01940804424 নাম্বারটা কার?

01940804424 – এটা বাংলালিংক নাম্বার না। এটা ইন্ডিয়ান ১১ জন প্লেয়ারের স্কোর।

বর্তমান সময়ে বিশ্বসেরা ব্যাটিং লাইনআপ কোন দলের? নিঃসন্দেহে যে কেউই বলে দেবে ভারতের।

শক্তিশালী ব্যাটিং লাইনআপ নিয়ে বিশ্বের যেকোন দলের বোলারদের নিমিষেই যাঁতাকলে ফেলতে পারেন ভারতীয় ব্যাটসম্যানরা।

কিন্তু এই শক্তিশালী ব্যাটসম্যানরাই যখন প্রতিপক্ষ বোলারদের দাপুটে বোলিংয়ে কুপোকাত, তখন নিশ্চয়ই তা অবাক হওয়ার মতোই ঘটনা।

এই সেরা লাইনআপ শুধু পরাস্তই হয়নি, গড়েছে একেবারে লজ্জার রেকর্ড। ১৯৭৪ সালের লজ্জার রেকর্ড ছাপিয়ে নতুন লজ্জার সাগরে ডুবেছে ভারতীয়রা।

১৯৭৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৪২ রানই ছিল ভারতের সর্বনিম্ন সংগ্রহ। এবার তাও হলো না! ৩৬ রানেই ইনিংস গুটিয়ে গেল কোহলি বাহিনী।

অথচ তৃতীয় দিন ৬২ রানে এগিয়ে থেকে শুরু করেছিল সফরকারীরা। হাতে উইকেট অক্ষত ৯টি। কিন্তু বিধিবাম! অ্যাডিলেডের সকালটা যে ভারতের হলো না। শক্তিশালী ব্যাটিং লাইনআপ ধসে পড়লো নিমিষেই।
সকালটা নিজেদের করে নিলেন স্বাগতিক দলের বোলাররা।

টেস্টে ভারতের ইতিহাসের সবচেয়ে কম রানে অলআউট হওয়ার রেকর্ড করে বসলো ভারত।

ভারতের ব্যাটিং লাইনআপে আঘাতটা শুরু করেন প্যাট কামিন্স। নাইটওয়াচম্যান বুমরাকে ফিরিয়ে শুরু সে তাণ্ডবের।

এরপর একে একে পূজারা, কোহলিকে বিদায় করেন এই অজি পেসার। পূজারা ফেরেন শূন্য হাতে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে দিবারাত্রির টেস্টে দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৬ রানে গুটিয়ে গেছে ভারতীয়রা। অজি বোলারদের তোপের মুখে কোন ব্যাটসম্যানই দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি।

দলীয় ৩৬ রানের মধ্যে সর্বোচ্চ ৯ রান এসেছে মায়াঙ্ক আগরওয়ালের ব্যাট থেকে। ওপেনিংয়ে সুবিধা করতে পারেননি পৃথ্বী শ। মাত্র ৪ রান করেই বিদায় নেন তিনি।

এদিন ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি অন্যতম সেরা ব্যাটসম্যান অধিনায়ক বিরাট কোহলিও।

মাত্র ৪ রান করে প্যাট কামিন্সের বলে বিদায় নেন তিনি। শেষদিকেও কেউ প্রতিরোধ গড়ে তুলতে পারেননি।

সবমিলিয়ে ভারতের দ্বিতীয় ইনিংসে স্কোরকার্ড দাঁড়ায়: ৪, ৯, ২, ০, ৪, ০, ৮, ৪, ০, ৪, ১! যা কিনা টেলিফোন ডিজিটেরই প্রতিচ্ছবি।