নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির উদ্যোগে ‘তর্কযুদ্ধ সিজন-৪ এর ভাটির বীর, বারোভূঁইয়ানামা’ শুরু

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (নোবিপ্রবিডিএস) "তর্কযুদ্ধঃ সিজন ৪. ভাটির বীর, বারোভূঁইয়ানামা"র গ্রুপপর্বের বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়েছে।

নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির উদ্যোগে ‘তর্কযুদ্ধ সিজন-৪ এর ভাটির বীর, বারোভূঁইয়ানামা’ শুরু

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (নোবিপ্রবিডিএস) “তর্কযুদ্ধঃ সিজন ৪. ভাটির বীর, বারোভূঁইয়ানামা”র গ্রুপপর্বের বিতর্ক
প্রতিযোগিতা শুরু হয়েছে।

শনিবার ‘৩১ অক্টোবর, ২০২০’ রাউন্ড স্টেজের মাধ্যমে বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়। বাংলার স্বাধীনতাকামী বারোভূঁইয়াদের ইতিহাসকে পুনরুজ্জীবিত করতে থিম নির্ধারণপূর্বক এই বিতর্কের টিমগুলোর নামকরণ করা হয়।

অনলাইনে ডিস্কোর্ড প্লাটফর্মে ছয়টি টিম ট্যাব ফরম্যাটে পরস্পরের সাথে তর্কযুদ্ধে অবতীর্ণ হয়। টিমগুলোর নাম যথাক্রমে ঈশা খাঁ, ফজল গাজী, প্রতাপাদিত্য, লক্ষণমানিক্য, মুসা খাঁ, চাঁদ রায়। বিতর্কের প্রথম পর্ব শেষে চারটি দল সেমিফাইনালের জন্য মনোনীত হয়।
রবিবার (১ নভেম্বর) সেমিফাইনাল পর্ব এবং আগামী ৪ নভেম্বর টুর্নামেন্টটির ফাইনাল অনুষ্ঠিত হবে বলে জানা যায়।