বঙ্গবন্ধুর ভাষণ পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবীতে শিশুর অবস্থান কর্মসূচি

বঙ্গবন্ধুর ৭ ই মার্চের ঐতিহাসিক ভাষণ কে পাঠ্যবইয়ে যোগ করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন ফারহান সাদিক খান নামের এক শিশু।

তিনি দাবি করেছেন বঙ্গবন্ধুর ভাষণ তিনি রপ্ত করেছেন।

ব্যানারের লেখা থেকে জানা যায়, সে মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী।

অবস্থান কর্মসূচিটি পালন হচ্ছে জাতীয় প্রেসক্লাবের সামনে। এরই মধ্যে ছবিটির সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

কিন্তু আরেকটি বিষয় নিয়েও বেশ আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

বিষয়টি হলো তার ব্যানারে বেশ কিছু বানান ভুল। অনেকে দাবি করেছেন পাঠ্যবইয়ে এখনো পর্যন্ত যা আছে তা যদি সে ভালোভাবে পড়তো, তাহলে হয়তো ভুল বানানের ব্যানার নিয়ে অবস্থান কর্মসূচিতে বসতে হতো না।

ইঞ্জিনিয়ার’স ডায়েরি’র ফেসবুক পেজের কমেন্ট বক্সে অনেকেই তাকে প্রতারণার দায়ে যাবজ্জীবন জেল দণ্ডপ্রাপ্ত শাহেদের ভবিষ্যৎ রূপ হিসেবে উল্লেখ করেছেন।

তার দাবী প্রসঙ্গে সাইফ লিখেছেন- “সম্পূর্ণ অযৌক্তিক। বাচ্চারা কিছুই বুঝবে না।

রেফায়া রায়ান লিখেছেন- “৬টা ভাষণ সে রপ্ত করে সে বলছে পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত করতে, তাইলে যারা যা ভাল পারে তারাও ইনডিভিজুয়ালি সবার আন্দোলন চালায় যাক। আমিও বলবা বাংলা গদ্যের বদলে সব ৩গোয়েন্দার গল্প চাই।
কবিতার পাশাপাশি অর্থহীনের গান চাই। সব
বাংলা উপন্যাসে হুমায়ুন আহমেদ এর উপন্যাস চাই। ”

তবে ইসলাম মনির নামে একজন তার দাবি সমর্থন জানিয়েন লিখেছেন- “পুরাটাই যৌক্তিক।আমি সহমত পোষণ করছি।”