স্ত্রীর আপত্তিকর ছবি ফেসবুকে পোস্ট করার দায়ে ছাত্রলীগ নেতা গ্রেফতার

গ্রেফতার

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় স্ত্রীর আপত্তিকর ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে উঠেছে ইউনিয়ন ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। মঙ্গলবার (৮ ডিসেম্বর) বিকালে এ ঘটনায় তার বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।

অভিযুক্ত ওই ব্যক্তির নাম জাবেদ ভুইয়া। তিনি চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদক।

এ ঘটনায় অভিযুক্ত জাবেদের শাশুড়ি লেমুজা বেগম বাদী হয়ে চুনারুঘাট থানায় জাবেদ ভুইয়া, তার বাবা মোক্তার ভুইয়া ও মা নুরবানুসহ অজ্ঞাত আরও দুই-তিনজনের নামে মামলা দায়ের করেন।

মামলা দায়ের বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার পরিদর্শক (তদন্ত) চম্পক ধাম।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০১৯ সালের জুলাই মাসে ওই নারীকে বিয়ে করেন জাবেদ। পরে স্ত্রীকে কাজ করতে জর্ডানে পাঠান তিনি। এরপর প্রায় সাড়ে তিন লাখ টাকা জর্ডান থেকে স্বামীর কাছে পাঠান ওই নারী। কিন্তু আরও টাকা পাঠাতে চাপ দেন জাবেদ।

কিন্তু তার স্ত্রী টাকার হিসাব জানতে চাইলে দু’জনের মধ্যে মতবিরোধ দেখা দেয়। পরে স্ত্রী টাকা পাঠানো বন্ধ করে দিলে তার আপত্তিকর ছবি ফেসবুকের ভুয়া আইডি দিয়ে পোস্ট করতে থাকেন জাবেদ।

এ বিষয়ে চুনারুঘাট থানা ছাত্রলীগের সভাপতি সোহেল আরমান জানান, জাবেদ ইউনিয়ন ছাত্রলীগের কোন পদে আছে তার জানা নেই।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আশরাফ জানান, “এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

//মোহাম্মদ নুর উদ্দিন, হবিগঞ্জ