৩০শে মে রাবিপ্রবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বর্ণাঢ্য টেকফেস্ট

RMSTU Tech Fest

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃক আগামী ৩০ মে ২০২২, সাতটি ইভেন্টের সমন্বয়ে রাবিপ্রবি টেকনোলজিকাল ফেস্টিভল-২০২২ আয়োজন করা হবে।

বাংলাদেশ সরকারের চমকপ্রদ কার্যক্রম বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২১-২০২২ এর অন্তর্ভুক্ত কর্মসম্পাদন সূচকের মধ্যে টেকনোলজিকাল ফেস্টিভল অন্যতম কর্মসম্পাদন সূচক।

সেখান থেকেই টেকনোলজিকাল ফেস্টিভল।

৪র্থ শিল্প বিপ্লব চ্যালেঞ্জ ও জলবায়ু পরিবর্তন মোকাবেলার করনীয় কার্যক্রমকে প্রাধান্য দিয়ে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই বছর টেকনোলজিকাল ফেস্টিভল আয়োজনে উদ্যোগ নিয়েছে।

প্রোগ্রামিং প্রতিযোগিতা সহ আরও ছয় ইভেন্টের সমন্বয়ে রাবিপ্রবির টেক ফেস্টিভল অনুষ্ঠিত হবে।

ইভেন্টসমুহ:

  • Programming Contest
  • Innovative Idea Competition
  • IT Business Case Study Contest
  • Graphics Design Competition
  • Gaming Competition
  • Project Showcasing
  • Idea Contest Climate Change Adaptation and Mitigation

এই ফেস্টিভলটি শুধুই সিএসই বিভাগের না, এটি রাবিপ্রবি তথা পুরো বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম।

Poster Techfest
Poster- Techfest’22- RMSTU

পৃথিবীর সকল বিশ্ববিদ্যালয় তাদের নিজেদের সক্ষমতা ও গুণগত শিক্ষা ব্যবস্থা জানান দিচ্ছে।

ঠিক সমভাবে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) মাননীয় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ উদ্যোগে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা অব্যাহত রেখেছে।

টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে এই ফেস্টিভল সহায়ক হবে।

শিক্ষার্থীদের ট্রেডিশনাল শিক্ষা ব্যবস্থার বাইরে  তাদের নিজেদের মেধার বিকাশে অন্যতম মাধ্যম হবে এই ফেস্টিভলটি।

যা শিক্ষার্থীর মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে।