টিকটকের প্রতিদ্বন্দি হিসেবে ইনস্টাগ্রাম আনলো রিলস

ইনস্টাগ্রাম গতকাল বিশ্ব প্রযুক্তি বাজারে প্রকাশ করলো ইনস্টাগ্রাম রিলস্ , বলা যায় আরেকটি টিকটক অ্যাপ।

বিশ্লেষকদের ধারণা অনুযায়ী আগেই বলা হয়েছিলো যে এ রিলস্ অ্যাপটি টিকটক অ্যাপের প্রতিদ্বন্দি হিসবে উন্মচোন করতে যাচ্ছে ফেসবুক।

রিলস্ অ্যাপটির আইকন ও নেবিগেশন টিকটক থেকে ভিন্ন তবে অ্যালগরিদম কেমন হবে জানা নাই। তবে অভিজ্ঞতা ও অনুভবতায় টিকটকের মতোই।

প্রতিটি ভিডিও সর্বনিম্ম ১৫ সেকেন্ডের হতে হবে তবে ১ মিনিটের কম। প্রতিটি ভিডিও লাইক দেয়ার জন্য ডাবল ক্লিক করতে ভিডিও এর উপর। কমেন্টের জন্য নির্দিষ্ট অপশনে এক ক্লিক এ হবে। টান ওভার করার মাধ্যমে পরর্বর্তী ভিডিওতে যাওয়া যাবে।

ইনস্টাগ্রাম রিলস্

তবে অবশ্যই ইনস্টাগ্রাম রিলস্ এর আলাদা বিশেষত্ব রয়েছে।

ভিডিও ক্রিয়েশন,ভিডিও ইডিটিং এর ক্ষেত্রে।ভিডিও এলাইনিং ও ভিডিও ক্লিপ থেকে গান সিলেক্ট করার ইনোভেটিব পন্থা ও রয়েছে।

রিলস্ সবাইকে আমন্ত্রন জানাচ্ছে ইনস্টাগ্রামে এ ফান  ভিডিও তৈরি করতে, বন্ধু অথবা যে কারো শেয়ার করার জন্য।

রিলস্ সবাইকে নিজেকে আবিষ্কারের মাধ্যমে ইনস্ট্রাগ্রামে কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার ও সুযোগ করে দিচ্ছে -এমনটাই জানানো হয়েছে কতৃপক্ষ থেকে।

 

ইন্সটাগ্রাম এর এনাউন্সমেন্ট