গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেনা ইসলামি বিশ্ববিদ্যালয়

ইসলামি বিশ্ববিদ্যালয় ফটক

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা গুচ্ছ পদ্ধতিতে হবে না। গতকাল  সোমবার (০৯ নভেম্বর) প্রশাসন ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত এক জরুরী সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা নিয়ে বিভাগসমূহের মতামত উপস্থাপন করা হয়। সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে এ বছর পূর্বের প্রচলিত লিখিত পরীক্ষার ভিত্তিতে ভর্তি পরীক্ষা গ্রহণের জন্য নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় উপাচার্য অধ্যাপক ড. আব্দুস সালাম, উপা-উপাচার্য অধ্যাপক ড. মো. শাহিনুর রহমান, রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) এস. এম আব্দুল লতিফ, প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মণ, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. সাইদুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের সভাপতি, ডিন উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার এস এম আব্দুল লতিফ জানান, ইসলামী বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছে না। পূর্ববর্তী বছরের মতো লিখিত পরীক্ষার মাধ্যমে এ বছরও ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ইবি তে মোট ৪ টি ইউনিট রয়েছে

A ইউনিটে বিজ্ঞানের স্টুডেন্টদের আবেদন যোগ্যতা SSC ৩.২৫ এবং HSC ৩.২৫ এবং দুইটির গড় ৭.০০ হতে হবে।

A ইউনিটে মানবিকের স্টুডেন্টদের আবেদন যোগ্যতা SSC তে ৩.০০ HSC তে ৩.০০ এবং দুইটির গড় ৬.৫০ হতে হবে।

A ইউনিটের বানিজ্যের স্টুডেন্টদের আবেদন যোগ্যতা SSC ৩.২৫ HSC ৩.২৫ এবং দুইটির গড় ৬.৭৫ হতে হবে।

B + C ইউনিটে বিজ্ঞানের স্টুডেন্টদের আবেদন যোগ্যতা SSC ৩.২৫ HSC ৩.২৫ এবং দুইটির গড় ৭.০০ হতে হবে।

B + C ইউনিটে মানবিকের স্টুডেন্টদের আবেদন যোগ্যতা SSC ৩.০০ HSC ৩.০০ এবং দুইটির গড় ৬.৫০ হতে হবে।

B + C ইউনিটে বানিজ্যের স্টুডেন্টদের আবেদন যোগ্যতা SSC ৩.২৫ HSC ৩.২৫ এবং দুইটির গড় ৬.৭৫ হতে হবে।

D ইউনিটে বিজ্ঞানের স্টুডেন্টদের আবেদন যোগ্যতা SSC ৩.৫০ HSC ৩.৫০ এবং দুইটির গড় ৭.৫০ হতে হবে।

A, B, C ইউনিটে সব গ্রুপের স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারবে এবং D ইউনিটে শুধুমাত্র বিজ্ঞানের স্টুডেন্টরা দিতে পারবে।

আমাদের ভর্তি তথ্য গ্রুপে যোগ দাও