NITER Games & Sports Club কতৃক আয়োজিত হতে যাচ্ছে ইনডোর গেমস টুর্নামেন্ট

নিটার ( ন্যাশনার ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ)  এ আয়োজিত হতে যাচ্ছে ইনডোর গেমস টুর্নামেন্ট ২০২৩। NGSC [ Niter Games & Sports Club] কতৃক আয়োজিত হতে যাচ্ছে এই ইনডোর গেমস টুর্নামেন্ট টি।। এই টুর্নামেন্টটিতে অনেক গুলো ইভেন্ট এর আয়োজন করা হবে।

আর মধ্যে অফলাইন ও অনলাইন দুটো ইভেন্ট ই রয়েছে। অনলাইন ও অফলাইন ইভেন্ট মিলিয়ে  মোট ৮ টি ইভেন্ট এর আয়োজন করা হয়েছে। অনলাই ইভেন্ট গুলোর তালিকায় থাকছে

১. PUBG Mobile

  1. Efootball 2022(PES)
  1. Freefire

4. Ludo

অফলাইন ইভেন্ট এর তালিকায় রয়েছে

  1. Carom
  1. Chess
  1. Card
  1. Table Tennis

প্রতিটি ইভেন্ট এর জন্য স্পেসিফিক রুলস আছে, যেগুলা অনুসরণ করে ইভেন্ট গুলোকে পরিচালনা করা হবে। যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থীরা এতে অংশগ্রহন করতে পারবে।

ইভেন্টটিতে অংশগ্রহণ করতে চাইলে একটা রেজিষ্ট্রেশন ফি প্রদান করে তাতে অংশগ্রহন করতে হয়।। রেজিস্ট্রেশন করার জন্য NGSC গ্রুপে বিস্তারিত ফর্ম দেয়া হয়েছে। ইভেন্ট টি ২ রা ডিসেম্বর অনুষ্ঠিত হবে।