবে। বৃত্তের মধ্যে 1,2,3….নয়, বরং ১,২,৩…..লিখা থাকবে।

আগের বার কিন্তু এরকমই ছিল। যেহেতু এই ব্যাপারটা আমাদের অভ্যাসই নাই, একটু সাবধানে থাকবে, যেন ভুল করে English এ লিখে না ফেলো।

আবার ভালো করে খেয়াল করবে, হয়তো তোমাদের সময়ে English এও দিতে পারে। দেখে নিবে ঠিক মতো।

🔵 7. Objective এ negative marking আছে। তাই সাবধানে answer করবে। written এ negative marking নেই। তাই চেষ্টা করবে যা পারো লিখে দিয়ে আসতে।

🔵 8. সহজ প্রশ্ন গুলো, যেগুলো ভালো পারো, ওগুলো আগে answer করবে। কঠিন গুলো, যেগুলো কম পারো, চিন্তা ভাবনা করতে হবে, ওগুলো পরে answer করবে।

কঠিন calculation হলে সেটা পারলেও আগে করতে যাবেনা, শেষে time থাকলে try করবে। কোন প্রশ্ন টা আগে আর কোনটা পরে answer করতে হবে, এটা identify করাটাও অনেক বড় একটা ব্যাপার।

🔵 9. Objective answer করার ক্ষেত্রে অবশ্যই সবগুলো option পড়ে দেখবে। প্রথমে answer পেয়ে গেলেও সবগুলো option পড়বে। কারণ option ‘a’ তে answer পেয়ে গেলেও option ‘d’ তে থাকতে পারে ‘উপরের সবগুলো’।

আর তুমি option ‘b’ আর ‘c’ পড়েই দেখো নাই। সুতরাং সাবধান ⚠️। মনে রাখবে পারা জিনিস ভুল করলে chance পাওয়ার সম্ভাবনা কমে যায়।

কারণ কঠিন প্রশ্ন গুলো অন্যরা নাও পারতে পারে। কিন্তু তুমি যেই সহজ প্রশ্নটা ভুল করবে, ওইটা সবাই ভুল করবে না।

DU এর objective question সাধারণত এমনভাবে তৈরি করা হয়, যেনো student দের দ্বারা যতো প্রকার common mistake হওয়া সম্ভব, সব গুলো answer option এ থাকে।

মানে তুমি ভুল করলেও সেই answer টা হয়তো option এ পেয়ে যাবে। একটা কথা প্রচলিত আছে, DU এর objective question তৈরি করা হয় এক মাস ধরে।

আর option গুলো তৈরি করা হয় দুই মাস ধরে 🤣। যেহেতু objective এ ভালো mark পাওয়া অনেক গুরুত্বপূর্ণ, তাই সাবধানে exam দিবে।

🔵 10. প্রশ্ন পত্র, উত্তর পত্র, প্রবেশ পত্র —- যেখানে যতো দিক নির্দেশনা দেওয়া থাকবে, সবকিছু অবশ্যই exam শুরুর আগে পড়ে নিবে।

🔵 11. Exam hall এ যতো বড় accident ই হোক না কেন, একদম tension করবে না। মাথা ঠান্ডা রাখবে। panic করলে কিন্তু exam খারাপ হওয়ার chance আছে।

অন্য দিকে situation কঠিন হলেও মাথা ঠান্ডা রাখতে পারলে, situation handle করাটা easy হয়ে যায়। অনেক student এর ভালো preparation থাকা সত্ত্বেও exam hall এর কিছু ভুলের কারণে আশানুরূপ result হয় না।

🔵 12. অন্য center এ বা অন্য রুমে 5 minutes বেশি দিয়েছে, আমাদের 5 minutes কম দিয়েছে, ওদের objective আর written একসাথে জমা নিয়েছে, আমাদের objective আগেই নিয়ে নিয়েছে— এই ধরণের কোনো অজুহাত দেওয়া যাবেনা।

সকল প্রকার situation এর জন্য ready থাকতে হবে। যেকোনো Centre এ যেকোনো কিছুই হতে পারে।

🔵 13. নিজের জায়গার আসে পাশে কোনো কাগজ বা অন্য কিছু পড়ে থাকলে সেটা exam এর আগেই teacher কে inform করবে। seat এর নিচে একটা টুকরো কাগজ পড়ে থাকায় একবার একজন কে expelled করা হয়েছিল।

অথচ তার কোনো দোষ ছিল না। ওই কাগজে কোনো 1 টা math করা ছিল। আর তার centre ছিল math department এ। তাই হয়তো ওই কাগজ টা আগে থেকেই ছিল। আর exam ছিল D unit এর।

যেখানে Math থাকেনা। so, বুঝতেই পারছ ওই student কে বিনা দোষে expelled করা হয়েছিল। so, BE CAREFUL ⚠️।

পরিশেষে বলি, একটা কথা মনে রাখবে, Admission test নেওয়া হয় student বাদ দেওয়ার জন্য, নেওয়ার জন্য নয়। DU তে পড়ার স্বপ্ন টা তোমার।

কিন্তু authority এর কাছে এটা normal একটা পরীক্ষা। সুতরাং সব দিক থেকে তোমার নিজেকেই সতর্ক থাকতে হবে।

চেষ্টা করেছি সব কিছু গুছিয়ে লিখার। DU এর original question এর ছবি দিয়েছি। আর সম্পূর্ণ sample উত্তর পত্র almost accurate edit করেছি। কয়েকবার নিজে পড়ে check করেছি।

সব মিলিয়ে কয়েক ঘন্টা সময় লেগেছে। আশা করি তোমরা উপকৃত হবে। কোনো প্রশ্ন থাকলে comment এ জানাতে পারো। in sha Allah চেষ্টা করবো answer দেওয়ার। আর আশা করি কোনো ভুল থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে।

তোমাদের সবার জন্য শুভকামনা রইলো। BEST OF LUCK 💖।

Writer: Tahia Ahsan

Bangladesh University of Textiles (BUTEX)

ঢাবি ২০২০-২১ সালের প্রশ্ন ও উত্তর লেখার অংশ:

PDF দেখতে ভিজিট করো।

1
1
2
2
3
4
4
5
5
6
6
7
7
8
8
9
9
10
10
11
11
12
12
13
13
14
14
15
15

16

16

17
17
18
18
19
19
20
20
21
21
22
22
23
23
24
24