নিটারে সকার রোবট ওয়ার্কশপ অনুষ্ঠিত

সাভারের নয়ারহাটে অবস্থিত “ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ” – এ গত ৫ই জুন, ২০২৩ নিটার সাইন্স সোসাইটি কর্তৃক আয়োজিত হয় “নিটার সাইন্স সোসাইটি ওয়ার্কশপ অন সকার রোবট এন্ড রোবটিক্স” যার সহযোগী ছিল BdRO তথা বাংলাদেশ রোবট অলিম্পিয়াড । উক্ত ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে ছিলেন নিটারের ডিরেক্টর ড. জুনাইবুর রশীদ।

নিটারের কনফারেন্স রুমে সকাল আট ঘটিকায় প্রোগ্রাম শুরু হয়। বাংলাদেশ রোবট অলিম্পিয়াড এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর “মিশাল ইসলাম” প্রোগ্রাম শুরু করেন। ওয়ার্কশপটিতে সাতটি গ্রুপ এবং প্রতিটি গ্রুপে ছয়জন করে সর্বমোট বিয়াল্লিশ জন উৎসুক শিক্ষার্থী ছিলেন। তারা প্রত্যেকেই গ্রুপভিত্তিক সম্মিলিত প্রচেষ্টায় দশটি রোবটিক্স প্রজেক্ট সম্পন্ন করেন এবং সবশেষে নিজ হাতে সকার রোবট তৈরি করেন ।

প্রোগ্রাম চলাকালীন সারপ্রাইজ টেস্টেরও আয়োজন করা হয়। এতে যথাক্রমে মো: রুবায়েত রশীদ এবং সাজিদ ইসলাম সবোর্চ্চ নম্বর অর্জন করায় বিজয়ী ঘোষণা এবং পুরস্কৃত করা হয়। এছাড়াও অংশগ্রহণকারী প্রতিটি উচ্ছ্বসিত শিক্ষার্থীকে সার্টিফিকেট প্রদান করা হয়। সবশেষে সকার রোবট কম্পিটিশন এর মাধ্যমে প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করা হয়।

 

মিশাল ইসলামের প্রাণবন্ত উপস্থাপনার দরুন ওয়ার্কশপ যথাযথভাবে সম্পন্ন হয়। এছাড়াও প্রোগ্রামকে আরো প্রাণবন্ত করেন নিটারের ইইই ডিপার্টমেন্টের এসিস্ট্যান্ট প্রফেসর এন্ড হেড “মো: মামুনুর রশীদ” এবং সিএসই ডিপার্টমেন্টের এসিসট্যান্ট প্রফেসর “ড. মো: আবুল কালাম”।

তাঁরা শিক্ষার্থীদের রোবটিক ওয়ার্কশপগুলোতে আগ্রহ দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং পরবর্তীতে এমন আরো প্রোগ্রাম আয়োজন করার জন্য নিটার সাইন্স সোসাইটি-কে অনুপ্রাণিত করেন, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সম্পর্কে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন। প্রোগ্রামটিতে ব্যাপক অবদান রাখেন নিটার সাইন্স সোসাইটির প্রেসিডেন্ট “মোবাশ্বারা ফারদিন”, জেনারেল সেক্রেটারি “সাদিকুল আলম শাকিল” সহ আরো অনেকে।