ইন্টারন্যাশনাল কয়েকটি স্কলারশীপের আবেদনের সময়সীমা

আমাদের সকল শিক্ষার্থীর সপ্ন থাকে যে দেশের গন্ডি পেরিয়ে বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা সম্পন্ন করা।

তবে সেটার ও প্রতিবন্ধকতা কম নয় কিন্তু। অনেক সময় অনেক মেধাবী ও যোগ্য শিক্ষার্থী নিজের কপালের দোষ দেখিয়ে নিজেরে স্বান্তনা দেন। টাকার অভাব ছাড়াও তথ্যের অভাবেও বিদেশের মাটিতে আর উচ্চ শিক্ষা সম্পন্ন হয়ে ওঠা হয় না।

কিছু আন্তজার্তিক স্কলারশিপের তথ্য তুলে ধরা হলো:-

জাপান

মনবুকাগাকুশো ইউনিভার্সিটি

•রেকোমেন্ডেশন আবেদনের সময়:-

প্রতি বছর নভেম্বর থেকে জানুয়ারি।।

•মনবুকাগাকুশো-এম্বাসী রেকোমেন্ডেশন

আবেদনের সময়-প্রতি বছর মার্চ-মে।

দক্ষিণ কোরিয়া

কোরিয়ান গভঃ স্কলারশিপ

আবেদনের সময়- প্রতি বছর সেপ্টেম্বর।

চীন

•চাইনিজ গভঃ স্কলারশিপ

আবেদনের সময়- প্রতি বছর সেপ্টেম্বর

•The World Academy of Sciences
আবেদনের সময়- প্রতি বছর আগস্ট

ইউকে

•কমনওয়েলথ স্কলারশিপ
আবেদনের সময়- প্রতি বছর সেপ্টেম্বর থেকে নভেম্বর।

জার্মানি

•DAAD স্কলারশিপ
আবেদনের সময়- প্রতি বছর সেপ্টেম্বর থেকে নভেম্বর।

বেলজিয়াম

•VLIR-OUS স্কলারশিপ
আবেদনের সময়- প্রতি বছর সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি

নেদারল্যান্ডস

•NFP স্কলারশিপ

•Nuffic স্কলারশিপ
আবেদনের সময়- প্রতি বছর সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি।

ইউরোপিয়ান দেশগুলERASMUS MUNDUS scholarship
আবেদনের সময়- প্রতি বছর সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি।

সুইডেন

•Swidish Institute Studz Scholarship
আবেদনের সময়- প্রতি বছর সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি।

নরওয়ে

•Qouta scholarship
আবেদনের সময়- প্রতি বছর সেপ্টেম্বর থেকে ডিসেম্বর।

অস্ট্রেলিয়া

•IPRS scholarship
আবেদনের সময়- প্রতি বছর দুইবার- জুন-জুলাই এবং আগস্ট-সেপ্টেম্বর।

•Endevour scholarship
আবেদনের সময়- প্রতি বছর সেপ্টেম্বর থেকে ডিসেম্বর।

কানাডা

প্রতিটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কিছু স্কলারশিপ আছে।

বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে গিয়ে আবেদনের নিয়ম জেনে আবেদন করতে হবে। সময়ও দেয়া আছে।

USA

•Fulbright scholarship
আবেদনের সময়- প্রতিবছর মে-অক্টোবর।

 

নিজেকে আপডেট রাখার জন্য নিচের উল্লেখিত লিংকে অনুসন্ধান রাখতে পারেন:-Website:-https://scholarship-positions.com/