NITOR এর জন্য কিভাবে প্রস্তুতি নিবে

National Institute of traumatology and Orthopedic rehabilitation (NITOR

প্রথমেই বলবো সফলতার shortcut কোন রাস্তা নেই। এখানে যারা চান্স পায় সবাই নিজের যোগ্যতার ভিত্তিতেই চান্স পায়।

চান্স পাওয়ার জন্য যেভাবে প্রিপারেশন নেওয়া উচিত….
1. MBBS/BDS এর মতো করে প্রিপারেশন নিতে হবে। সেক্ষেত্রে মেইন বইগুলো ভালোভাবে আয়ত্ত করতে হবে।
2. বিগত সালের নিটোর ভর্তি পরীক্ষার কোশ্চেন অবশ্যই সলভ করতে হবে। কেননা প্রত্যেক বছরই বিগত সাল থেকে কোশ্চেন রিপিট হয়।

3. বিগত সালের MBBS ভর্তি পরীক্ষার কোশ্চেন ব্যাংক অবশ্যই সলভ করতে হবে(অন্ততপক্ষে লাস্ট ০৭ বছর , সম্ভব হলে BDS কোশ্চেন ব্যাংকটিও সলভ করে নিবে।
কেননা বিগত সালের MBBS ভর্তি পরীক্ষার কোশ্চেন থেকে বেশ কিছু কোশ্চেন রিপিট হয়েছে।

4. মেইন বইয়ের শেষে/অধ্যায়ের শেষে(অধ্যায়ভিত্তিক/সাল ভিত্তিক) যত ধরনের mcq আছে সবগুলো অবশ্যই সলভ্ করবে।

একাডেমিক যেই বইগুলো ফলো করতে হবে

জীব বিজ্ঞান:
* গাজী আজমল (প্রানী বিজ্ঞান)
* আবুল হাসান+ আজিবুর রহমান(উদ্ভিদ বিজ্ঞান)

রসায়ন:
* হাজারী স্যার
* কবির স্যার

পদার্থ বিজ্ঞান:
* ইসহাক স্যার
* ত্বপন স্যার

Gk :
1. বাংলাদেশ পরিচিতি / সাম্প্রতিক ঘটে যাওয়া খুঁটিনাটি বিষয়(বাংলাদেশ+ আন্তর্জাতিক) ***
2.বাংলাদেশের নদনদী(উৎপত্তি স্থল,পতনস্থল, কোনটি নদীর তীরে অবস্থিত ইত্যাদি বিস্তারিত) ****
3.বাংলাদেশের মুক্তিযুদ্ধ (বিস্তারিত)***
4 . অবশ্যই নিটোর পরিচিতি জানতে হবে***
5.খেলাধুলা(বাংলাদেশ & আন্তর্জাতিক)***
6.পুরষ্কার (নোবেল,অস্কার , একুশে পদক ইত্যাদি)***
7.প্রথম বিশ্বযুদ্ধ & দ্বিতীয় বিশ্বযুদ্ধ
8. বিভিন্ন দেশের সংস্থার নাম (সংবাদ, গোয়েন্দা, বিমান ইত্যাদি)
9. মহাদেশ পরিচিত
10. প্রনালী / সীমারেখা
11.কোন দেশ কিসের অন্তর্ভুক্ত (সার্ক , আসিয়ান ইত্যাদি)
12. কোনটির জনক কে, কোনটির আবিষ্কক কে*** (((যেমন টিকার জনক কে?
যক্ষ্মা রোগের জীবাণু আবিষ্কার করেন কে??
বংশগতির বিদ্যার জনক কে?? )))

এগুলো অবশ্যই জানতে হবে। কেননা প্রতি বছরই এই রিলেটেড 2/4টি কোশ্চেন আসেই।
সেক্ষেত্রে একাডেমি বইয়ের (জীববিজ্ঞান***, পদার্থ বিজ্ঞান,রসায়ন) সাথে সম্পৃক্ত বিষয়গুলোর সাথে মিল রেখে প্রিপারেশন নিলেই যথেষ্ট।

English:

ইংরেজিতে ভালো করার জন্য যে টপিকসগুলো অবশ্যই পড়তে হবে 💯💯
1. Sentence Correction***
2. Translation / proverbs***
3. Appropriate preposition***
4. Group verbs ***
5. Vocabulary (synonyms/antonyms)**
6. parts of speech
7. Transformation***

এই টপিকসগুলো থেকে অন্ততপক্ষে 4/5 টি কোশ্চেন প্রত্যেক বছরই আসে।
এর বাহিরে অন্যান্য টপিকসগুলো একনজর দেখে নিবে।

পরিশেষে একটি কথাই বলতে চাই….👇

CREATE YOUR IDENTITY IN A WORLD OF MEDICAL UNIFORMS

তোমার সাদা এপ্রোন গায়ে জড়ানোর স্বপ্ন পূরনে নিটোর হোক আরেকটি নতুন সম্ভাবনার দ্বার।
ইনশাআল্লাহ্ দেখা হবে নিটোর ক্যাম্পাসে

শুভ কামনায়
Md Mahiuddin Sarkar
24th batch
NITOR