ওয়াজেদ মিয়া টেইকে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা আয়োজিত

ড.এম.এ ওয়াজেদ মিয়া টেক্সটাইল ইন্জিনিয়ারিং কলেজে প্রতিবারের মত এবারও, তবে একটু ভিন্নধর্মী মতবিনিময় সভার আয়োজন করা হলো।

করোনাকালীন সময়ে অনলাইন ভিত্তিক এই মতবিনিময় সভা এর আয়োজনটি জুম অ্যাপের মাধ্যমে বেলা ১১ঃ৩০টায় শুরু হয়!

উক্ত সভায় কলেজের মাননীয় অধ্যক্ষ মহোদয়, সম্মানিত শিক্ষকমন্ডলি, কর্মকর্তা ও কর্মচারী এবং ১ম ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিল।

সকল শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি নিজের কিছু মুল্যবান বক্তৃতার সাথে মোঃ মাহমুদুল স্যার সভার শুরু করেন!

অনলাইন ক্লাসসমুহে সকলের উপস্থিতি, একাডেমিক পড়ালেখার গতি, সাথে শিক্ষার্থীদের এই সময়ে নানারকম পরিস্থিতি মোকাবেলা ও অসুবিধাসমুহের সহিত তা থেকে উত্তরনের উপায় নিয়ে বিস্তারিত আলোচনার দ্বারা যথারীতি সভার কার্যক্রম সম্পন্ন হয়।

শিক্ষার্থীদের বর্তমান পরিস্থিতি ও সুযোগ-সুবিধা নিয়ে ১ম ব্যাচের শিক্ষার্থীদের মধ্য থেকে ৪জন  শিক্ষার্থী নিজেদের বক্তব্য তুলে ধরে! তাদের মধ্যে ছিল:

  • ফেব্রিক ডিপার্টমেন্টের শারমিন মাকতুম
  • ওয়েট প্রসেসিং ডিপার্টমেন্টের ছাত্র মোহাম্মদ রাফি
  • এপারেল ডিপার্টমেন্টের ছাত্রী মল্লিকা বারমন এবং
  • ফেব্রিক ডিপার্টমেন্টের ছাত্র মোঃ রাশিদ

এই সময়ে এ অনলাইন ভিত্তিক বিভিন্ন অলিম্পিয়াড এ ডমটেক চ্যাম্পিয়নদের অর্জন ও ক্যাম্পাসের হয়ে বিজয়ীদের পাল্লা ভারির এক বিশাল লিস্ট প্রদশর্নে মোঃ রাশিদ সভাটিকে আরও উৎফুল্লমুখর করে তুলে!

সভার এই পর্যায়ে আমাদের প্রানপ্রিয় শিক্ষক কবির হোসাইন ও নুরুল আলম স্যার সকলের কাছে প্রয়োজনীয় কিছু বক্তব্য রাখেন, যেখানে আমাদের সকল কার্যক্রমের প্রশংসার পাশাপাশি দায়িত্বসমুহ ও অন্যন্য বিষয়াবলি নিয়ে আলোচনা করেন!

পরবর্তীতে , মাননীয় অধ্যক্ষ মহোদয় শিক্ষার্থীদের সকল সুযোগ-সুবিধাসহ ও অন্যান্য সমস্যার সমাধান করবেন বলে আশ্বস্ত করেন।

সাথে নতুন ক্যাম্পাসের জন্য কয়েকটি সুখবর দিয়ে তিনি নিজের সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে সভার ইতি টানেন!

জুম এপের মাধ্যমে এইধরনের মতবিনিময় সভার আয়োজনে শিক্ষার্থীদের অভ্যন্তরীন প্রয়োজনীয় তথ্যাদি ও সুযোগ সুবিধাসমুহ নিয়ে আলোচনা প্রিন্সিপাল ও অন্যান্য শিক্ষকমন্ডলীদের শিক্ষার্থীরা ধন্যবাদ জানায়

প্রতিবেদকঃ মেহেজাবিন তাবাচ্ছুম.