রাবিপ্রবি সিএসই বিভাগের ওরিয়েন্টেশন অনলাইনে অনুষ্ঠিত

RMSTU LOGO

অবশেষে বহু প্রতীক্ষার পর অনুষ্ঠিত হয়ে গেল রাবিপ্রবি ৬ষ্ঠ ব্যাচের সিএসই ডিপার্টমেন্ট এর ওরিয়েন্টেশন।

ডিসেম্বর’১৯ এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলেও অভ্যন্তরীণ কারণে মার্চ’২০২০ এ শুরু হওয়ার কথা ছিলো নতুন সেশনের।কিন্তু দুর্ভাগ্যবশত করোনা মহামারীর জন্য তাও পেছানো হল।

১২ই জুলাই সকাল ১০.০০ঘটিকায় জুম এপের মাধ্যমে অংশগ্রহণ করে সকল নবাগত শিক্ষার্থী।

এতে ডিপার্টমেন্টএর সকল অধ্যাপক -সহকারী অধ্যাপক নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেন।সাথে উন্নয়নশীল দেশে এ সাব্জেক্টের ভবিষ্যত গুরুত্ব ও আগাম ৪র্থ শিল্পবিপ্লবের সাথে সংশ্লিষ্টতা নিয়ে মুল্যবান দিকনির্দেশনা দেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপাচার্য প্রফেসর ডঃ প্রদানেন্দু বিকাশ চাকমা,রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

সিএসই বিভাগের ভিশন-মিশন ও কোড অ­ফ কনডাক্ট নিয়ে বিস্তর আলোচনা করেন জনাব ধীমান শর্মা,সহকারী অধ্যাপক।

সাথে অনলাইনে ক্লাস নেওয়ার ব্যাপারে সার্ভে করা হয়,এতে সকল নবাগত শিক্ষার্থী তাদের মতামত দেন।

জনাব রণজ্যোতি চাকমা,চেয়ারম্যান, সিএসই বিভাগ,সভাপতি হিসেবে তার মুল্যবান বক্তব্য দিয়ে অনুষ্ঠানের ইতি টানেন।