নোবিপ্রবিতে ২ য় বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ডিপ্লোম্যাটিক সিম্ফোজিয়াম

নোবিপ্রবিতে ২ য় বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ডিপ্লোম্যাটিক সিম্ফোজিয়াম

মোঃ ফাহাদ হোসেন, নোবিপ্রবি প্রতিনিধি

২য় বারের মতো নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘের আয়োজনে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ( নোবিপ্রবি) তে অনুষ্ঠিত হতে যাচ্ছে ডিপ্লোম্যাটিক সিম্ফোজিয়াম। দুই দিন ব্যাপী এই সিম্ফোজিয়াম শুরু হবে ২০ নভেম্বর এবং শেষ হবে ২১ নভেম্বর।

এই ডিপ্লোম্যাটিক সিম্ফোজিয়াম হচ্ছে ছায়া জাতিসংঘের কনফারেন্স যেখানে ৩ টি কমিটির মাধ্যমে প্রতিনিধিরা বৈশ্বিক সমস্যা সমাধানে তাদের বক্তব্য ও প্রস্তাবনা উপস্থাপন করার সুযোগ পাবে।কমিটি গুলো হলো: ইউনেপ( ইউনাইটেড নেশন্স এনভায়রনমেন্ট প্রোগ্রাম), ইউএন (ইউনাইটেড নেশন্স ওমেন) এবং ফাও (ফুড এন্ড এগ্রিকালচার অর্গানাইজেশন)।

করোনা মহামারীর কারণে অনলাইনে হবে এই সিম্ফোজিয়াম।এতে শুধুমাত্র নোবিপ্রবির শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে এবং রেজিস্ট্রেশন করতে পারবে
(https://forms.gle/wkpBXkRgvqKg966e9) লিংক থেকে।রেজিস্ট্রেশন এর শেষ তারিখ ৬ নভেম্বর।

উল্লেখ্য, ২০১৮ সালে প্রথমবারের মতো “ডিপ্লোম্যাটিক সিম্ফোজিয়াম” আয়োজন করে সংগঠনটি।