IUT তে সাব্জেক্ট চয়েজ কিভাবে দিবে

iut

১ জুন রাত ১১ঃ৫৯ থেকে শুরু হয়ে যাবে সাবজেক্ট চয়েস দেয়ার পালা যা ৬ জুন রাত ১১ঃ৫৯ পর্যন্ত চলবে। তাই এ সংক্রান্ত কনফিউশন দূর করতেই এই পোস্ট দেয়া।

আইইউটিতে বর্তমানে সর্বমোট সাবজেক্ট সংখ্যা ৭টি(BTHT বাদে) এবং যার মধ্যে শুধুমাত্র CSE, EEE এবং ME তে পার্শিয়াল স্কলারশিপ পাবার সুযোগ আছে।

সুতরাং স্কলারশিপ এবং নন-স্কলারশিপ মিলিয়ে সাবজেক্ট চয়েসের সময় তোমরা সর্বমোট ১০টি অপশন দেখতে পাবে। সেগুলো হল-

• CSE-OIC Partial
• EEE-OIC Partial
• ME- OIC Partial
• CSE-Self Financed
• EEE-Self Financed
• ME-Self Financed
• IPE-Self Financed
• CEE-Self Financed
• SWE-Self Financed
• BTM-Self Financed

এদের মধ্যে প্রথম ৩টি পার্শিয়াল ওআইসি স্কলারশিপ এবং পরবর্তী ৭টি নন-স্কলারশিপ।
এদের মধ্য হতে তুমি তোমার পছন্দের সিরিয়াল অনুযায়ী সাবজেক্টগুলো ক্রমানুসারে সাজাতে পারবে।

সাধারণত সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে তোমাদের মধ্যে ছয় ধরণের মতামত দেখা যায় এবং সেই মতামত অনুসারেই সবার সাবজেক্ট চয়েস দেয়া উচিত।

ধরণ-১:
এই ধরণের শিক্ষার্থীরা যদি পার্শিয়াল স্কলারশিপে যে কোন সাবজেক্ট পায় শুধুমাত্র তাহলেই আইইউটিতে পড়বে বলে সিদ্ধান্ত নেয়।

* এই ক্ষেত্রে সাবজেক্ট চয়েসের সময় তাদের পছন্দ অনুসারে শুধুমাত্র (OIC-financed) এর তিনটি সাবজেক্ট পূরণ করে অবশিষ্ট ঘরগুলো ফাঁকা রেখে চয়েস সাবমিট করতে হবে।

যেমনঃ CSE OIC Partial>EEE OIC Partial>ME OIC Partial>…>…>…>…>…>…>…
(এখনে ‘…’ দ্বারা উক্ত ঘরগুলো ফাঁকা রাখা বোঝানো হয়েছে)

ধরণ-২:
এই ধরণের শিক্ষার্থীরা যদি পার্শিয়াল স্কলারশিপে কোন একটি নির্দিষ্ট সাবজেক্ট পায় শুধুমাত্র তাহলেই আইইউটিতে পড়বে বলে সিদ্ধান্ত নেয়।

* এই ক্ষেত্রে সাবজেক্ট চয়েসের সময় তাদের শুধুমাত্র (OIC-financed) এর উক্ত সাবজেক্টটি পূরণ করে অবশিষ্ট ঘরগুলো ফাঁকা রেখে চয়েস সাবমিট করতে হবে।
যেমনঃ CSE OIC Partial>…>…>…>…>…>…>…>…>…

ধরণ-৩:
এই ধরণের শিক্ষার্থীরা পার্শিয়াল স্কলারশিপ অথবা সেলফ ফাইনেন্সড এর যে কোনটিতে যদি কোন একটি নির্দিষ্ট সাবজেক্ট পায় শুধুমাত্র তাহলেই আইইউটিতে পড়বে বলে সিদ্ধান্ত নেয়।

* এই ক্ষেত্রে সাবজেক্ট চয়েসের সময় তাদের শুধুমাত্র উক্ত সাবজেক্টটি পূরণ করে অবশিষ্ট ঘরগুলো ফাঁকা রেখে চয়েস সাবমিট করতে হবে।

যেমন: CSE OIC Partial>CSE-Self>…>…>…>…>…>…>…>… অথবা
CEE-Self>…>…>…>…>…>…>…>…>…

ধরণ-৪:
এই ধরণের শিক্ষার্থীরা পার্শিয়াল স্কলারশিপের যে কোন সাবজেক্ট অথবা সেলফ ফাইনেন্সড এর কোন একটি নির্দিষ্ট সাবজেক্ট যদি পায় শুধুমাত্র তাহলেই আইইউটিতে পড়বে বলে সিদ্ধান্ত নেয়।

* এই ক্ষেত্রে সাবজেক্ট চয়েসের সময় তাদের (OIC-financed) এর সকল সাবজেক্ট এবং (Self-financed) এর উক্ত সাবজেক্টটির পূরণ করে অবশিষ্ট ঘরগুলো ফাঁকা রেখে চয়েস সাবমিট করতে হবে।

-এই সময় যদি কারো সেলফ ফাইনেন্সড এর খরচের চিন্তার চেয়ে কোন নির্দিষ্ট সাবজেক্টে পড়ার আগ্রহ বেশি থাকে তাহলে চয়েস হতে পারে এইরকমঃ

CSE OIC Partial>CSE-Self>EEE OIC Partial>ME OIC Partial>…>…>…>…>…>…

-এবং যদি কারো কোন নির্দিষ্ট সাবজেক্টে পড়ার আগ্রহের চেয়ে সেলফ ফাইনেন্সড এর খরচের চিন্তা বেশি থাকে তাহলে চয়েস হতে পারে এইরকমঃ

CSE OIC Partial>EEE OIC Partial>ME OIC Partial>CSE-Self>…>…>…>…>…>…

ধরণ-৫:
এই ধরণের শিক্ষার্থীরা পার্শিয়াল স্কলারশিপ অথবা সেলফ ফাইনেন্সড এর যে কোন সাবজেক্ট পেলেই আইইউটিতে পড়বে বলে সিদ্ধান্ত নেয়।

* এই ক্ষেত্রে সাবজেক্ট চয়েসের সময় তাদের পছন্দের সিরিয়াল অনুসারে সকল সাবজেক্ট পূরণ করে চয়েস সাবমিট করতে হবে।
যেমনঃ

CSE OIC Partial>EEE OIC Partial>ME OIC Partial>CSE-Self>EEE-Self>MCE-Self>CEE-Self>SWE-Self>IPE-Self>BTM-Self

ধরণ-৬:
এই ধরণের শিক্ষার্থীরা কোন একটি অথবা দুইটি নির্দিষ্ট সাবজেক্ট বাদ দিয়ে যে কোন সাবজেক্ট পেলেই আইইউটিতে পড়বে বলে সিদ্ধান্ত নেয়।

* এই ক্ষেত্রে সাবজেক্ট চয়েসের সময় তাদের পছন্দের সিরিয়াল অনুসারে উক্ত সাবজেক্টটি বাদ দিয়ে বাকী সকল সাবজেক্ট পূরণ করে অবশিষ্ট ঘরগুলো ফাঁকা রেখে চয়েস সাবমিট করতে হবে।
যেমনঃ

CSE OIC Partial>EEE OIC Partial>ME OIC Partial>CSE-Self>EEE-Self>MCE-Self>CEE-Self>SWE-Self>…>…

*** যে সকল সাবজেক্টে পার্শিয়াল স্কলারশিপ অথবা সেলফ ফাইনেন্সড দুইটিই আছে সে সকল সাবজেক্টে চয়েস দেয়ার সময় পার্শিয়াল স্কলারশিপকে অবশ্যই সেলফ ফাইনেন্সড এর আগে রাখতে হবে। নতুবা সাবজেক্ট চয়েস গ্রহণ করা হবে না।
যেমনঃ

CSE OIC Partial>CSE-Self (correct)
CSE-Self>CSE (not correct)

*** সাবজেক্ট চয়েস দেয়ার পর চয়েস লিস্ট অবশ্যই লক করতে হবে। লক না করা হলে সাবজেক্ট চয়েস গ্রহণ করা হবে না। এবং চয়েস লিস্ট একবার লক করলে তা আর পরিবর্তন করা যাবে না।

*** তোমাদের কারো যদি মেরিট পজিশন অনেক পেছনেও হয়ে থাকে তবুও সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে তোমার কম পছন্দের সাবজেক্ট সিরিয়ালের উপরে দেয়ার দরকার নেই।

কেননা তুমি যে ভাবেই সাবজেক্ট চয়েস দাও না কেন তুমি কখনই তোমার আগে থাকা সিরিয়ালের কারো চেয়ে বেশি অগ্রাধিকার পাবে না। বরং ভুল সাবজেক্ট চয়েস দেয়ার কারনে অনেক সময় তোমার সিরিয়াল পর্যন্ত তোমার পছন্দের সাবজেক্ট আসলেও, তুমি পরবর্তীতে তা আর নিতে পারবে না।

তোমার কম পছন্দের সাবজেক্টটি সিরিয়ালে উপরে থাকার কারণে সেটিই তোমাকে দেয়া হবে, অথচ তোমার পরবর্তী সিরিয়ালের কেউ তোমার পছন্দের সাবজেক্টটি নিতে পারবে।

*** যে সাবজেক্টটি তুমি পড়তে চাও না, শুধুমাত্র প্রথম কল এ ডাক পাওয়ার জন্য অযথা সেই সাবজেক্টটি চয়েস লিস্টে দিয়ে রেখো না।
কেননা ধরো তোমার পজিশন ১০০০ কিন্তু তুমি CEE তে পড়তে চাও, BTM এ পড়তে চাও না।

অথচ তুমি তাড়াতাড়ি কল পাবার জন্য তোমার সর্বশেষ চয়েস দিয়ে রাখলে BTM. সেই ক্ষেত্রে তুমি BTM এ ভর্তি হবার জন্য তাড়াতাড়ি কল পাবে ঠিকই কিন্তু মাইগ্রেশন হয়ে তুমি যে পরবর্তীতে CEE পাবে তার কোন নিশ্চয়তা নেই।

অথচ তুমি যদি BTM চয়েস লিস্টে না দিয়ে সেই ঘরটি ফাঁকা রাখো তাহলে তুমি শুধুমাত্র তখনই কল পাবে যখন তুমি CEE তে ভর্তি হতে পারবে।

*** তোমার পরবর্তী পজিশনের কেউ কখনই তোমার আগে তোমার চয়েস লিস্টে থাকা কোন সাবজেক্টে ভর্তি হতে পারবে না।
যেমনঃ ধর, তোমার পজিশন ১০০০ এবং তুমি তোমার ১ম চয়েস দিয়েছো CEE। কিন্তু যার পজিশন ৯৯৯ সে তার শেষ চয়েস দিয়েছে CEE।

অতঃপর যদি ৯৯৯ পর্যন্ত CEE সাবজেক্ট আসে তাহলে তোমার আগে ৯৯৯ পজিশনের শিক্ষার্থীকে CEE সাবজেক্টে ভর্তি করানো হবে এবং এরপরেও যদি আসন ফাঁকা থাকে তাহলে তোমাকে সুযোগ দেয়া হবে।

*** শুধুমাত্র সেই সকল সাবজেক্টই চয়েস লিস্টে দাও যে সকল সাবজেক্টে তুমি পড়তে চাও। যেই সকল সাবজেক্টে পড়তে চাও না সেই সব সাবজেক্ট চয়েস লিস্টে দিও না।

এবং যে সকল সাবজেক্ট চয়েস লিস্টে দেবে তা তোমার পছন্দ অনুসারে দাও। মেরিট পজিশন দেখে কখনই সাবজেক্ট চয়েস পরিবর্তন করে অন্যরকম ভাবে দিও না।

*** কোন কলে ডাক আসার পরেও যদি কেউ ভর্তি না হয় তাহলে সে পরবর্তীতে আর ভর্তি হওয়ার কোন সুযোগ পাবে না।

সাবজেক্ট চয়েস নিয়ে যদি এরপরেও তোমাদের মনে কোন প্রশ্ন থাকে অথবা কোন বিষয় না বুঝে থাকো তাহলে তা কমেন্ট সেকশনে জানাতে পারো। চেষ্টা করবো তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেয়ার।

বেস্ট অফ লাক!

Ajwad Abrar