ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজে রিসার্চ স্কোপ নিয়ে ওয়েবিনার অনুষ্ঠিত

ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের সিএসই বিভাগের আয়োজনে ১৫ ই জুলাই একটি ওয়েবিনার অনুষ্ঠিত হয়।

ওয়েবিনার এর বিষয় ছিলো Algorithms in life:Project & Research Scopes।

ওয়েবিনারে স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(চুয়েট) এর সহকারী অধ্যাপক মোঃ সাবির হোসেন।

ওয়েবিনারে সভাপতিত্ব করেন মইকের সিএসই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোঃ আলমগীর হোসেন।

এছাড়াও মইকের ইইই বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক আনোয়ারুল হক, নন টেক বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক আব্দুস সাত্তার টিটু, সিএসই বিভাগের সহকারী অধ্যাপক খালেদা ফেরদৌসী সহ সিএসই বিভাগের প্রভাষকগণ উপস্থিত ছিলেন।

ওয়েবিনারে স্পিকার মোঃ সাবির হোসেন রিসার্চ এবং প্রজেক্ট নিয়ে তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতা শেয়ার করেন।তিনি প্রাত্যহিক জীবনে অ্যালগরিদম কিভাবে কাজ করে, অ্যালগরিদমের প্রাথমিক ধারণা, রিসার্চ এবং প্রজেক্ট এর ক্ষেত্র নিয়ে আলোচনা করেন।

এছাড়াও তাঁর অধীনে কয়েকজন শিক্ষার্থী রিসার্চ করে কিভাবে আন্তর্জাতিকভাবে সমাদৃত হয়েছেন এ নিয়ে আলোচনা করেন।

এছাড়াও তাঁর ইতোমধ্যে সম্পন্ন হওয়া এবং চলমান কিছু প্রজেক্ট শিক্ষার্থী দের মাঝে তুলে ধরেন।

এর মধ্যে উল্লেখযোগ্য ছিলো Post Processing De-blocking, Spam Filter, Detecting Terrorists Activities, Impact of Augmented Reality, Handwritten Character Recognition।

শিক্ষার্থীরা ওয়েবিনারে অংশগ্রহণ করে বেশ উপকৃত হয়েছে এব রিসার্চ ও প্রজেক্ট নিয়ে সামনে কাজ করার অনুপ্রেরণা পাচ্ছে বলে জানায়।

ওয়েবিনারের শেষ দিকে প্রশ্ন উত্তর পর্বে শিক্ষার্থীরা সিএসই এর বিভিন্ন ফিল্ড, বিভিন্ন টেকনোলজি, অ্যালগরিদম ও অন্যান্য বিষয়ে স্পিকারের কাছে জিজ্ঞাসা করে এবং স্পিকার প্রশ্নগুলোর উত্তর খুব সুন্দরভাবে বুঝিয়ে বলেন।

দেশব্যাপী করোনা ভাইরাসের সংক্রমণ এর কারণে শিক্ষা প্রতিষ্ঠান যখন বেশ কয়েক মাস যাবত বন্ধ, ঠিক এমন সময়ে এই ওয়েবিনার শিক্ষার্থীদের জন্য রিসার্চ এবং প্রজেক্ট নিয়ে সঠিক দিকনির্দেশনা পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

লিখাঃ তৌকির আহমেদ