বিজ্ঞান এবং প্রযুক্তিকে কাজে লাগাতে হবে : STI 2020

‘সাসটেইনেবল টেকনোলজিস ফর ইন্ডাস্ট্রি ৪.০’ (STI 2020) শীর্ষক দুই দিনব্যাপী একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে বেসরকারি বিশ্ববিদ্যালয় গ্রীন ইউনিভার্সিটি অব বাংলাদেশ

এই সম্মেলনে চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন বক্তারা। গত রোববার সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে তাঁরা এ আহ্বান জানান।

সম্মেলনের উদ্দেশ্য ছিল, শিক্ষক-গবেষক ও প্র্যাকটিশনারদের মধ্যে সেতুবন্ধ তৈরি করে চতুর্থ শিল্পবিপ্লবের কৌশল নির্ধারণ করা এবং কঠিন পরিস্থিতি মোকাবেলা করে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয়।

আন্তর্জাতিক এই সম্মেলনে বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, ইন্ডিয়া, জার্মানিসহ বিশ্বের ২৯টি দেশের কয়েক শ শিক্ষক-গবেষক অংশ নেন।

তাঁরা সবাই ভার্চ্যুয়ালি এই সম্মেলনে যুক্ত হন। সম্মেলনে উপস্থাপনকৃত সব পেপার থেকে তিনটি প্রবন্ধকে ‘বেস্ট পেপার’ হিসেবে নির্বাচিত করা হয়।

সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে গ্রীন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির সভাপতিত্ব করেন।

সেখানে আরো উপস্থিত ছিলেন বিইউবিটির উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ফৈয়াজ খান, ইউএস-বাংলা গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মইনুল ইসলাম প্রমুখ সহ অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পুরো বিশ্ব এখন টেকসই উন্নয়নের পথে হাঁটছে। টেকসই উন্নয়নের চাবিকাঠি হচ্ছে হলো বিজ্ঞান ও প্রযুক্তি।

এই দুই অনুষঙ্গকে যত বেশি কাজে লাগানো যাবে, ততই চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করতে সহজ হবে। এ ব্যাপারে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারিভাবেও অনেককে এগিয়ে আসতে হবে।