BPT বা ফিজিওথেরাপি নিয়ে কিছু প্রশ্ন ও উত্তর

National Institute of traumatology and Orthopedic rehabilitation (NITOR

প্রশ্নঃ BPT কি?

উত্তরঃ BPT এর ফুল ফ্রম হল Bachelor of Physiotherapy.
বিপিটি সাবজেক্ট পড়ানো হয় NITOR এ । এটি একটি পাঁচ বছর মেয়াদি কোর্স।BPT হল MBBS & BDS এর মতই আরেকটি মেডিকেল কোর্স।

Comparision Between MBS, BDS, BPT
Comparision Between MBS, BDS, BPT

বাত, ব্যথা, প্যারালাইসিস, স্পোর্টস ইঞ্জুরি, প্রতিবন্ধীতা, অটিজম, প্যারালাইসসিস, কার্ডিওপালমোনারি কন্ডিশন, সার্জিক্যাল কন্ডিশন, পেগনেন্সী ব্যাকপেইন, ইত্যাদি আরো অনেক রোগের ডায়াগনোসিস করা, চিকিৎসা করা এবং রিহ্যাবিলিটেশন করে থাকেন একজন বিপিটি বা ব্যাচেলর অফ ফিজিওথেরাপি চিকিৎসক।

MBBS & BDS কোর্সের সার্টিফিকেট যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ফ্যাকাল্টি থেকে দেওয়া হয়, ঠিক তেমনি বিপিটি বা ব্যাচেলর অফ ফিজিওথেরাপি কোর্সের সার্টিফিকেটও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ফ্যাকাল্টি থেকে দেওয়া হয়।

ফিজিও (শারীরিক) এবং থেরাপি (চিকিৎসা) শব্দ দুটি মিলে ফিজিওথেরাপি বা শারিরীক চিকিৎসার সৃস্টি। প্রত্যেক ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ই হচ্ছেন শারীরিক চিকিৎসক বা ডাক্তার। ফিজিওথেরাপি আধুনিক চিকিৎসা বিজ্ঞানের এক অন্যতম এবং অপরিহার্য অত্যাধুনিক স্বতন্ত্র শাখা।

একজন ফিজিওথেরাপি চিকিৎসক রোগীকে অবজারভেশন করেন,শারীরিক পরীক্ষার মাধ্যমে বিভিন্ন স্বাস্থ্য সমস্যা নির্ণয়, ইনভেস্টিগেশন সহকারে চিকিৎসা পরিকল্পনা তৈরি করেন এবং সে অনুযায়ী পরিপূর্ন চিকিৎসা সেবা প্রদান করে থাকেন। ফিজিওথেরাপিস্ট স্বাধীন ভাবে প্র্যাকটিস করতে পারেন।

প্রশ্নঃ NITOR কি ?

উত্তরঃ NITOR এর ফুল ফ্রম হলো National Institute of traumatology and Orthopedic rehabilitation (NITOR) বাংলাতেঃ জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান।

পুরাতন নামঃ Rehabilitation Institute and Hospital for the Disabled (RIHD) অনেকের কাছে এটি পঙ্গু হাসপাতাল নামেও পরিচিত। প্রতিষ্ঠানটি ঢাকার আগারগাঁও এ অবস্থিত।
গুগল Map Location: https://goo.gl/maps/gfCgP8L4H1r

প্রশ্নঃ এইটা কি সরকারি প্রতিষ্ঠান ? সিট সংখ্যা কত ?

উত্তরঃ নিটোর হলো সরকারি প্রতিষ্ঠান। সিট সংখ্যাঃ ৪০টি। মুক্তিযুদ্ধা সন্তানদের জন্য ০২ টি আসন এবং উপজাতিদের জন্য ০১ টি আসন সংরক্ষিত।

প্রশ্নঃ চাকরি ক্ষেত্র কেমন ? পাশ করার পর ভবিষ্যৎ কেমন ? ইনকাম কেমন ?

উত্তরঃ ফিজিওথেরাপি চাকুরী ক্ষেত্র বিস্তৃত। বিপিটি পাস করার পর, বিপিটি দিয়ে প্রাটভেট হসপিটাল বা প্রাটভেট সেন্টারে, ক্লিনিকে ইজিলি জব করতে পারা যায়। নিজে চেম্বার দেওয়া যাবে।

বিভিন্ন এনজিওতে রিহ্যাবিলিটেশন অফিসার হিসেবে ভাল মানের স্যালারিতে (চল্লিশ হাজারের উপরে) জব করতে পারবেন।
বিভিন্ন অটিজম সেন্টারে জব আছে।

রিসার্চ এ নিজেকে নিয়োজিত করতে পারবেন। রিসার্চ এ অনেক ডিমান্ড। ভাল ইনকামও হয়। পি এইচ ডি করা যাবে।

তারপর ফিজিও হিসেবে বিভিন্ন স্পোর্টস টিমে জব আছে অনেক। যা খুব ডিমান্ডেবল। তাছাড়া সরকারি হাসপাতালে ৯ম এবং ১০ম গ্রেডের জবের প্রস্তাবনা হয়েছে।

বিপিটি পাস করার পর বসে থাকতে হবে না। কোথাও না কোথাও আপনার জব নিশ্চিত হয়ে যাবে। ইনকাম মাশাআল্লাহ ভালো। নতুন অবস্থায় পচিশ হাজার টাকার উপরে মাসিক বেতন শুরু হয়। ধীরে ধীরে তা ক্রমশ বাড়তে বাড়তে মোটামুটি চল্লিশের উপরেও মাসিক বেতন হয়ে থাকে।

তাছাড়া অনেক ফিজিওথেরাপি চিকিৎসক বিভিন্ন হাসপাতাল বা ক্লিনিকে পার্সেন্টেজে রোগী দেখে থাকেন। যত বেশি রোগী তত বেশি ইনকাম। সেক্ষেত্রে মাস শেষে বেশ ভাল মানের ইনকাম হয়ে থাকে।

আশেপাশে প্রাইভেট হসপিটাল গুলোতে তাকালেই ফিজিওথেরাপি ইউনিট এর বোর্ড দেখতে পাবেন।

এখন ফিজিওথেরাপি চিকিৎসকের ভালোই ডিমান্ড। বিশেষকরে মেয়েদের আরও বেশি ডিমান্ড।

এসব চাকুরী ভালো না লাগলে বিপিটি দিয়ে ভিন্ম চাকুরী করতেও কোনো বাধা নেই। যদি এইগুলো ভালো না লাগে, আই মিন ফিজিওথেরাপি প্রাক্টিস করতে না চায় কেউ, তাহলে বিপিটি সার্টিফিকেট দিয়ে, একজন সাধারণ অনার্স পাসকৃত শিক্ষার্থীর মতন সাধারণ বি সি এস, অন্য যেকোনো গভমেন্ট জব, বিভিন্ন সরকারি মন্ত্রণালয়ের জব, শিক্ষকতা, ব্যাংক জবে এপ্লাই করা যাবে।

প্রশ্নঃ কোন কোন রোগের ক্ষেত্রে ফিজিওথেরাপি চিকিৎসক প্রয়োজন ?

উত্তরঃ যে সব ক্ষেত্রে ফিজিওথেরাপি চিকিৎসা অত্যাবশ্যকঃ বাত-ব্যথা, কোমড় ব্যথা, ঘাড় ব্যথা, হাঁটু অথবা গোড়ালীর ব্যথা, আঘাত জনিত ব্যথা, হাড় ক্ষয় জনিত রোগ, জয়েন্ট শক্ত হয়ে যাওয়া, স্ট্রোক, প্যারালাইসিস, মুখ বেঁকে যাওয়া বা ফেসিয়াল পালসি, অর্থোপেডিক রোগ, বিভিন্ন ধরনের অপারেশন পরবর্তী সমস্যায়, আইসিইউ (ওটি) তে অবস্থানকারী রোগীর জন্য, পা বাঁকা (ক্লাবফিট), গাইনোকলজিক্যাল চিকিৎসা বা গর্ভকালীন সমস্যা, সেরিব্রাল পলসি (প্রতিবন্ধী শিশু), বার্ধক্যজনিত সমস্যা, শ্বাসপ্রশ্বাসজনিত রোগ(সিওপিডি, নিউমোনিয়া,এজমা,ব্রংকিয়েকটেসিস ইত্যাদি), কার্ডিও পালমোনারি রিহেবিলিটেশন, হার্ট জনিত রোগ (অ্যানজাইনা, হার্ট ফেইলর, মায়োকার্ডিয়াল ইনফার্কশন, কার্ডিয়াক এরিথমিয়া, কনজেনিটাল হার্ট ডিজিজ), সি পি আর, নিউরোলজিক্যাল রোগ (স্পাইনাল কর্ড ইনজুরি, সেরেবেলার অ্যাটাকশিয়া, গুয়লিয়ান বারি সিনড্রোম, পারকিনসন), শিশুরোগ (একিউট ফ্লাসিড প্যারালাইসিস, প্যারালাইটিক পোলিও, মেনিনজাইটিস, ডোশিনি মাসকুলার ডিসট্রফি, জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থাইটিস, ফেবরিল কনভালশন, রিকেটস, ডাউন সিনড্রোম), পেডিয়াট্রিক ডিসেবিলিটি, ফিজিওথেরাপি ইন সার্জিক্যাল কন্ডিশন, ফিজিওথেরাপি ইন থোরাসিক সার্জারি, রিহেবিলিটেশন বা পুনর্বাসন ইত্যাদি চিকিৎসার ক্ষেত্রে ফিজিওথেরাপি ডাক্তারের ভূমিকা অপরিসীম।

প্রশ্নঃ বিপিটি ভালো হবে নাকি অন্য কোন সাবজেক্টে অনার্স ভালো হবে ?

উত্তরঃ প্রথমত সিধান্ত আপনার। তবে বিপিটি যেহেতু প্রফেশনাল সাবজেক্ট তাই প্রফেশনাল সাবজেক্ট বেছে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। সাধারণ অনার্স সাবজেক্টের সার্টিফিকেট দিয়ে যেখানে যেখানে জব করতে পারবেন, ঠিক তেমনি বিপিটি সার্টিফিকেট দিয়েও সেখানে সেখানে জব করতে পারবেন তার সাথে প্রফেশনাল প্র্যাকটিস তো আছে।

মাথায় রাখবেন, সাধারণ অনার্স দিয়ে কিন্তু প্রফেশনাল প্র্যাকটিস করা যাবে না বাট বিপিটি দিয়ে আপনি প্র্যাকটিস প্লাস অন্য জবও করা যাবে।

প্রশ্নঃ পড়াশুনাতে আনুমানিক খরচ কিরকম ? একাডেমিক ফি কিরকম ?

উত্তরঃ যেহেতু সরকারি প্রতিষ্ঠান তাই তেমন একটা খরচ লাগে না। শুধুমাত্র ভর্তির সময় ভর্তি ফি এবং চারটা প্রফেশনাল পরীক্ষার এক্সাম ফি দিতে হয়। তো সব মিলিয়ে ০৫ বছরে টোটাল খরচ আনুমানিক নব্বই হাজার টাকার মতন। খরচ কিছুটা কম বেশিও হতে পারে।

প্রশ্নঃ বিপিটি পড়ে কি বিসিএস দেওয়া যায় ?

উত্তরঃ হ্যা, দেওয়া যায়। যেহেতু এটি একটি ৫ বছর মেয়াদী পেশাগত কোর্স। বিসিএস সার্কুলার অনুযায়ী ৪ বছর মেয়াদী স্নাতক কোর্স শেষে বিসিএস দেওয়া যায়। বর্তমানে বিপিটি কোর্স থেকে পাসকৃত অনেকেই বিসিএস ক্যাডার হিসেবে কর্মরত।

প্রশ্নঃ বিপিটি কি মেডিকেল কোর্স নাকি প্যারামেডিকেল বা ডিপ্লোমা সাবজেক্ট ?

উত্তরঃ বিপিটি একটি মেডিকেল সাবজেক্ট। বিপিটি কোন প্যারামেডিকেল বা ডিপ্লোমা সাবজেক্ট না। ব্যাচেলর অফ ফিজিওথেরাপি বা বিপিটি কোর্সটি ০৫ বছর মেয়াদি কোর্স। বিপিটি কোর্সটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ফ্যাকাল্টির অন্তর্ভুক্ত।

জানা প্রয়োজন যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ফ্যাকাল্টির অধীনে কিন্তু এমবিবিএস,বিডিএস কোর্সগুলোও পরিচালিত হয়ে থাকে। তাই বিপিটি বা ফিজিওথেরাপি স্টুডেন্টরা অবশ্যই মেডিকেল স্টুডেন্ট। আর এ ও জানা দরকার যে, কোন প্যারামেডিক্যাল বা ডিপ্লোমা সাবজেক্ট কখনো কোন ভার্সিটি কর্তৃক পরিচালিত হয় না।

প্রশ্নঃ কঙ্কাল কিনতে হয় ? স্টেথোস্কোপ ব্যবহার করা যায়? এপ্রোন পড়তে হয়?

উত্তরঃ হ্যা। ফার্স্ট ইয়ারে কঙ্কাল ও স্টেথোস্কোপ কিনতে হয়।এপ্রোন মাস্টবি লাগে।

প্রশ্নঃ ডাঃ লিখা যাবে কি না ???

উত্তরঃ অবশ্যই লেখা যাবে। হাইকোর্টের রুলস আছে। তবে এইক্ষেত্রে BMDC এর ১০ নং এক্ট প্রযোজ্য নয়। কারন আমরা নাম এর পাশে MBBS বা BDS ব্যবহার করছি না। আমরা নামের পাশে BPT ব্যবহার করছি। যদি কেউ এমবিবিএস বা বিডিএস পাস না করে, নামের পাশে এমবিবিএস বা বিডিএস ব্যবহার করে, তাহলে সে ক্ষেত্রে বিএমডিসির ১০ নং এক্ট অনুযায়ী তাকে ভুয়া ডাক্তার বলা যাবে।

আর বিপিটি পাশকৃত গ্র্যাজুয়েটরা নামের আগে ডাক্তার এবং পাশে বিপিটি ডিগ্রী ব্যবহার করে। তারা কোনো এমবিবিএস বা বিডিএস ডিগ্রী ব্যবহার করছেন না এবং হাইকোর্টের রুল অনুযায়ী, বিপিটি ডিগ্রিধারী নামের পূর্বে ডাক্তার ব্যবহার করতে পারবে।

যদি বিপিটি পাশ করার পর বিপিটি ডিগ্রী ব্যবহার না করে এমবিবিএস বা বিডিএস ব্যবহার করতো তাহলে সে ক্ষেত্রে বিএমডিসির ১০ নং এক্ট প্রযোজ্য হত। যেহেতু বিপিটি ডিগ্রী ব্যবহার করে নামের পূর্বে ডাক্তার লিখছেন সেহেতু হাইকোর্টের রায় অনুযায়ী বিপিটি ডিগ্রিধারীদের ভুয়া ডাক্তার বলা যাবে না।

যদি এমনটা কেউ বলেন তাহলে তিনি আদালতের অবমাননা করছেন। আসুন আমরা সত্য জানি এবং সবাইকে সত্যিটা জানাতে সাহায্য করি।

প্রশ্নঃ ভর্তির যোগ্যতা কি ? ভর্তি পরীক্ষার মার্ক কি রকম ?

উত্তরঃ HSC+SSC তে উভয় মিলে ০৮ পয়েন্ট থাকতে হবে। HSC & SSC তে আলাদা ভাবে কমপক্ষে ৩.৫০ পয়েন্ট থাকতে হবে প্রার্থীকে অবশ্যই বিজ্ঞান বিভাগের হতে হবে। SSC রেজাল্ট এর সাথে ০৮ গুন & HSC এর রেজাল্ট এর সাথে ১২ গুন করতে হবে।

SSC & HSC রেজাল্ট অপসনাল সাবজেক্ট সহ গণনা করা হয়। রেজাল্ট এর উপর ১০০ মার্কস। আর MCQ ১০০ মার্কস।

জীববিজ্ঞান-৩০, রসায়ন-৩০, পদার্থ -৩০, ইংরেজি ও সাধারণ জ্ঞান-১০। সাধারণত জ্ঞান বিষয়াবলিঃ বাংলাদেশ, মুক্তিযুদ্ধ, খেলাধূলা, আন্তর্জাতিক বিশ্ব, মহাদেশ ইত্যাদি

প্রশ্নঃ সেকেন্ড টাইম আছে কি ? সেকেন্ড টাইমে নাম্বার কাটা যায় কিনা ?

উত্তরঃ সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়া যায়। সেকেন্ড টাইমে নাম্বার কাটা যায় না।

প্রশ্নঃ প্রতি বছর আনুমানিক কত জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়ে থাকে

উত্তরঃ বিগত বছর গুলোতে ২৪০০ থেকে ২৫০০ জনের মত পরীক্ষা দিয়েছিল।

প্রশ্নঃ নেগেটিভ মার্কিং আছে কিনা?

উত্তরঃ হ্যা, নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫

প্রশ্নঃ যারা যারা এপ্লাই করে তারা সকলেই কি পরীক্ষা দিতে পারে? কোন বাছাই কি করা হয়?

উত্তরঃ যারা যারা এপ্লাই করে তারা সকলেই পরীক্ষা দিতে পারে। কোন বাছাই করা হয় না।

প্রশ্নঃ কত নাম্বার পেলে চান্স হতে পারে?

উত্তরঃ কত নাম্বার পেয়ে চান্স পাওয়া যায় তা সঠিক ভাবে বলা যায় না, কারণ প্রতিবার সেইম নাম্বারে চান্স হয় না। গতবছরে ১৭৫ এর উপরে যাদের নাম্বার ছিল তারা চান্স পেয়েছে। তার আগের বছরে ১৬৫ এর উপরে যাদের নাম্বার ছিলো তাদের চান্স হয়েছে।

তো এটা থেকে ধারণা করা যায় ১৭০/১৮০ এর উপরে পেলে চান্স হতে পারে। কিন্তু যদি কোশ্চেন সহজ হয় তাহলে সবাই অনেক নাম্বার তুলবে। তো সেই ক্ষেত্রে আপনাকে বেশি নাম্বার পেয়ে চান্স পেতে হবে। কত নাম্বারে চান্স হবে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে প্রশ্নের মানের উপর।

প্রশ্নঃ ওয়েটিং থেকে কতজন চান্স পায়?

উত্তরঃ মেইন লিস্ট এ কতটি সিট খালি আছে সেটার উপর ডিপেন্ড করে ওয়েটিং লিস্ট থেকে শিক্ষার্থীদের নেওয়া হয়। ধরুন, মেইন লিস্টে ০৭ থেকে ০৮ টা সিট খালি আছে তাহলে ওয়েটিং থেকে ১০ জনের মত ডাকা হয়, তারপরে যারা যারা ভর্তি হতে ইচ্ছুক তাদেরকে ভর্তি নেওয়া হয়।

যদি মেইন লিস্টে আরো কম সিট খালি থাকে, তাহলে কম শিক্ষার্থীদের ডাকা হয়।

প্রশ্নঃ জিপিএ কম আছে পরীক্ষা দেওয়া কি ঠিক হবে?

উত্তরঃ জিপিএ কম থাকলে আপনাকে এমসিকিউ পরীক্ষাতে বেশি মার্কস তুলতে হবে। আপনার যত মার্কস কম আছে সেই মার্কস এমসিকিউতে তুললে আপনি নিশ্চিত চান্স পাবেন। কম জিপিএ নিয়েও গত কয়েকটি বছরে চান্স পাওয়া গেছে।

প্রশ্নঃ ক্লাস কোথায় হয়?

উত্তরঃ ক্লাস নিটোরেই হয়ে থাকে।

প্রশ্নঃ ইন্টার্ন ভাতা দেওয়া হয় কিনা?

উত্তরঃ স্বাস্থ্য মন্ত্রণালয় বরাবর ইন্টার্ন ভাতার জন্য আবেদন করা হয়েছে। খুব শীঘ্রই ইন্টার্ন ভাতা প্রদান করা হবে তবে কি পরিমাণ ইন্টার্ন ভাতা প্রদান করা হবে সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত আসেনি।

প্রশ্নঃ ইন্টার্ন করতে কি টাকা দিয়ে করতে হয় কিনা?

উত্তরঃ ইন্টার্ন করতে কোন প্রকার অর্থ দিতে হয়না।

প্রশ্নঃ কোথায় ইন্টার্ন করতে হয়?

উত্তরঃ ০৬ মাস ইন্টার্নি নিটোরেই করতে হয় আর বাকি ০৬ মাস অন্য সরকারি হাসপাতালে করতে হয়। কারন নিটোর হলো অর্থোপেডিক হাসপাতাল তো এখানে অর্থোপেডিক কন্ডিশনের উপর বেশি পেসেন্ট পাওয়া যায়।

ফিজিওথেরাপি রিলেটেড অন্যান্য কন্ডিশনের তেমন পেসেন্ট পাওয়া যায়না। তাই অন্যান্য কন্ডিশনের পেশেন্ট পাওয়ার জন্য এবং অধিক জানার জন্য অন্য সরকারি হাসপাতালে ইন্টার্নি করতে হয়। আর ইন্টার্নি নিটোর থেকেই ব্যবস্থা করে দেওয়া হয়।

প্রশ্নঃ ভর্তি পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হয়?

উত্তরঃ ভর্তি পরীক্ষার স্থান- বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমী (সাবেক আগারগাও তালতলা সরকারী কলোনী স্কুল এন্ড মহিলা কলেজ), আগারগাঁও শেরে-বাংলা নগর, ঢাকা।
Google map location: https://maps.google.com/?cid=15055985853683366367

প্রশ্নঃ থেরাপি মানে কি ?

উত্তরঃ থেরাপি (Therapy) এর বাংলা মানে হল চিকিৎসা। Therapy শব্দ ব্যবহারে আমাদের মধ্যে কনফিউশন তৈরী হয় যে আপনি কোন থেরাপি বা চিকিৎসার কথা বুঝাতে চাচ্ছেন।

চিকিৎসা বিজ্ঞানে অনেক ধরনের থেরাপি আছে যেমন- ফিজিওথেরাপি, রেডিওথেরাপি, ক্যামোথেরাপি, ফার্মাকোথেরাপি, অকোপেশনালথেরাপি, স্পিচথেরাপি ইত্যাদি। দয়া করে, থেরাপি শব্দটি ব্যবহার না করার অনুরোধ রইলো ফিজিওথেরাপি এই শব্দটি ব্যবহার করার অনুরোধ রইলো।

প্রশ্নঃ বিপিটিতে কোন কোন সাবজেক্ট পড়তে হয়? এক্সাম কিরকম?

উত্তরঃ BPT তে MBBS & BDS দের মতন এনাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি,প্যাথলজি, মেডিসিন, মাইক্রোবায়োলজি, ফার্মাকোলজি, কমিউনিটি মেডিসিন ইত্যাদি আরো অনেক সাবজেক্ট পড়তে হয়। বিপিটিতে মোট ৪৫ টি সাবজেক্ট রয়েছে। প্রতিটি সাবজেক্ট এর জন্য আইটেম, প্রফ রিটেন, ভাইভা এক্সাম হয়ে থাকে।

১ম বর্ষে– Anatomy 1st paper, Physiology 1st paper, Biochemistry, Kinesiology, Community medicine, Electrotherapy, Therapeutic exercise 1st paper, Psychology

২য় বর্ষে– Anatomy 2nd paper, Physiology 2nd paper, Pathology & Microbiology 1st paper, Biomechanics, Radiology & Imaging, Orthopedics and Rheumatology, Therapeutic exercise 2nd paper, Electrotherapy & Hydrotherapy 2nd paper, Pediatrics, Physiotherapy in Orthopedics, Clinical practice in Orthopedic, Clinical practice in Spinal cord injury

৩য় বর্ষে– Pathology & Microbiology 2nd paper, Pharmacology 1st paper, Neurology, Cardiopulmonary, General Surgery, Research Methodology, Physiotherapy in Surgical condition, Physiotherapy in cardiopulmonary, Physiotherapy in Neurology and pediatric, Orthopedic medicine 1st paper, Clinical practice in cardiopulmonary, Clinical practice in neurology

৪র্থ বর্ষে– Pharmacology 2nd paper, Geriatric, Psychiatry, Sports Physiotherapy, Orthopedic medicine 2nd paper, Professional ethics and management, Rehabilitation Medicine 2nd paper, Prosthetics & Orthotics, Research Project, Teaching Methodology, Clinical practice in Pediatrics, Clinical practice in elective, Clinical practice in musculoskeletal

প্রশ্নঃ সাধারন লোক এটাকে ব্যায়াম মনে করে এটা কি ঠিক?

উত্তরঃ ভাবুনতো এতগুলো সাবজেক্ট পড়ে তারপরেও কিভাবে শুধু ব্যায়াম হতে পারে। আশা করি আপনারাই উত্তর টা পেয়ে যাবেন। ব্যায়াম ভাবা মোটেই ঠিক নয়। কারণ থেরাপিউটিক মুভমেন্ট কে কখনই ব্যায়াম বলা চলে না। সাধারন লোক যা দেখে তা না যাচাই করে বলতে অভ্যস্ত।

একজন ফিজিসিয়ান যেমন রোগ নির্ণয় করতে পারেন তেমনি একজন ফিজিওথেরাপিস্ট রোগ নির্নয় করে তার চিকিৎসা করে থাকেন থেরাপিউটিক এক্সাসারসাইজের মাধ্যমে। যদি দরকার হয় তাহলে ফিজিওথেরাপিস্ট ওষুধও প্রেসক্রাইব করতে পারেন। তাই ফিজিওথেরাপিকে কখনোই শুধু ব্যায়াম মনে করা যাবে না।

According to World Health Organisation (WHO)
Occupation group: Physiotherapists (ISCO code-2264)

যথাযথ বর্ণনাঃ ফিজিওথেরাপিস্টরা রোগ নির্ণয়, চিকিৎসা পরিকল্পনা এবং পুনর্বাসন প্রোগ্রাম বাস্তবায়ন করেন, যার ফলে একজন রোগির মোটর ফাংশন, চলাচল ক্ষমতার উন্নতি বা পুনরুদ্ধার হয়, ব্যথা থেকে মুক্তি পায় এবং শারীরিক চ্যালেঞ্জ যেমন- আঘাত , বিভিন্ন রোগ এবং অন্যান্য প্রতিবন্ধকতার চিকিত্সা বা প্রতিরোধ করে থাকে।

তারা বিভিন্ন মাত্রিক ফিজিক্যাল থেরাপি এবং কৌশল ব্যবহার করে থাকেন যেমন- থেরাপিউটিক এক্সারসাইজ, আল্ট্রাসাউন্ড, হিটিং, লেজার সহ প্রভৃতি। তারা বিকাশ সাধন এবং স্ক্রিনিং এর জন্য প্রোগ্রাম বাস্তবায়ন এবং সাধারণ শারীরিক অসুস্থতা এবং রোগ ব্যাধি প্রতিরোধ করতে পারেন।

Definition: Physiotherapists assess, plan and implement rehabilitative programs that improve or restore human motor functions, maximize movement ability, relieve pain syndromes, and treat or prevent physical challenges associated with injuries, diseases, and other impairments.

They apply a broad range of physical therapies and techniques such as movement, ultrasound, heating, laser and other techniques. They may develop and implement programmes for screening and prevention of common physical ailments and disorders

প্রশ্নঃ এর প্রতিকার কি??

উত্তরঃ প্রথম প্রতিকার আপনাকে সেটা বুঝিয়ে বলতে হবে যে মাদক এর গুলাও ড্রাগ, ডাঃ লিখে তাও ড্রাগ, দুই ড্রাগ এক নয়। ২য় প্রতিকার হলো এ বিষয়ে সরকারী আইন পাস হয়েছে ২০১৮ সালে। শীগ্রই তা কার্যকর হলে অবস্হার উন্নতি হবে।

সর্বোপরি কথা নতুন জিনিস লোকে মানতে চায় না,পজিটিবলি নিতে চায় না। জেমস ওয়াটসন যখন বাষ্পীয় engine আবিষ্কার করলেন তখন ঐ দিয়া জাহাজ চালানো দেখতে টেমস নদীতে সকলকে দাওয়াত করলেন। লোকেরা বললো এ জাহাজ কখনো চলবে না।

জাহাজ চলা শুরু করলে তারাই চিতকার দিয়ে বলতে লাগলো এ জাহাজ কখনো থামবে না। সুতরাং হতাশাবাদীদের কথায় বিভ্রান্ত হলে জেমস ওয়াটসন হওয়া হবে না। ফিজিওথেরাপি মহান পেশা। আমরা একটি মহান জাতি।

প্রশ্নঃ অনেককে দেখি ফিজিওথেরাপিকে অসম্মান করে এর কারণ কি?

উত্তরঃ পৃথিবীর চিরায়ত নিয়ম একে অন্য থেকে সুপিরিয়র ভাবা। নোয়াখালী মেডিকেলের ছেলেদের ঢাকা মেডিকেলের ছেলেরা পাত্তা দেয় না, নোয়াখালী আবার কক্সবাজারকে দেয়না, অথচ সবাই ডাঃ। সুতরাং এ রেষারেসি থাকবে। তার চেয়ে বড় কথা ফিজিওথেরাপিস্টদের কারণে যখন তাদের রোগী অর্ধেক কমে যায় তখন একটু রাগ তো থাকবে বৈকি।

প্রশ্নঃ বিপিটি পড়ার পর কি অর্থোপেডিক কোর্স করা যাবে ?

উত্তরঃ NITOR মেইনলি হলো একটি অর্থোপেডিক প্রতিষ্ঠান। অর্থোপেডিক কোর্সটি সাধারণত যারা এমবিবিএস পাশ করে তারা করতে পারে। আর বিপিটি কোর্সটি করতে পারেন এসএসসি ও এইচএসসি পাশকৃত বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তাই বিপিটি & অর্থোপেডিক কোর্সটি গুলিয়ে ফেলবেন না।

প্রশ্নঃ মেডিসিন প্র্যাকটিস করা যাবে ? স্পেশালিস্ট বলা যাবে ?

উত্তরঃ যেহেতু ০২ বছর ফার্মাকোলজি পড়া লাগে তাই আপনি মেডিসিন প্র্যাকটিস করতে পারবেন। তবে আপনাকে মেডিসিন স্পেশালিস্ট বলা হবে না। আপনাকে বাত, ব্যথা, প্যারালাইসিস, স্পোর্টস ইনজুরি ও রিহেবিলিটেশন এর ফিজিওথেরাপি চিকিৎসক বলা হবে বা ফিজিওথেরাপি স্পেশালিস্ট বলা হবে।

প্রশ্নঃ নিটোরে চান্স পেতে কীভাবে প্রস্তুতি নিবো ?

উত্তরঃ তা জানতে ক্লিক করুন নিচের লিংকে
NITOR এর জন্য কিভাবে প্রস্তুতি নিবে

নিটোররে ফিজিওথেরাপি ভর্তিচ্ছু শিক্ষার্থী ও ফিজিওথেরাপি সম্পর্কে জানতে নিচের ভিডিওগুলো ও পোস্ট গুলো ভালোভাবে দেখো।

ফিজিও থেরাপি কি ও এর গুরুত্ব ?
ডা: শফিউল্লাহ প্রধান, বিপিটি‌, নিটোর‌
https://youtu.be/GzaFxGO7aiA
https://youtu.be/DVg3ZxHzrbc

ফিজিওথেরাপি চিকিৎসা সম্পর্কে ধারনা:
প্রফেসর আলতাফ হোসেন সরকার, বিপিটি‌, নিটোর‌
https://youtu.be/Ge57ICfwNAQ

ফিজিওথেরাপি ক্যারিয়ার:
ডা: ফরিদ‌ উদ্দিন, বিপিটি‌ ,নিটোর
https://youtu.be/0qG69uNwA7U

ফিজিওথেরাপি চিকিৎসা এর নমুনা‌
ডা‌. দেলোয়ার হোসেন, বিপিটি‌ নিটোর‌
https://youtube.com/channel/UCJkGq_sNmbSLPz9zeX5nnqw

ফিজিওথেরাপিতে এনাটমি সাবজেক্টে যে সমস্ত কঙ্কাল পড়তে হয় এবং কিভাবে পড়তে হয় তার ধারণাঃ
পার্থ কুমার সরকার, বিপিটি, নিটোর
https://youtube.com/playlist?list=PLoMM6M7jRBIg1MDZM8mw1yMoGH07XRwEJ

ফিজিওথেরাপির গুরত্ব:
ডা‌. এস চক্রবর্তী, বিপিটি,ডিউ
https://youtu.be/4BLkoJZnHaY

ফিজিওথেরাপি সফলতার গল্প:
ডা‌. জাকির উদ্দিন ,বিপিটি‌, নিটোর
https://www.facebook.com/163407902124988/posts/174805807651864/

Physiotherapy Admission Test Apply Link: nitorbd.bigmsoft.com/apply

website- www.nitorbd.org