নিটারে শুরু হচ্ছে নিটার ইন্টার ভার্সিটি ডিবেটিং কম্পিটিশন

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাভারের নয়ারহাটে অবস্থিত ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) এর নিটার ডিবেটিং সোসাইটি (নিটার ডি. এস) প্রথমবারের মতো আগামী ২৮ এবং ২৯ জুন আয়োজন করেছে “নিটার আইভি ২০২৩”।

“এগ্রেশন অর রিডেম্পশন? দ্য ওয়্যার টু এন্ড অল ওয়্যারস” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ২৮ টি টীম ডিবেটিং-এ অংশ নিবে। ঢাবি, কুয়েট, চবি, রাবি সহ দেশের বিখ্যাত সব ডিবেটিং ক্লাব প্রতিযোগী হিসেবে থাকছেন।

জাজিং-এ থাকছেন ১৪ জনের সংখ্যাবিশিষ্ট এডজ্যুক্যাটরি প্যানেল, ৪ জনের সংখ্যাবিশিষ্ট ইক্যুইটি প্যানেল, ৩০ জন ইনডিপেনডেন্ট এডজ্যুডিক্যাটরস। অর্গানাইজিং এর দায়িত্বে থাকছেন ১৪জন টাইম কিপার, ১৫ জন রুম ম্যানেজার, ১৫ জন একমোডেশন ভলেন্টিয়ার৷ ৩ জন থাকছেন ট্যাবিউলেশন টীমে, ইভেন্ট ডিরেক্টরস থাকছেন ৫ জন, অভিভাবক এবং শিক্ষক থাকছেন ১৯ জন।

আয়োজনে আরো নিপুণতা আনতে ফুড পার্টনার হিসেবে থাকছে “DEKKO FOODS LIMITED”, অফিশিয়াল ব্যাংকিং পার্টনার হিসেবে থাকছে “Export Import Bank of Bangladesh-EXIM bank.

অফিশিয়াল লজিস্টিক পার্টনার হিসেবে থাকছে “Dutch Bangla Bank Ltd.”, অফিশিয়াল প্রিন্ট মিডিয়া পার্টনার হিসেবে থাকছে “The Business Standard”! ২৯ জুলাই অনুষ্ঠিত হবে সেরেমোনিয়াল প্রোগ্রাম।

বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় ক্রেস্ট- ক্রেস্ট(চ্যাম্পিয়ন), টীম ট্রফি চ্যাম্পিয়ন, ক্রেস্ট (রানার্স আপ), টীম ট্রফি রানার আপ, ডিবেটর অফ দ্য ফাইনাল এবং ডিবেটরস অফ দ্য টুর্ণামেন্ট।

সর্বোপরি, আগামি ২৮ জুলাই সকাল আট ঘটিকায় নিটার আইভি প্রোগ্রামটির সূচনা এবং ২৯ জুলাই বিকাল ৪টায় প্রোগ্রাম শেষ ঘোষণা করা হবে। সুষ্ঠু ও সুন্দরভাবে প্রোগ্রামটি সম্পন্ন করার প্রয়াস জানিয়েছেন নিটার ডিবেটিং সোসাইটি।