নোবিপ্রবির সমুদ্র বিজ্ঞান গবেষণা ইনষ্টিটিউট এর জন্য লোকেশন পরিদর্শন করেছে ইউজিসি

নোবিপ্রবির অধীনে জননেত্রী শেখ হাসিনা সমুদ্র বিজ্ঞান ও গবেষণা ইনষ্টিটিউট এর প্রস্তাবিত লোকেশন পরিদর্শন করেছে ইউজিসি

৩০ অক্টোবর ( শুক্রবার) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধীনে জননেত্রী শেখ হাসিনা সমুদ্র বিজ্ঞান ও সমুদ্র সম্পদ আহরণ ও গবেষণা ইনষ্টিটিউট এর প্রস্তাবিত লোকেশন পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এর পাবলিক বিশ্ববিদ্যালয় এর পরিচালক জনাব মোঃ কামাল হোসেন ও সিনিয়র সহকারী পরিচালক জনাব মোহাম্মদ ইউছুফ আলী খান।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ দিদার-উল-আলম এর নেতৃত্বে কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন ও বিশ্ববিদ্যালয়ের পদস্থ ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসনের নির্দেশনা মোতাবেক সুবর্ণচরের সহকারী কমিশনার ভূমি জনাব আরিফ হোসেন ও স্থানীয় ইউনিয়নের চেয়ারম্যান সহ ভূমি সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ উক্ত কার্যক্রমে উপস্থিত থেকে সার্বিক সহযোগীতা প্রদান করেন।

ইউজিসি প্রতিনিধি দল পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন এবং উক্ত ইনষ্টিটিউট স্থাপনে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

উল্লেখ্য ৫৫০ একর প্রস্তাবিত উক্ত ইনষ্টিটিউট এর প্রাক্কলিত বাজেট ধরা হয়েছে তিনহাজার এক কোটি টাকা।

সমুদ্র সম্পদ নিয়ে গবেষণা, গভীর সমুদ্রে জাহাজ নিয়ে অনুসন্ধান ও আহরণ, ম্যানগ্রোভ বনাঞ্চল তৈরি, ডেলটা ফরমেশন নিয়ে গবেষণা সহ নিত্য নতুন জ্ঞান নির্ভর একটি আন্তর্জাতিক গবেষণা ইনষ্টিটিউট স্থাপনের উদ্দেশ্যে ২০১৫ সালে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক তৎকালীন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আবুল হোসেনের উদ্যোগে উক্ত প্রকল্পের প্রাথমিক কার্যক্রম শুরু হয়।

নোবিপ্রবি পরিকল্পনা ও উন্নয়ন ওয়ার্কস দপ্তর উক্ত প্রকল্পের সার্বিক কার্যক্রম তদারকির দায়িত্ব পালন করছেন।