পিতৃহারা ক্যান্সার আক্রান্ত মেহেদি বাঁচতে চায়, প্রয়োজন ১০ লাখ টাকা

ক্যান্সার আক্রান্ত কুবি শিক্ষার্থী তানিন বাঁচতে চায়

তানিন মেহেদী। ফুসফুসে ক্যান্সারের চতুর্থ স্টেজ।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম ডিপার্টমেন্ট এর অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সে। পাশে বাবা নেই। চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় দশ লাখ টাকারও বেশি। ভরসা মানুষের সহায়তা।

২০১৬ সালে প্রথম তানিনের হাঁটুতে টিউমার ধরা পড়ে। অপারেশনও করায়। কিন্তু ২০১৮ তে সে টিউমার আবার ফিরে আসে। তখনই তার ক্যান্সার ধরা পরে।

তার শিক্ষা প্রতিষ্ঠান ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা দেশের নানা প্রান্ত থেকে অর্থ সংগ্রহ করে তাকে চিকিৎসা করায় ভারতে, মুম্বাইয়ের টাটা হাসপাতালে৷

সার্জারি, প্লাস্টিক সার্জারি, রেডিওথেরাপিসহ প্রায় তিন মাস ভারতে চিকিৎসা নিয়ে মেহেদী আবার সুস্থ হয়ে ফিরে। খরচ হয় প্রায় ১৮ লাখ টাকা। যার সবটাই মানুষের অনুদান।

কয়দিন আগেই সুস্থ হয়ে আবারো বাঁচার স্বপ্ন দেখা তানিনের ক্যান্সার আবার ধরা পড়েছে। হাঁটু থেকে আক্রমণ করেছে সরাসরি ফুসফুসে।

ঢাকার ডেল্টা হাসপাতালে কেমোথেরাপি নিচ্ছে সে কিন্তু তা যথেষ্ট না। ভারতে নিয়ে যেতে হবে খুব দ্রুত। প্রায় ১০ লাখ এর অধিক টাকার দরকার। হাতে সময় টাকা কোনোটাই নেই। আটকে আছে পুরো চিকিৎসা।

তাই সবার কাছে অনুরোধ, আপনার নিত্যদিনের খরচ, কফি খাওয়ার টাকা কিংবা আনন্দ উল্লাসের অর্থ একবারের জন্য একটি তরুণ জীবন বাঁচাতে উৎসর্গ করুন।

মেহেদীকে অর্থ সহায়তা পাঠানোর ঠিকানাঃ বিকাশ- 01674241004 অথবা 01765566616, নগদ- 01765566616,রকেট- 01765566612

ব্যাংক একাউন্ট নম্বর- ২৭৩১০৫০৯০৩ (ইয়াসির আরাফাত) ডাচ বাংলা ব্যাংক, ময়নামতি শাখা, কুমিল্লা।