Bangladesh Health Professions Institute ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২২

bhpi

Bangladesh Health Professions Institute, BHPI

আবেদন যোগ্যতা : SSC 18/19 & HSC 20/21
জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান সহ SSC & HSC তে 8.00 লাগবে আলাদাভাবে 3.50 থাকতে হবে

মার্ক :
(SSC GPA × 40 %) + (HSC GPA× 60 %)= 100
MCQ (P- 25, C-25, P- 25, E – 15, GK – 10) = 100
Total : 200 Mark
আসন সংখ্যা : ১৬০ জন

মেডিকেল প্রিপারেশন এনাফ

নেগেটিভ মার্ক নেই এবং সেকেন্ড টাইমারেরে কোনো মার্ক কাটে না।

আবেদন সময়কাল : ৯ জুন – ১৮ আগস্ট

FEE : 1000 (ROCKET PAYMENT)

পরীক্ষা : ২৩ আগস্ট, সকাল ১০-১১

কেন্দ্র : BHPI, CRP, Savar

CRP IS NOT A PRIVATE INSTITUTE.

প্রাইভেট ইন্সটিটিউট/ভার্সিটিগুলো ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান হয়ে থাকে..

বিএইচপিআই হলো সি.আর.পি এর একটি একাডেমিক অংশ যা টি.আর.পি(ট্রাস্টি বোর্ড অব সি.আর.পি) এর অধীনে চলে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এর স্নাতক ও স্নাতকোত্তোর সার্টিফিকেট প্রদান করে থাকেন।।

আর বি.এইচ.পি.আই এর শিক্ষা কার্যক্রম চলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ফ্যাকাল্টির অধীনে।

এরূপ প্রতিষ্ঠানগুলোকে বলা হয় পিপিপি
(পাব্লিক প্রাইভেট পার্টনারশিপ) প্রতিষ্ঠান।

অনেকের কয়েকটি কমন প্রশ্নের উত্তর:

🧏CRP কি বা BHPI কি?
🧏এটি প্রাইভেট নাকি পাবলিক?
🧏এখানে কোন কোন বিভাগ রয়েছে?
🧏 ফিজিওথেরাপি কি বা ফিজিওথেরাপিস্ট কারা?
🧏 পরিক্ষায় অংশগ্রহণের যোগ্যতা কি?
🧏এখানে পড়লে কি ডাক্তার হওয়া যায়?
🧏এখানে কোর্সগুলো কতো দিনের?
🧏বিপিটি কি মেডিকেল কোর্স নাকি প্যারামেডিকেল বা ডিপ্লোমা সাবজেক্ট?
🧏এখানে কি কি বিষয়ে পড়ানো হয় বা মেডিকেলের সাবজেক্ট গুলো এখানে আছে কি?
🧏পরিক্ষার প্রশ্নপত্র কেমন হয় বা প্রশ্ন কি খুব কঠিন হয়?
🧏ভর্তি পরিক্ষার প্রিপারেশন নেওয়ার জন্য বিগত বছরের প্রশ্নগুলো পাওয়া যায় কি?
🧏পরিক্ষায় কি কোনো নেগেটিভ মার্কিং রয়েছে?
🧏এখানে পড়তে কেমন খরচ হয়ে থাকে?
🧏সেকেন্ড টাইমাররা কি এখানে পরিক্ষা দিতে পারবে?
🧏এখানের বিএসসি(ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি,স্পিচ এন্ড লেঙ্গুয়েজ থেরাপি) কোর্সগুলোতে ভর্তি হতে হলে কিসের ফর্ম তুলতে হবে BHPI নাকি CRP এর?

🧏চাকুরীর ক্ষেত্র কেমন আছে?
🧏এখানে পড়ে কি বিসিএস দেওয়া যায়?
🧏বিপিটি ভালো হবে নাকি অন্য কোন সাবজেক্টে অনার্স ভালো হবে?
🧏ফিজিওথেরাপি পেশাজীবীদের জন্য বা এই পেশাগুলো সঠিকভাবে নিয়ন্ত্রণে কোনো কাউন্সিল আছে কি?

✅CRP হলো রিহেবিলিটেশন সেবাদানকারী একটি বিষেশায়িত হাসপাতাল। আর BHPI এর এডুকেশনাল ইন্সটিটিউট। যেটি ঢাবি এর মেডিসিন ফেকাল্টি থেকে রান করা হয়। আর BPT মানে হলো বিএসসি ইন ফিজিওথেরাপি।

BHPI- Bangladesh Health Professions Institute.

CRP- Center for the Rehabilitation of the Paralysed.

✅আর হ্যা, In a sentence CRP is not a private Institute.

প্রাইভেট ইন্সটিটিউট/ভার্সিটিগুলো ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান হয়ে থাকে..
বিএইচপিআই হলো সি.আর.পি এর একটি একাডেমিক অংশ যা টি.আর.পি(ট্রাস্টি বোর্ড অব সি.আর.পি) এর অধীনে চলে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এর স্নাতক ও স্নাতকোত্তোর সার্টিফিকেট প্রদান করে থাকেন।।

আর বি.এইচ.পি.আই এর শিক্ষা কার্যক্রম চলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ফ্যাকাল্টির অধীনে।

এরূপ প্রতিষ্ঠানগুলোকে বলা হয় পিপিপি (পাব্লিক প্রাইভেট পার্টনারশিপ) প্রতিষ্ঠান।

সিআরপি ও বিএইচপিআই ওতোপ্রোতো ভাবে একে অপরের সাথে সংযুক্ত।

✅এখন আসি বিএইচপিআই এ কোন কোন বিভাগ রয়েছে।

এখানে সাধারণত বিএসসি এবং ডিপ্লোমা কোর্সে শিক্ষার্থীদের পাঠ দান করা হয়ে থাকে। তবে সেই সাথে কিছু এসিসট্যান্ট কোর্সও চালু আছে।

বিএসসি কোর্স গুলোর মধ্যে রয়েছে ১৬০ টি আসন-

বিএসসি ইন ফিজিওথেরাপি- ৬০ আসন।
বিএসসি ইন অকুপেশনাল থেরাপি- ৫০ আসন
বিএসসি ইন স্পিচ এন্ড লেঙ্গুয়েজ থেরাপি- ৪০ আসন।

এবং
বিএসসি ইন প্রস্থেটিকস্ এন্ড অর্থেটিক্স- ১০ আসন।

ডিপ্লোমা কোর্সের মধ্যে
ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি
ডিপ্লোমা ইন অকুপেশনাল থেরাপি
ডিপ্লোমা ইন প্রস্থেটিকস্ এন্ড অর্থেটিক্স
এবং সেই সাথে ডিপ্লোমা ইন ল্যাব মেডিসিন অন্যতম।

According to World Health Organisation (WHO) Occupation group: Physiotherapists (ISCO code – 2264)

যথাযথ বর্ণনাঃ ফিজিওথেরাপিস্টরা রোগ নির্ণয়, চিকিৎসা পরিকল্পনা এবং পুনর্বাসন প্রোগ্রাম বাস্তবায়ন করেন, যার ফলে একজন রোগির মোটর ফাংশন, চলাচল ক্ষমতার উন্নতি বা পুনরুদ্ধার হয়, ব্যথা থেকে মুক্তি পায় এবং শারীরিক চ্যালেঞ্জ যেমন- আঘাত, বিভিন্ন রোগ এবং অন্যান্য প্রতিবন্ধকতার চিকিত্সা বা প্রতিরোধ করে থাকে।

তারা বিভিন্ন মাত্রিক ফিজিক্যাল থেরাপি এবং কৌশল ব্যবহার করে থাকেন যেমন- থেরাপিউটিক এক্সারসাইজ, আল্ট্রাসাউন্ড, হিটিং, লেজার সহ প্রভৃতি।

তারা বিকাশ সাধন এবং স্ক্রিনিং এর জন্য প্রোগ্রাম বাস্তবায়ন এবং সাধারণ শারীরিক অসুস্থতা এবং রোগ ব্যাধি প্রতিরোধ করতে পারেন।

✅এখানে পরিক্ষা দেয়ার যোগ্যতা হলো জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও রসায়ন সহ এসএসসি ও এইচএসসি তে বা সমমানের পরিক্ষায় ন্যূনতম জিপিএ ৮.০০ এবং এই দুই পরিক্ষায় আলাদাভাবে জিপিএ ৩.৫০ পেয়ে উত্তির্ণ হতে হবে।

✅এখন কথা হলো এখানে পড়লে কি ডাক্তার লিখা যায়?

সহজ কথায় উত্তর হলো, হ্যা।

যদি আপনি বিএসসি ইন ফিজিওথেরাপিতে কোর্স সম্পন্ন করেন তবে আপনি নামের সামনে ডাঃ এবং শেষে পিটি লিখতে পারবেন।
মহামান্য সুপ্রীমকোর্টের হাইকোর্ট ডিভিশনের আদেশ অনুযায়ী (রীট পিটিশন নং ২০১৬ এর ১০৫৪৮) অনুযায়ী সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফিজিওথেরাপিতে ৫ বছর মেয়াদী স্নাতক ডিগ্রীধারীগণ নামের পূর্বে “ডাঃ” পরে লিখতে পারবেন।
এক্ষেত্রে-

“বিএমডিসি আইন ২০১০” প্রযোজ্য হবে না।

✅এখানে কোর্সগুলো বিভিন্ন মেয়াদে হয়ে থাকে তবে তার মধ্যে বিএসসি কোর্সগুলো ৪ বছর একাডেমিক এবং ১ বছর বাধ্যতামুলক ইন্টার্নশীপ হয়ে থাকে।

✅প্রশ্নঃ বিপিটি কি মেডিকেল কোর্স নাকি প্যারামেডিকেল বা ডিপ্লোমা সাবজেক্ট?

উত্তরঃ বিপিটি একটি মেডিকেল সাবজেক্ট। বিপিটি কোন প্যারামেডিকেল বা ডিপ্লোমা সাবজেক্ট না। ব্যাচেলর অফ ফিজিওথেরাপি বা বিপিটি কোর্সটি ০৫ বছর মেয়াদি কোর্স। বিপিটি কোর্সটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ফ্যাকাল্টির অন্তর্ভুক্ত।

জানা প্রয়োজন যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ফ্যাকাল্টির অধীনে কিন্তু এমবিবিএস,বিডিএস কোর্সগুলোও পরিচালিত হয়ে থাকে।

তাই বিপিটি বা ফিজিওথেরাপি স্টুডেন্টরা অবশ্যই মেডিকেল স্টুডেন্ট। আর এ ও জানা দরকার যে, কোন প্যারামেডিক্যাল বা ডিপ্লোমা সাবজেক্ট কখনো কোন ভার্সিটি কর্তৃক পরিচালিত হয় না।

➡️ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ফ্যাকাল্টির অধীনে ফিজিওথেরাপি ৫ বছর মেয়াদী (৪ বছর একাডেমিক + ১ বছর ইন্টার্নী) একটি প্রফেশনাল কোর্স ৷

➡️চারটা পেশাগত পরীক্ষায় তাদের মোট ৬২৫০ মার্কসের পরীক্ষায় তাদের উন্নীত হতে হয় ৷

চারটা প্রফে তারা ৩৩টা সাবজেক্ট পড়ে ৷
এর মধ্যে আছে এনাটমি (৪০০ মার্কস, ২ বছর)
ফিজিওলজি (৪০০ মার্কস, ২ বছর)
বায়োকেমিস্ট্রি(২০০ মার্কস, ১ বছর)
প্যাথলোজি এবং মাইক্রোবায়োলজি (৩০০ মার্কস, ২ বছর)

জেনারেল সার্জারি (১৫০ মার্কস, ১ বছর)
ফার্মাকোলজি (৩০০ মার্কস, ২ বছর)
অর্থোপেডিক (১৫০ মার্কস, ১ বছর)
পেডিয়াট্রিক(১৫০ মার্কস, ১ বছর)
নিউরোলজি(১৫০ মার্কস, ১ বছর)

কার্ডিওপালমোনারি (১৫০ মার্কস, ১ বছর)
কমিউনিটি মেডিসিন(১০০ মার্কস, ১ বছর)
সাইকোলজি (১০০ মার্কস, ১ বছর)
সাইকিয়াট্রি(১০০ মার্কস, ১ বছর)

রিসার্চ প্রজেক্ট বা থিসিস (২০০ মার্কস, ১ বছর, ৩০০ ঘন্টা) সহ ফিজিওথেরাপি চিকিৎসা সম্পৃক্ত আরো ১৯টা সাবজেক্ট।

১ম বর্ষে- Anatomy 1st paper, Physiology 1st paper, Biochemistry, Kinesiology, Community medicine, Electrotherapy, Therapeutic exercise 1st paper, Psychology

২য় বর্ষে- Anatomy 2nd paper, Physiology 2nd paper, Pathology & Microbiology 1st paper, Biomechanics, Radiology & Imaging, Orthopedics and Rheumatology, Therapeutic exercise 2nd paper, Electrotherapy & Hydrotherapy 2nd paper, Pediatrics, Physiotherapy in Orthopedics, Clinical practice in Orthopedic, Clinical practice in Spinal cord injury

৩য় বর্ষে- Pathology & Microbiology 2nd paper, Pharmacology 1st paper, Neurology, Cardiopulmonary, General Surgery, Research Methodology, Physiotherapy in Surgical condition, Physiotherapy in cardiopulmonary, Physiotherapy in Neurology and pediatric, Orthopedic medicine 1st paper, Clinical practice in cardiopulmonary, Clinical practice in neurology

৪র্থ বর্ষে- Pharmacology 2nd paper, Geriatric, Psychiatry, Sports Physiotherapy, Orthopedic medicine 2nd paper, Professional ethics and management, Rehabilitation Medicine 2nd paper, Prosthetics & Orthotics, Research Project, Teaching Methodology, Clinical practice in Pediatrics, Clinical practice in elective, Clinical practice in musculoskeletal

✅ এখানে প্রশ্নপত্রের ধরণ মেডিকেল ভর্তি সিলেবাস অনুযায়ী হয়ে থাকে। তবে প্রশ্ন কঠিন হলে কম নাম্বার পেয়েও চান্স পাওয়া যাবে,বেশি সহজ হলে বেশি নাম্বার ছাড়া চান্স পাওয়া যাবে না,ব্যাপারটা এমনি। তবে আমার মতে সিআরপির প্রশ্ন বেশি সহজ ও হয় না,বেশি কঠিনও হয় না। যার প্রিপারেশন ভাল, তার কাছে সহজ মনে হবে, যার প্রিপারেশন ভাল না, তার কাছে কঠিন মনে হতে পারে।

✅এখানে ভর্তি পরিক্ষা দিতে হলে মেডিকেলের সিলেবাস অনুযায়ী প্রিপারেশন নিতে হবে। বিগত বছরের প্রশ্নগুলো কর্তৃপক্ষ পাবলিশ করেন না। যার ফলে পাঠ্য বইয়ের উপর সম্পূর্ণ ধারণা ও মেডিকেল সিলেবাস ফলো করা ছাড়া প্রস্তুতি নেওয়ার বা কুয়েশ্চন প্যাটার্ন জানার অন্য কোনো বিকল্প উপায় নেই।

✅ নেগেটিভ মার্কিং এর ব্যাপারে উত্তর হলো না, বিগত বছরগুলোতে কখনই নেগেটিভ মার্কিং রেখে উত্তরপত্র মুল্যায়ন করা হয়নি।

✅এবার আসি এর খরচে
নতুন সেশন থেকে টোটাল একাডেমিক খরচ ৩,৫০,০০০/-টাকা।
ভর্তির সময় প্রায় ১লক্ষ টাকা এডমিশন ফি সহ অন্যান্য ফি দেয়া লাগবে।
মাসে ৪০০০/- টাকা করে বেতন।
সেশন ফি+ প্রফেশনাল এক্সাম ফি প্রতিবছরে দেয়া লাগে।
সব মিলিয়েই খরচ ৩,৫০,০০০/- টাকা।

এছাড়া কোনো স্টুডেন্ট কোনো সাব্জেক্টে ফেল করলে সাপ্লিমেন্টারী এক্সামের জন্য আলাদা করে টাকা দিতে হবে ফাইন হিসেবে।

৭৫% এর নিচে থাকলে নন কলেজিয়েট ফি।আর ৬০% না থাকলে এক্সামে/প্রফে বসতে দেয়া হয় না।

✅এখানে ফাস্ট টাইমার ও সেকেন্ড টাইমার উভয়ই পরিক্ষা দিতে পারবে।

✅এখানে ভর্তি হতে ইচ্ছুক থাকলে সার্কুলারে দেওয়া সময়ের মধ্যে BHPI এর নিজস্ব ওয়েবসাইটে গিয়ে ভর্তি ফর্ম পুরণ করে সাথে সাথে এডমিট কার্ড সংগ্রহ করতে হবে।

✅ফিজিওথেরাপি চাকুরী ক্ষেত্র অনেক বিস্তৃত। বিভিন্ন হাসপাতাল বা ক্লিনিকে, স্পোর্টস ফিজিও হিসেবে, NGO, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এছাড়াও আরো অনেক জায়গায় চাকুরি ব্যবস্থা রয়েছে।

বিদেশেও এই পেশায় অনেক চাহিদা রয়েছে। এছাড়াও সরকারি হাসপাতালে ৯ম ও ১০ম গ্রেড জবের প্রস্তাবণা রয়েছে।

আর যদি আপনি চাকুরী করতে ইচ্ছুক না হোন বা অপছন্দনীয় হয় সেক্ষেত্রে আপনি প্রাইভেট চেম্বার দিয়ে প্র্যাক্টিস করতে পারেন।

আর যদি এগুলোর কোনোটি আপনার পছন্দনীয় না হয় সে ক্ষেত্রে স্নাতক ডিগ্রি দিয়ে আপনি অন্য পেশায় নিযুক্ত হতে পারেন।

✅অনেকের আরেকটি প্রশ্ন পাওয়া যায় যে এখান থেকে পাশ করার পড়ে কি বিসিএস দেওয়া যায়?

উত্তর হলো হ্যা যাবে। যেহেতু এটি একটি ৫ বছর মেয়াদী পেশাগত কোর্স। বিসিএস সার্কুলার অনুযায়ী ৪ বছর মেয়াদী স্নাতক কোর্স শেষে বিসিএস দেওয়া যায়। বর্তমানে বিপিটি কোর্স থেকে পাসকৃত অনেকেই বিসিএস ক্যাডার হিসেবে কর্মরত। তবে এখন পর্যন্ত বিসিএসে এই কোর্সগুলোর কোনো কোটা সংযুক্ত হয়নি তা এখনো প্রক্রিয়াধীন রয়েছে।

✅প্রশ্নঃ বিপিটি ভালো হবে নাকি অন্য কোন সাবজেক্টে অনার্স ভালো হবে?

উত্তরঃ প্রথমত সিধান্ত আপনার। তবে বিপিটি যেহেতু প্রফেশনাল সাবজেক্ট তাই প্রফেশনাল সাবজেক্ট বেছে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে।

সাধারণ অনার্স সাবজেক্টের সার্টিফিকেট দিয়ে যেসব জব করতে পারবেন, ঠিক তেমনি বিপিটি সার্টিফিকেট দিয়েও সেগুলো জব করতে পারবেন তার সাথে প্রফেশনাল প্র্যাকটিস তো আছে।

তবে সাধারণ অনার্স দিয়ে কিন্তু প্রফেশনাল প্র্যাকটিস করা যাবে না কিন্তু বিপিটি দিয়ে আপনি প্র্যাকটিস বা অন্য জবও করা যাবে।

✅এবার আসি পেশাজীবীদের সেবার মান নিয়ন্ত্রণে কাউন্সিলের ব্যাপারে।

২০১৮ সালে ‘বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন’ মহান জাতীয় সংসদে পাস হয়েছে এবং এই আইনের মাধ্যমে রিহ্যাবিলিটেশন শিক্ষাপ্রতিষ্ঠানের স্বীকৃতি, রিহ্যাবিলিটেশন সেবা প্রতিষ্ঠানের অনুমোদন, রিহ্যাবিলিটেশন পেশাজীবীর নিবন্ধন ও সেবার মান নির্ধারণ ও নিশ্চিত করণের উদ্দেশ্যে এই আইন প্রণীত হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের এলোকেশন অব রুলস অব বিজনেস ১৯৯৬ (পুনঃমার্জন ২০১৪) তে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ৯ নং দায়িত্বে “রিহ্যাবিলিটেশন” কে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এক্ষেত্রে রিহ্যাবিলিটেশন প্রদানকারী পেশাজীবীগণের লাইসেন্স প্রদান, নিয়ন্ত্রণ এবং রিহ্যাবিলিটেশন প্রদানকারী প্রতিষ্ঠানের অনুমোদন ও নিয়ন্ত্রণ সংশ্লিষ্ট কার্যক্রম বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে পড়ে

ধন্যবাদ।

By Nur Mehfuz